পাশ্চাত্য দর্শন সম্প্রদায় MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পাশ্চাত্য দর্শন সম্প্রদায় MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার মধ্য দিয়ে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
পাশ্চাত্য দর্শন সম্প্রদায় MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান :
১) ভাববাদের সূচনা করেন – অ্যানাক্সিগোরাস
২) যে মতবাদ অনুসারে বাহ্যবস্তুর জ্ঞাননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব নেই – ভাববাদ
৩) ‘জাগতিক বস্তুর অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভরশীল’ – এই মত – ভাববাদীদের
৪) জ্ঞানের বিষয়কে জ্ঞানসাপেক্ষ বলেন – ভাববাদীরা
৫) ‘জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর সম্পর্ক আন্তরসম্পর্ক’ এ কথা বলা হয়েছে – ভাববাদে
৬) ভাববাদ অনুযায়ী বস্তুর অস্তিত্ব – মনোগত
৭) ‘জ্ঞানই বস্তুকে গঠন করে’ – এই মত – ভাববাদের
৮) ভাববাদ মূলত – চার প্রকার
৯) ভাববাদের বিপরীত মতবাদ হল – বস্তুবাদ
১০) বস্তুগত ভাববাদের প্রবক্তা হলেন – হেগেল
১১) ‘যা বৌদ্ধিক তা-ই বাস্তব, যা বাস্তব তা-ই বৌদ্ধিক’ – উক্তিটি করেছেন – হেগেল
১২) ‘Esse Est Percipl’ – উক্তিটি করেছেন – বার্কলে
১৩) আত্মগত ভাববাদের অপর নাম – মানসবাদ
১৪) আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন – বার্কলে
১৫) ‘ধারণার অতিরিক্ত কোনো বস্তু নেই’ – উক্তিটি করেছেন – বার্কলে
১৬) ‘জড় দ্রব্যের মনের বাইরে কোনো অস্তিত্ব নেই’ – এ কথা বলেছেন – বার্কলে
১৭) জড়বস্তুর স্বতন্ত্র অস্তিত্বকে অস্বীকার করেছেন – বার্কলে
১৮) ‘কেবল মন ও মনের ধারণার অস্তিত্ব আছে’ – এই মতটি – বার্কলের
১৯) ‘যা জ্ঞাত নয় তার অস্তিত্ব থাকতে পারে না’ কথাটি বলেছেন – বার্কলে
২০) বার্কলের ভাববাদে ঈশ্বর – অস্তিত্বশীল
২১) বার্কলের দর্শনে সার্বিক প্রত্যক্ষ কর্তা হলেন – ঈশ্বর
২২) ‘মনোজগৎ ও বাহ্যজগৎ উভয়ই এক চোইতন্যের পরস্পর নিরপেক্ষ অংশ’ – এ কথা বলেছেন – বার্কলে
২৩) ‘বস্তুজগৎ ঈশ্বরের মনের ধারণা মাত্র’ বলে মনে করেন – বার্কলে
২৪) বার্কলের ভাববাদকে ‘অহংকেন্দ্রিকতা’ বা ‘অহংসর্বস্ববাদ’ বলেছেন – পেরি
২৫) আত্মকেন্দ্রিকতা মানুষকে যে পথে নিয়ে যায় – সিমাবদ্ধতার পথে
২৬) ‘আমরা ভাববাদের কারাগারে বন্দি’ বলেছেন – বার্কলে
২৭) অবভাসমূলক ভাববাদী হলেন – কান্ট
২৮) কান্টের ভাববাদ হল – জ্ঞানতাত্ত্বিক ভাববাদ
২৯) ভাববাদীদের মতে শিক্ষা হল – আত্মবিকাশ
