1. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার পঙতি সংখ্যা -
2. 'কঙ্কাবতী' ও 'ডমরুধর' -এর স্বনামধন্য লেখকের নাম -
3. অরণ্যপথ 'ভাষাহীন ক্রন্দনে' হয়ে উঠেছিল -
4. লেখার পাত বলতে বোঝানো হয়েছে -
5. আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে -
6. 'অপরিচিত ছিল তোমার মানবরূপ' - মানবরূপ হল -
7. 'তিল ত্রিফলা শিমূলছালা' - 'ত্রিফলা' কী?
8. 'একটা কালো দাগ' কীসের?
9. ছোটমাসি ডিমভাজার সঙ্গে খায় -
10. 'চায়ের টেবিলে ওঠে কথাটা' কথাটা উঠেছিল -
11. ছোটমাসি তপনের থেকে কত বছরের বড়ো?
12. সূর্য উঠলে পদ্ম ফোটে- 'সূর্য' হল -
13. নির্দেশকগুলি ব্যবহৃত হয় ব্যক্তি বা বস্তুর -
14. প্রাবন্ধিকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল -
15. মা-মেয়ে রান্না করে- বাক্যটিতে ব্যবহৃত কর্তা -
16. 'রাজায় রাজায় যুদ্ধ হয়'- বাক্যের কর্তাটি হল -
17. সমুদ্রকে কবি যে বিশেষণে বিশেষিত করেছেন -
18. 'ক্ষমা করো' কে ক্ষমা করবে?
19. ________ ধরে গেল আগুন।
20. চিনেছিলে জলস্থল-আকাশের -
21. অনুসর্গের অপর নাম হল -
22. সিজার যে কলমটি দিয়ে কাসকাকে হত্যা করেছিলেন তার পোশাকি নাম -
23. 'চোখ মার্বেল হয়ে যাওয়া' এর অর্থ হল -
24. কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে -
25. 'অসুখী একজন' কবিতাটিতে মোট পঙতি সংখ্যা -
26. বিভক্তি শব্দের অর্থ হল -
27. 'অসুখী একজন' কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত -
28. ঠাট্টাতামাশার মধ্যে তপন গল্প লিখেছে -
30. 'বাবা, তোর পেটে পেটে এত' কথাটি বলেছেন -