সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার মধ্য দিয়ে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান :
১) সামাজিক সংগঠন হল – ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সম্পর্কের একটি বিন্যাস বা ধরন
২) সামাজিক সংগঠনের মধ্যে যেগুলি অন্তর্ভুক্ত থাকে – শ্রমের বিভাজন, যোগাযোগ ব্যবস্থা, নেতৃত্ব প্রভৃতি
৩) দুটি সামাজিক সংগঠন হল – পরিবার ও ক্লাব
৪) আধুনিক সামাজিক সংগঠনের উদাহরণ হল – সরকারি সংস্থা, এনজিও, কর্পোরেশন প্রভৃতি
৫) সমাজের মধ্যে সামাজিক সংগঠনগুলি – পরিবর্তনশীল
৬) একটি সাধারণ ছোট সংগঠন হল – বিদ্যালয়ের ক্রীড়া-দল
৭) একটি বড়ো সামাজিক সংগঠন হল – হাসপাতাল
৮) ‘সামাজিক কাঠামো’ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন – দ্য তকভিল
৯) সামাজিক কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছিলেন – র্যাডক্লিফ ব্রাউন
১০) সামাজিক কাঠামো গড়ে ওঠে – মানব গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে
১১) সামাজিক কাঠামোর ভিত্তি হল – সামাজিক মিথস্ক্রিয়া
১২) যে অবস্থান ব্যক্তির উপর জন্মসূত্রে বা জৈবিকভাবে আরোপিত হয় এবং ব্যক্তির পক্ষে তা বদল করা সম্ভব হয় না, তা হল – অর্পিত অবস্থান
১৩) অর্পিত অবস্থানের উদাহরণ হল – নারী, পুরুষ, ব্রাহ্মণ প্রমুখ
১৪) অর্জিত অবস্থানের উদাহরণ হল – কলেজের অধ্যক্ষ, হাইকোর্টের বিচারপতি, ডাক্তার
১৫) ‘Folkways’ শব্দটি প্রথম উদ্ভাবন করেছিলেন – উইলিয়ম গ্রাহাম সামনার
১৬) ‘Folkways’ শব্দটির আক্ষরিক অর্থ হল – লোকের পথ
১৭) ‘Folk’ শব্দের অর্থ হল – মানুষ
১৮) ‘Ways’ শব্দের অর্থ হল – পথ
১৯) Ways বা পথ বলতে বোঝায় – মানুষের আচরণগত বৈশিষ্ট্য
২০) ‘লোকপথ হল সমাজের অনুমোদিত ও স্বীকৃত আচরণ’ কথাটি বলেছেন – ম্যাকাইভার ও পেজ
২১) কোন পথের মধ্য দিয়ে লোকপথের বিকাশ ঘটেছে? – প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি
২২) লোকপথগুলি হল – সামাজিক গোষ্ঠির সদস্যদের দ্বারা স্বীকৃত
২৩) লোকপথের সংখ্যা – অসংখ্য
২৪) লোকপথ একটি সমাজে কাজ করে – সামাজিক শক্তি হিসেবে
২৫) লোকপথের মধ্য দিয়ে ব্যক্তি তার আচার আচরণকে – নিয়ন্ত্রণ করতে পারে
২৬) লোকপথগুলি মূলত সংস্কৃতির – ভিত্তি
২৭) লোকনীতির ইংরেজি প্রতিশব্দ হল – Mores
২৮) ‘Mores’ শব্দটি যে শব্দ থেকে এসেছে – ল্যাটিন শব্দ
২৯) যদি কোনো সমাজের কোনো সদস্য লোকনীতি অমান্য করে, তাহলে তাকে – দন্ডিত হতে হয়
৩০) সমাজে শালীনতা রক্ষা করে – Mores
৩১) ‘Mores’ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন – সামনার