৩০) ভাববাদীদের মতে, শিক্ষক হবেন – বন্ধু, পথপ্রদর্শক ও দার্শনিক
৩১) ‘Man is the measure of all things’ – উক্তিটি করেছেন – সক্রেটিস
৩২) ‘আমি শিক্ষাকে মনোবিজ্ঞানসম্মত করতে চাই’ বলেছেন – পেস্তালৎসি
৩৩) সর্বজনীন শিক্ষার কথা যে দর্শনে বলা হয়েছে – ভাববাদ
৩৪) ফ্রয়েবেলের মতে, শিক্ষণপদ্ধতি হবে – খেলাভিত্তিক
৩৫) শিক্ষণপদ্ধতি হিসেবে নির্দেশনা পদ্ধতির কথা বলেছেন – হার্বার্ট স্পেনসার
৩৬) ‘teacher is a spiritual symbol of right conduct’ বলেছেন – জেনটাইল
৩৭) ‘শিক্ষক শুধুমাত্র নির্দেশক নন, তিনি একজন সহায়তাকারী এবং নির্দেশক’ শিক্ষক সম্পর্কে উক্তিটি করেছেন – অরবিন্দ
৩৮) ‘শিক্ষা হল নিজের বাস্তববাদ’ বলেছেন – শঙ্করাচার্য ‘মানুষের আচরণ হবে সত্য, শিব ও সুন্দরের মতো’ মানুষের আচরণ সম্পর্কে এ কথা বলা হয়েছে – ভাববাদে
৩৯) ভাববাদী দার্শনিক সক্রেটিসের মতে শিক্ষণ পদ্ধতি হবে – প্রশ্ন-উত্তর পদ্ধতি
৪০) শিক্ষণপদ্ধতি হিসেবে ডিসকোর্স পদ্ধতির কথা বলেছেন – প্লেটো
৪১) অ্যারিস্টটলের মতে শিক্ষণপদ্ধতি হবে – অবরোহী ও আরোহী পদ্ধতি
৪২) যে মতবাদ অনুসারে জ্ঞাত বাহ্যবস্তুর অস্তিত্ব ও স্বরূপ জ্ঞাতার জ্ঞাননিরপেক্ষ ও স্বাধীন সেই মতবাদের নাম হল – বস্তুবাদ
৪৩) বস্তুবাদ অনুযায়ী, জ্ঞান ও জ্ঞেয় বিষয়ের মধ্যে – বাহ্যিক সম্পর্ক
৪৪) বস্তুবাদ অনুযায়ী জ্ঞানের কাজ হল – বিষয়কে প্রকাশ করা
৪৫) ‘Refutation of idealism’ নামক প্রবন্ধটি লিখেছেন – ম্যুর
৪৬) ‘ভৌত বস্তুর সাক্ষাৎ জ্ঞান হয়’ মতবাদটি হল – লৌকিক বস্তুবাদ
৪৭) ‘বস্তু ও তার গুণ উভয়ের স্বাধীন অস্তিত্ব আছে’ এ কথা বলেছেন – সরল বস্তুবাদীরা
৪৮) প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলেন – লক্
৪৯) ‘আমাদের মন স্বচ্ছ পর্দার মতো’ কথাটি বলেছেন – লক্
৫০) নব্য বস্তুবাদের সমর্থক হলেন – রাসেল
৫১) ‘The Problem of philosophy’ গ্রন্থটি লিখেছেন – রাসেল
৫২) বস্তুবাদ মূলত – চার ধরণের
৫৩) ‘সকলপ্রকার জ্ঞানের উৎস হল প্রকৃতি’ এই মতবাদে বিশ্বাসী হলেন – প্রকৃতিবাদীরা
৫৪) প্রকৃতিবাদীদের মতে শিক্ষার পাঠক্রম হবে – নমনীয়
৫৫) রুশোর মতে, শিশুশিক্ষার প্রথম পাঠ হবে – ইন্দ্রিয় পরিমার্জনা
৫৬) প্রকৃতিবাদীরা শিক্ষককে যার সাথে তুলনা করেন – বাগানের মালি
৫৭) প্রয়োগবাদের ইংরেজি প্রতিশব্দ হল – Pragmatics
৫৮) ‘Democracy and Education’ বইটির লেখক – ডিউই
৫৯) ‘Education has no aims, only persons have aims’ বলেছেন – জন ডিউই
৬০) প্রয়োগবাদীদের মতে, শিশুর শৃঙ্খলা হবে – অন্তর্জাত



















