abohaoa-o-jolobayu-mcq-question-answers

আবহাওয়া ও জলবায়ু MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বিষয় হিসেবে আবহাওয়া ও জলবায়ু MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার -এর অন্তর্ভুক্ত আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরগুলি পড়তে পারবে। একাদশ শ্রেণির ভূগোল প্রশ্নের উত্তর -গুলি অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

আবহাওয়া ও জলবায়ু MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল : 

 

১) বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ হল – ২০.৯৪%

২) বায়ুমন্ডলের যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক – নাইট্রোজেন

৩) বায়ুমন্ডলে ওজোন গ্যাস যে স্তরে ঘনীভূত অবস্থায় থাকে – স্ট্র্যাটোস্ফিয়ার

৪) ট্রপোস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে – ট্রপোপজ

৫) ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমন্ডল বিস্তৃত – ১০০০০ কিমি

৬) মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা – কমে

৭) হমোস্ফিয়ারের বিস্তার – ৯০ কিমি পর্যন্ত

৮) বায়ুমন্ডল নীল দেখায় যার জন্য – ধূলিকণা

৯) বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমন্ডলের যে স্তরে – ট্রপোস্ফিয়ার

১০) সুর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে – ওজোন

১১) স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয় – ট্রপোস্ফিয়ারে

১২) বায়ুমন্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল – ৭৮.০৮%

১৩) একটি গ্রিনহাউস গ্যাস হল – কার্বন ডাইঅক্সাইড

১৪) বায়ুমন্ডলের শীতলতম স্তর – মেসোস্ফিয়ার

১৫) বায়ুমন্ডলের যে স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে – ট্রপোস্ফিয়ার

১৬)  বায়ুমন্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায় – মেসোস্ফিয়ারে

১৭) অতিবেগুনি রশ্মি শোষিত হয় – স্ট্র্যাটোস্ফিয়ারে

১৮) বায়ুমন্ডলের যে স্তরে মেরুজ্যোতি দেখা যায় – আয়নোস্ফিয়ার

১৯) বায়ুমন্ডলের সবচেয়ে উপরে যে স্তর রয়েছে – ম্যাগনেটোস্ফিয়ার

২০) বেতার বা রেডিও তরঙ্গ যে স্তর থেকে ফিরে আসে – আয়নোস্ফিয়ার

২১) বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ – ০.০৩%

২২) হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল – হাইড্রোজেন স্তর

২৩) ওজন ধ্বংসকারী মূল গ্যাস হল – CFC

২৪) বায়ুমন্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণে দ্বিতীয় – অক্সিজেন

২৫) বায়ুমন্ডলের একটি কঠিন উপাদান হল – লবণ কণা

২৬) ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে – আন্টার্টিকায়

২৭) ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলা হয় – ওজোনস্ফিয়ারকে

২৮) রাসায়নিক বৈশিষ্ট্য ও গঠন অনুসারে বায়ুমন্ডলের স্তর সংখ্যা – ২টি

২৯) ট্রপোস্ফিয়ারের ঊর্ধসীমাটি হল – ট্রপোপজ

৩০) উচ্চতার ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর সংখ্যা – ৬টি

৩১) বায়ুমন্ডলের সর্বাধিক ধূলিকণা ও জলীয় বাষ্প পাওয়া যায় – ট্রপোস্ফিয়ারে

৩২) অতিবেগুনি রশ্মি শোষণকারী গ্যাসটি হল – ওজোন

৩৩) ক্ষুব্ধমন্ডল বলা হয় – ট্রপোস্ফিয়ারকে

৩৪) জেটবিমান যে স্তর দিয়ে চলাচল করে – স্ট্যাটোস্ফিয়ার

৩৫) স্ট্যাটস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমানাকে বলা হয় – স্ট্র্যাটোপজ

৩৬) নৈশদ্যুতি মেঘ যে স্তরে দেখা যায় – মেসোস্ফিয়ার

৩৭) রাসায়নিক গঠন অনুসারে বায়ুমন্ডলের নীচের দিকের স্তরটি হল – হেটেরোস্ফিয়ার

৩৮) ওজোন গহ্বর সৃষ্টিতে দায়ী গ্যাসটি হল – ফ্রেয়ন

৩৯) মহাকাশ স্টেশন অবস্থান করে – এক্সোস্ফিয়ারে

৪০) ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয় যে স্তরে দেখা যায়- ম্যাগনেটোস্ফিয়ার

৪১) আন্টার্টিকা মহাদেশের উপর সর্বপ্রথম ওজোন গহ্বর লক্ষ করেন যে বিজ্ঞানী – ফারমেন

৪২) জেটবায়ু প্রবাহিত হয় – উচ্চ ট্রপোস্ফিয়ারে

৪৩) একটি নিষ্কৃয় গ্যাস হল – আর্গন

৪৪) বায়ুমন্ডলে পরিবর্তনশীল আবহাওয়া দেখা যায় যে স্তরে – ট্রপোস্ফিয়ার

৪৫) ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় যে এককে – ডবসন

৪৬) বায়ুমন্ডলের যে স্তরকে শান্ত মন্ডল বলা হয় – স্ট্র্যাটোস্ফিয়ার

৪৭) হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হল – আনবিক নাইট্রোজেন স্তর

৪৮) মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের সীমানা – ৮ কিমি

৪৯) ওজোন গ্যাসের আবিষ্কর্তা হলেন – স্কোনবি

৫০) যে স্তরে প্রোটন ও ইলেক্ট্রনের স্থায়ী চৌম্বকক্ষেত্র তোইরি হয়েছে – ম্যাগনেটোস্ফিয়ার

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

আবহাওয়া ও জলবায়ু

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top