okarok-pod

অকারক পদ কাকে বলে? অকারক পদ কত প্রকার ও কি কি?

আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত কারক থেকে অকারক পদ কাকে বলে? অকারক পদ কত প্রকার ও কি কি? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনাগুলি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অকারক পদ ও তার শ্রেণিবিভাগ থেকে প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তাদের মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।

অকারক পদ কাকে বলে? অকারক পদ কত প্রকার ও কি কি? : 

 

অকারক পদঃ 

বাক্যের মধ্যে কোনো কোনো পদ থাকে যারা ক্রিয়ার পরিবর্তে অন্য পদের সঙ্গে অন্বিত হয়। আবার, বাক্যে কিছু কিছু পদ থাকে যারা ক্রিয়া বা অন্য পদ কারো সাথেই অন্বিত হয় না। এদের অকারক পদ বলা হয়ে থাকে।

যেমনঃ

আমি মামার বাড়ি যাবো।  (প্রথম প্রকারের দৃষ্টান্ত)

যদু হে, মাছ কিবা? (দ্বিতীয় প্রকারের দৃষ্টান্ত)

 

অকারক পদের শ্রেণিবিভাগঃ 

অকারক পদকে দুটি ভাগে বিভক্ত করা হয়। যথা – ক) সম্বন্ধ পদ এবং খ) সম্বোধন পদ। নিম্নে এদের সম্পর্কে আলোচনা করা হলো –

ক) সম্বন্ধ পদঃ

‘র’ বা ‘এর’ বিভক্তিযুক্ত যে পদের ক্রিয়ার সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না , কিন্তু বাক্যের অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকে, তাকে সম্বন্ধ পদ বলে।

যেমনঃ

সুশান্তর ভাই ভালো গান করে।

কারক যেহেতু ছয় প্রকার, তাই সম্বন্ধ পদেরও ছয়টি ভাগ পরিলক্ষিত হয়। যথা –

১) কর্তা সম্বন্ধঃ 

ক্রিয়ার সম্পাদককে ঘিরে যে সম্বন্ধ পদ গড়ে ওঠে তাকে কর্তা সম্বন্ধ বলে।

যেমনঃ

ভোরে পাখির ডাক শোনা যায়।

২) কর্ম সম্বন্ধঃ 

কর্ম সম্পর্কের ভিত্তিতে যে সম্বন্ধ পদ গড়ে ওঠে তাকে কর্ম সম্বন্ধ বলে।

যেমনঃ

দরিদ্রদের সেবা করো।

৩) করণ সম্বন্ধঃ 

কোনো কিছুর দ্বারা কোনো কিছু নিষ্পন্ন হওয়া বোঝাতে যে সম্বন্ধ পদ গড়ে ওঠে তাকে করণ সম্বন্ধ বলে।

যেমনঃ

হাতের কাজটা সেরে নিয়ে আসছি।

৪) অপাদান সম্বন্ধঃ 

কোনো কিছু থেকে পতিত, ভীত, উৎপন্ন ইত্যাদি বোঝাতে অপাদান পদের সঙ্গে যে সম্বন্ধ গড়ে ওঠে তাকে অপাদান সম্বন্ধ বলে।

যেমনঃ

বাঘের ভয়ে যেতে চাইছে না।

৫) অধিকরণ সম্বন্ধঃ 

কোনো স্থান, বিষয় বা সময়ের সঙ্গে যুক্ত বস্তু বা ব্যক্তির সম্বন্ধ বোঝাতে যে সম্বন্ধ গড়ে ওঠে তাকে অধিকরণ সম্বন্ধ বলে।

যেমনঃ

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।

৬) নিমিত্ত সম্বন্ধঃ 

কোনো কিছুর নিমিত্ত কোনো কিছু বোঝাতে যে সম্বন্ধ গড়ে ওঠে তাকে নিমিত্ত সম্বন্ধ বলে।

যেমনঃ

বিয়ের বাজনা বাজছে।

 

খ) সম্বোধন পদঃ 

বাক্যের গতিভঙ্গ করে যাকে বিশেষভাবে আহ্বান করা হয়, তাকে সম্বোধন পদ বলে।

যেমনঃ

ওরে গৃহবাসী, খোল দ্বার খোল।

বিমল, তুমি এখন আসতে পারো।

 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

অকারক পদ কাকে বলে

কারক ও অকারক থেকে সকল প্রকার আলোচনা দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

কারক ও অকারক, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top