হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর আলোচনাটি প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা হারিয়ে যাওয়া কালি কলম MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর : 

 

১) ‘শ্রীপান্থ’ ছদ্মনামে লিখেছেন- নিখিল সরকার 

২) লেখক যে অফিসে কাজ করতেন সেটি হল- পত্রিকা অফিস

৩) প্রাবন্ধিকের অফিসে সবাই- লেখক

৪) প্রাবন্ধিকের ছাড়া আর কারও হাতে যা নেই- কলম

৫) লেখক ছাড়া তাঁর অফিসের আর সকলের সামনেই রয়েছে- কম্পিউটার

৬) লেখকের লেখাকে ভালোবেসে ছাপার জন্য তৈরি করে দেন- তাঁর সহকর্মীরা

৭) একদিন কোনো কারণে অফিসে কী নিয়ে যেতে ভুলে গেলে বিপদ- কলম

৮) যাতে লিখে প্রাবন্ধিকের সুখ নেই- গলা শুকনো, ভোঁতা মুখ কলমে

৯) বাংলা প্রবাদটি হল- কালি নেই, কলম নেই, বলে আমি- মুনশি 

১০) প্রাবন্ধিক ছোটোবেলায় থাকতেন- গ্রামে

১১) প্রাবন্ধিকেরা ছোটোবেলায় কলম তৈরি করতেন- রোগা বাঁশের কঞ্চি দিয়ে

১২) কলমের কালি ধীরে ধীরে চুঁইয়ে পড়ার জন্য যা করণীয়- কলমের মুখটা চিরে দিতে হবে

১৩) প্রাবন্ধিকেরা হোমটাস্ক করতেন- কলাপাতায়

১৪) অক্ষরজ্ঞানহীনকে লোকে বলে- ক অক্ষর গোমাংস 

১৫) ছোটোবেলার কালি তৈরি করতে লেখকদের সাহায্য করতেন- মা-পিসি-দিদিরা 

১৬) ত্রিফলা বলতে যে তিনটি ফলকে- বহেড়া, হরীতকী, আমলকী

১৭) ছোটোবেলায় প্রাবন্ধিকের বাড়িতে রান্না হত- কাঠের উনুনে

১৮) কাঠের উনুনে রান্নার ফলে কড়াইয়ের তলায় জমত- কালি

১৯) কড়াইয়ের তলার কালি ঘষে তোলা হত- লাউ পাতা দিয়ে

২০) ছোটোবেলায় প্রাবন্ধিকদের লেখালেখির প্রথম উপকরণগুলি ছিল- বাঁশের কলম, মাটির দোয়াত, কলাপাতা, ঘরে তৈরি কালি 

২১) প্রাবন্ধিক প্রাচীন মিশরে জন্মালে যা দিয়ে লিখতেন- নলখাগড়ার কলম

২২) প্রাবন্ধিক প্রাচীন ফিনিসীয় হলে লেখার জন্য ব্যবহার করতেন- পালক

২৩) ‘স্টাইলাস’ আসলে হল- ব্রোঞ্জের শলাকা

২৪) সিজার কলম দিয়ে যাকে আঘাত করেছিলেন- কাসকাকে

২৫) চিনারা চিরকাল লিখে আসছে- তুলিতে

২৬) জ্ঞানাঞ্জন শলাকা আসলে- কলম

২৭) খাগের কলম একমাত্র দেখা যায়- সরস্বতী পূজার সময়

২৮) কাচের দোয়াতে কালির বদলে থাকে- দুধ

২৯) কুইল হল- পালকের কলম

৩০) ‘বাবু কুইল ড্রাইভারস’ কথাটি যাদের বলা হত- গরম গরম ইংরেজি বলা বাঙালি সাংবাদিকদের

৩১) ‘বাবু কুইল ড্রাইভারস’ কথাটি বলতেন- লর্ড কার্জন

৩২) পালকের কলম এখন দেখতে পাওয়া যায়- পুরোনো দিনের তৈলচিত্র ফোটোগ্রাফে

৩৩) যার ছবিতে সামনে দোয়াতে গোঁজা পালকের কলম দেখা যায়- উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের

৩৪) প্রাবন্ধিকের মতে তিনিই হলেন দার্শনিক যিনি- কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন

৩৫) প্রাবন্ধিক ছেলেবেলায় যাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন- দারোগাবাবুকে

৩৬) কোনো কোনো অতি আধুনিক ছেলে কলম রাখে- কাঁধের ছোট্ট পকেটে

৩৭) ‘কায়স্থ’ আর ‘রাজপুত’ -কে চেনা যায় যথাক্রমে- কলম ও গোঁফে

৩৮) কালির অক্ষর নাইকো পেটে, চন্ডী পড়েন- কালীঘাটে

৩৯) দেশে সবাই সাক্ষর না হলেও কলম এখন- সর্বজনীন

৪০) কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়- ফাউন্টেন পেন

৪১) ফাউন্টেন পেনের বাংলা নাম ‘ঝরনা কলম’ দেন- রবীন্দ্রনাথ ঠাকুর

৪২) ফাউন্টেন পেনের স্রষ্টা- লুইস অ্যাডসন ওয়াটারম্যান

৪৩) প্রাবন্ধিক প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন , তার নাম হল- জাপানি পাইলট

৪৪) লেখক তাঁর প্রথম ফাউন্টেন পেনটি কবে নাগাদ কেনেন- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর

৪৫) বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল- ডজন দুয়েক

৪৬) শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন- শরৎচন্দ্রের থেকে

৪৭) আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল- রিজার্ভার পেন

৪৮) উন্নতমানের ফাউন্টেন পেনের নির্মাতা ছিলেন- অ্যান্ডারসন

৪৯) প্রাবন্ধিক কঞ্চির কলমকে ছুটি দেন-শহরে হাই স্কুলে ভরতির পর

৫০) বিদেশে উন্নত ধরনের টেকসই নিব তৈরি হত- গোরুর শিং বা কচ্ছপের খোল কেটে

৫১) প্রথম দিকে লেখা শুকনো করা হত- শুকনো বালি দিয়ে

৫২) প্রথম দিকে শুকনো বালি দিয়ে কালি শুকনো করলেও পরের দিকে তা করা হত- ব্লটিং পেপার দিয়ে

৫৩) সোনার দোয়াত কলমের সত্যতা প্রাবন্ধিক জেনেছিলেন- সুভো ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে

৫৪) ফাউন্টেন পেনের পর বাজারে এল- বল-পেন

৫৫) কম্পিউটার যাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে- সব কলমকে

৫৬) যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হত- ক্যালিগ্রাফিস্ট

৫৭) উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানোর পারিশ্রমিক ছিল- বারো আনা 

৫৮) কলমের শক্তিকে যার শক্তির সঙ্গে তুলনা করা হয়ে থাকে- তলোয়ারের

৫৯) ‘অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন’- তিনি হলেন- অন্নদাশঙ্কর রায় 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সকল প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে  

হারিয়ে যাওয়া কালি কলম । শ্রীপান্থ । দশম শ্রেণি বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?