1. "বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে"- বক্তা কে?
2. ভামো যাবার পথে অপূর্বর সঙ্গে কে কে ছিল?
3. অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল?
4. "বুড়ো মানুষের কথাটা শুনো"-উক্তিটির বক্তা কে ?
5. গিরীশ মহাপাত্রের ট্যাকে কে ছিল ?
6. তেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গিয়েছিল?
7. "বাড়ির খবর সব ভালো তো?"- বক্তা কে ?
8. জগদীশবাবু পেশায় কী ছিলেন?
9. গিরীশ মহাপাত্রের রুমালে কার ছবি আঁকা ছিল ?
10. "পথের দাবী"- গল্পে পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল?
11. অপূর্বর প্রথম শ্রেণীর কামড়ায় কয়জন লোক ছিল?
12. অপূর্ব কোন পাত্রে আহার সম্পন্ন করল?
13. অপূর্ব কোন নগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল?
14. "দয়ার সাগর ! পরকে সেজে দি নিজে খাইনে"- বক্তা কে?
15. অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন?
16. "কথায় বলে পরধর্ম ভয়াবহ"- কথাটি কে বলেছিল?
17. গিরীশ মহাপাত্রের বয়স কত ছিল?
18. "গাড়ি ছাড়তে বোধ করি তখনও বিলম্ব ছিল "-কয় মিনিট ?
19. পুলিশ স্টেশনের বড়ো কর্তার নাম কী?
20. "গভর্মেন্টের কত টাকাই না এরা বুনোহাঁসের পিছনে অপব্যয় করলে"- বুনোহাঁস বলতে কাদের বোঝানো হয়েছে?
22. সব্যসাচী মল্লিক সন্দেহে আটক ব্যাক্তিটিকে কার সামনে হাজির করা হলো?
23. "তা ছাড়া এত বড় বন্ধু"- বন্ধুটিকে?
24. সব্যসাচী মল্লিক পেশায় কী ছিলেন?
25. "কাকাবাবু একে আপনি কোন কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন"- কাকাবাবুটি কে?
26. গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনঃরায় কোথায় দেখা হয়েছিল?
27. "তারপর সকালে গেলাম"- বক্তা কোথায় গিয়েছিল ?
28. "তবে এ বস্তুটি পকেটে কেন?"- বস্তুটি কী?
29. "বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোল আনাই বজায় আছে"- বক্তা কে?
30. "সে যে বর্মা এসেছে এ খবর সত্য"- কার কথা বলা হয়েছে?