nagorikota-mcq-question-answers

নাগরিকতা MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নাগরিকতা MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রদান করা হলো। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের অনুশীলনের জন্য একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মক টেস্ট –ও আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়, যা শিক্ষার্থীরা আমাদের মক টেস্ট বিভাগে গিয়ে প্রদান করতে পারবে। 

নাগরিকতা MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান : 

 

১) একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল – নাগরিক 

২) নাগরিক শব্দটির উদ্ভব হয়েছে যে শব্দ থেকে – নগর

৩) নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে – গ্রিসে 

৪) নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন – অ্যারিস্টটল 

৫) ‘শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক’ কথাটি বলেছেন – অ্যারিস্টটল 

৬) অ্যারিস্টটল যে অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছেন – সংকীর্ণ 

৭) রাষ্ট্র অসদাচারণের জন্য যাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে – নাগরিককে

৮) নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে – নাগরিকরা 

৯) রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত – বিদেশিরা 

১০) ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন –  বিদেশি

১১) রাষ্ট্র যাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে – বিদেশি

১২) যে সকল নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন না- সসম্পূর্ণ নাগরিক 

১৩) রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন – অ্যারিস্টটল

১৪) নাগরিক সম্পর্কে আধুনিক ধারণা প্রদান করেছেন – ল্যাস্কি 

১৫) ‘নাগরিকতা হল সমাজের মঙ্গলসাধণের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা’ কথাটি বলেছেন – ল্যাস্কি 

১৬) সুনাগরিকের অন্যতম গুণ হল – দেশপ্রেম 

১৭) ভোটাধিকার আছে – নাগরিকদের

১৮) রাজনৈতিক অধিকার ভোগ করে – নাগরিকরা 

১৯) যারা রাষ্ট্রের প্রতি অনুগত এবং রাষ্ট্রের আইনকানুন মেনে চলতে বাধ্য, তাদের বলে – নাগরিক

২০) নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে- সুনাগরিকরা

২১) ‘গণতন্ত্রের সাফল্যের অন্যতম অপরিহার্য শর্ত হল সুনাগরিকতা’ কথাটি বলেছেন – মিল

২২) বিদেশিদের যে’কটি ভাগে বিভক্ত করা হয় – দুটি

২৩) ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের – প্রজা 

২৪) দ্বিনাগরিকত্ব যে শাসনব্যবস্থার বৈশিষ্ট্য – যুক্তরাষ্ট্রীয় 

২৬) দ্বৈতনাগরিকতা যে দেশে প্রচলিত – মার্কিন যুক্তরাষ্ট্র 

২৭) নাগরিকতা অর্জনের পদ্ধতি হল – দুটি 

২৮) নাগরিকতা অর্জন করা যায় – জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা

২৯) জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় – স্বাভাবিক নাগরিক

৩০) ‘শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, সে তার পিতা-মাতার নাগরিকতা লাভ করবে’ এই নীতিটিকে বলা হয় – রক্তের সম্পর্ক নীতি 

৩১) নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় – আর্জেন্টিনায় 

৩২) গ্রেট ব্রিটেনে অনুমোদনসিদ্ধ নাগরিককে বলা হয় – পূর্ণ নাগরিক 

৩৩) যে দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিবাহ করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পান – জাপান 

৩৪) যে দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে – মার্কিন যুক্তরাষ্ট্র 

৩৫) অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা হল – কৃত্রিম নাগরিকতা 

৩৬) ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা হল – ২২টি 

৩৭) ভারতের নাগরিক হতে হলে অন্তত সংবিধান স্বীকৃত যে’কটি ভাষা জানতে হয় – ১টি 

৩৮) সিকিমের ভারতভুক্তির পরে সেখানকার অধিবাসীদের যে পদ্ধতিতে নাগরিকতা প্রদান করা হয় – সমষ্টিগত নাগরিকতা 

৩৯) অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিকতা হারান, তখন তাকে বলা হয় – রাষ্ট্রহীন ব্যক্তি 

৪০) জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতি রয়েছে – ২টি 

৪১) সমষ্টিগত নাগরিকতা অর্জনের ভিত্তি হল – চুক্তি 

৪২) বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি হলেন – তসলিমা নাসরিন 

৪৩) ভারতবাসী নাগরিকতা অর্জন করে – ১৯৫০ খ্রিঃ ২৬ শে জানুয়ারি 

৪৪) ভারতীয় সংবিধানের যে অংশে নাগরিকতার বিষয়টি রয়েছে – দ্বিতীয় অংশে 

৪৫) ভারতের সংবিধানের যে ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে – ৫ থেকে ১১ 

৪৬) ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত ভারতে বসবাস করতে হয় – ১০ বছর 

৪৭) ভারতের অর্জিত নাগরিক ছিলেন – মাদার টেরেসা 

৪৮) কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকতা – বিলুপ্ত হতে পারে 

৪৯) নাগরিকদের পালন করতে হইয় যে দু’ধরণের কর্তব্য – নৈতিক ও আইনগত 

৫০) সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় – অশিক্ষা  

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

নাগরিকতা MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top