৩২) ‘লোকপথের সাধারণ অর্থের সঙ্গে যখন সমাজকল্যাণের আদর্শ বা ন্যায়-অন্যায়ের মান সংযুক্ত হয় তখন তাকে লোকনীতি বলে’ কথাটি বলেছেন – সামনার
৩৩) লোকনীতির উদাহরণ হল – একবিবাহ, গণতন্ত্র, দাসপ্রথার বিরোধিতা
৩৪) দেশকালভেদে লোকনীতির – পরিবর্তন হয়
৩৫) লোকনীতি হল – সর্বজনীন ধারণাবিশেষ
৩৬) ব্যক্তিগত আচার-আচরণের অন্যতম নির্ণায়ক হল – লোকনীতি
৩৭) কয়েকজন ব্যক্তির সমন্বয়কে বলা হয় – গোষ্ঠী
৩৮) সামাজিক গোষ্ঠীর উদাহরণ হল – পরিবার, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি
৩৯) সামাজিক গোষ্ঠীর উদাহরণ হল – রাজনৈতিক দল, শ্রমিক সংঘ, ক্রীড়া দল প্রভৃতি
৪০) সামাজিক গোষ্ঠী পরিচালিত হয় – একাধিক ব্যক্তির দ্বারা
৪১) ‘Social Organization’ গ্রন্থটি লিখেছেন – কুলি
৪২) প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হল – পরিবার, সম্প্রদায়, গ্যাং প্রভৃতি
৪৩) প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হল – ছোট আয়তন, বেশি স্থায়িত্ব, অনৈচ্ছিক সদস্যপদ
৪৪) যে গোষ্ঠী থেকে শিশু সামাজিকীকরণের শিক্ষা লাভ করে – প্রাথমিক গোষ্ঠী
৪৫) শিশুর ভাষার বিকাশে যে গোষ্ঠী সাহায্য করে – প্রাথমিক গোষ্ঠী
৪৬) কোন সমাজতত্ত্ববিদ সামাজিক গোষ্ঠীকে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে শ্রেণিবিভাগ করেছেন? – কুলি
৪৭) পদমর্যাদার ভিত্তিতে সামাজিক গোষ্ঠীর শ্রেণিবিভাগ করেছেন – সরোকিন
৪৮) ‘গৌণ গোষ্ঠীর সদস্যরা ব্যক্তিগত নয়, শ্রেণিগতভাবে বিভক্ত’ – এ কথা বলেছেন – ম্যাকাইভার এবং পেজ
৪৯) গৌণ গোষ্ঠীর উদাহরণ হল – বিদ্যালয় ও ধর্মীয় গোষ্ঠী
৫০) যে গোষ্ঠীর মানুষের মধ্যে উদার দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে – গৌণ গোষ্ঠী
৫১) গৌণ গোষ্ঠীগুলির সদস্যপদ – ঐচ্ছিক
৫২) যে গোষ্ঠী লিখিত নিয়মের দ্বারা পরিচালিত হয়, তা হল – গৌণ গোষ্ঠী
৫৩) অন্তর্গোষ্ঠী বলতে বোঝায় – প্রাথমিক এবং গৌণ উভয় গোষ্ঠীকেই
৫৪) ‘পাড়া’ যে গোষ্ঠীর উদাহরণ – অন্তর্গোষ্ঠী
৫৫) পরিবার, শ্রেণি, জাতি প্রভৃতি সামাজিক গোষ্ঠীকে বলা হয় – স্থায়ী গোষ্ঠী
৫৬) ভিড়, শ্রোতামন্ডলী প্রভৃতি সামাজিক গোষ্ঠীকে বলা হয় – ক্ষণস্থায়ী গোষ্ঠী
৫৭) যে গোষ্ঠীতে সদস্যদের আচরণ সুনির্দিষ্ট এবং বিধিবদ্ধ নিয়মকানুনের দ্বারা পরিচালিত হয়, তাকে বলা হয় – বিধিবদ্ধ গোষ্ঠী
৫৮) একটি বিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ হল – শ্রেণিকক্ষ
৫৯) যে গোষ্ঠীতে কোনো বাঁধাধরা নিয়মকানুন থাকে না, তাকে বলা হয় – অবিধিবদ্ধ গোষ্ঠী
৬০) সামাজিক সচলতাকে সাহায্য করে – সামাজিক সম্পর্ক