sikkhashroyee-somajbigganer-ortho-mcq-question-answers

শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার মধ্য দিয়ে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান : 

 

১) সমাজবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল – Sociology

২) সমাজবিদ্যা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন – আগস্ট কোঁৎ

৩) ‘Principles of Sociology’ গ্রন্থটির লেখক হলেন – হার্বার্ট স্পেনসার 

৪) সমাজবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা হল – শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা 

৫) ‘Human Society’ গ্রন্থটির রচয়িতা হলেন – কিংস্‌লে ডেভিস

৬) সমাজের একক হল – গোষ্ঠী, জনসমাজ ও সংগঠন 

৭) ‘Principles of Educational Sociology’ বইটির লেখক হলেন – পেইনি 

৮) শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হল – বস্তুবাদী বিজ্ঞান 

৯) ‘Father of Educational Sociology’ বলা হয় – এমিল দুরখেইম-কে 

১০) শিক্ষা ও সমাজের মধ্যে যে সুসম্পর্ক বা সমাজের মধ্যে যে নিয়মকানুন সে সম্পর্কে আলোচনা করা হয় – শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানে 

১১) ‘Educational Sociology is the applied science in the field of sociology’ কথাটি বলেছেন – পেইনি

১২) শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হল শিক্ষাক্ষেত্রে সমাজবিদ্যার নীতি ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ’ কথাটি বলেছেন – স্মিথ 

১৩) শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের উৎস হল – শিক্ষাক্ষেত্রে সমাজতান্ত্রিক আগ্রহ 

১৪) শিক্ষাশ্রয়ী সমাজতন্ত্রের মূল বিষয় হল – সামাজিক মিথস্ক্রিয়ার প্রকৃয়া 

১৫) শিক্ষামূলক সমাজবিজ্ঞান একদিকে যেমন সমাজ সংস্কৃতির সংরক্ষণ করে তেমনই অন্যদিকে – সামাজিক অগ্রগতিতে সাহায্য করে 

১৬) সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষ – গোষ্ঠী গঠন করে ও যোগাযোগ রক্ষা করে 

১৭) সমাজবিজ্ঞানীগণ শিক্ষাকে যে প্রকৃয়া হিসেবে বিবেচনা করেছেন – সামাজিক 

১৮) শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত হল – শিক্ষার পাঠক্রম, শিক্ষণপদ্ধতি, বিদ্যালয় পরিচালনা ও প্রশাসন 

১৯) কতগুলি বিষয়ের দ্বারা সমাজের যে অগ্রগতি ঘটে, তাকে বলা হয় – সমাজের নির্ধারক 

২০) শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার একটি আলোচ্য বিষয় হল – বিদ্যালয়ের সঙ্গে সমাজের সম্পর্ক 

২১) কোনো দল বা সমাজের একটি অপরিহার্য বিষয় হল – শৃঙ্খলা 

২২) শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে – যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি গড়ে তোলে 

২৩) শিক্ষাবিজ্ঞানের অন্যতম ভিত্তি হল – সমাজতন্ত্র 

২৪) সমাজতন্ত্র ও শিক্ষাতত্ত্বচর্চার মূল ক্ষেত্র হল – ব্যক্তি ও সমাজ 

২৫) শিক্ষা ও সমাজবিজ্ঞানের সম্পর্কটি – দ্বিমুখী 

২৬) বিদ্যালয় ও সমাজের মধ্যে নিবিড় যোগাযোগের কথা বলেন – জন ডিউই 

২৭) শিক্ষা হল – সামাজিক প্রকৃয়া

২৮) আধুনিক অর্থে শিক্ষা হল – সারা জীবনব্যাপী অভিজ্ঞতা অর্জনের একটি চলমান প্রকৃয়া 

২৯) আধুনিক কালে শিক্ষালয়ের একটি প্রধান কাজ হিসেবে গণ্য হয়েছে – শিশুর সামাজিকীকরণ প্রকৃয়া 

৩০) আধুনিক যুগে শিক্ষার যে বিষয়টি সামাজিক প্রাসঙ্গিকতার পরিপ্রেক্ষিতে তৈরি করা হয় – শিক্ষার পাঠক্রম 

৩১) বর্তমানে প্রত্যেকটি পাথক্রম – সামাজিক উপযোগিতার উপর ভিত্তি করে হয় 

৩২) গান্ধিজির সেবাগ্রাম পদ্ধতিটি গড়ে উঠেছিল শিক্ষার্থীদের – সামাজিক পরিবেশের উপর ভিত্তি করে 

৩৩) বর্তমানে শিক্ষার ক্ষেত্রে একটি ‘সামাজিক মডেল’ হল – অন্তর্ভুক্তিমূলক শিক্ষা 

৩৪) শিক্ষার সঙ্গে সমাজের নিবিড় সম্পর্ক গড়ে তোলার আদর্শ মাধ্যম হল – বিদ্যালয় 

৩৫) বিদ্যালয়ের সকল দিকের চিন্তাধারার মূলে রয়েছে – সমাজবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি 

৩৬) আধুনিক শিক্ষায় শিক্ষকের গুণাবলি, কর্তব্য ও দায়িত্ব নির্ধারিত হয় – সমাজতাত্ত্বিক চিন্তাধারার মাধ্যমে 

৩৭) শিক্ষা ছাড়া সমাজবিদ্যা হল – আত্মা ছাড়া শরীর 

৩৮) সমাজবিদ্যা ছাড়া শিক্ষা হল – চাকাবিহীন গাড়ির মতো 

৩৯) সমাজতাত্ত্বিক দিক থেকে শিক্ষার লক্ষ্য হল – শিশুর মধ্যে সামাজিক গুণাবলি এবং সামাজিক অনুভূতির বিকাশ ঘটানো 

৪০) সমাজতাত্ত্বিকদের মতে, বিদ্যালয়ের মাধ্যমে প্রতিটি শিশু শেখে – আত্মনিয়ন্ত্রণকৌশল 

৪১) সমাজতাত্ত্বিক দিক থেকে শিক্ষাদান পদ্ধতিগুলির মাধ্যমে শিশুর – গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটবে 

৪২) সমাজবিজ্ঞানীদের মতে, বিদ্য্যালয় হল – জীবন্ত জীবসত্তা 

৪৩) সমাজবিজ্ঞানীরা যাকে সামাজিক প্রকৌশলী হিসেবে বিবেচনা করেন – শিক্ষককে 

৪৪) সমাজবিজ্ঞানীদের মতে, শিক্ষক প্রধান ভূমিকা পালন করবেন – সামাজিক পুনর্গঠনে 

৪৫) সামাজিক পরিবর্তনের অন্যতম হাতিয়ার হল – শিক্ষা 

৪৬) সামাজিক পরিবর্তন বলতে বোঝায় – সামাজিক সংগঠন ও কাঠামোগত পরিবর্তন 

৪৭) শিক্ষাবিজ্ঞান হল একটি – ফলিত ও আদর্শ বিজ্ঞান 

৪৮) শিক্ষা হল সমাজবিজ্ঞানের – পরীক্ষাগার ও কর্মশালা 

৪৯) সমাজবিজ্ঞানের লক্ষ্য অর্জনের একটি মাধ্যম হল – শিক্ষা

৫০) সমাজবিজ্ঞানের প্রধান ধারণা হল – সামাজিক ব্যক্তি 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ MCQ

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

পাশ্চাত্য দর্শন সম্প্রদায় MCQ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top