দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্নের উত্তর
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠ্য পাতাবাহার বই থেকে দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা, তোমাদের বাংলা পাঠ্যবই থেকে দারোগাবাবু এবং হাবু কবিতাটি পাঠ করে, নিম্নে প্রদান করা দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্নের উত্তর সমাধান করতে পারবে।
দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্নের উত্তর :
ক) ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম লেখো।
উত্তরঃ ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম হল ভবানীপ্রসাদ মজুমদার, সুকুমার রায় ।
খ) তোমার পাঠ্য কবিতাটির কবি কে ?
উত্তরঃ আমার পাঠ্য কবিতাটির কবি ভবানীপ্রসাদ মজুমদার।
খ) তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তরঃ তাঁর লেখা দুটি বইয়ের নাম হল ‘মজার ছড়া’, ‘নাম তাঁর সুকুমার’।
১) সঠিক কথাটি বেছে নাওঃ
১.১) হাবু থানায় গিয়েছিল (বেড়াতে/ অভিযোগ জানাতে/ চিকিৎসা করাতে/ হারানো পাখি খুঁজতে)।
উত্তরঃ অভিযোগ জানাতে
১.২) বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না (টিয়া/ পায়রা/ ময়না/ কোকিল)।
উত্তরঃ কোকিল
১.৩) হাবু ও তার দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা (১৭৫/ ১৫০/ ১৭০/ ২৫) ।
উত্তরঃ ১৭৫
২) স্তম্ভ মিলঃ
উত্তরঃ
ক | খ |
---|---|
নালিশ | অভিযোগ |
বারণ | নিষেধ |
পাগল | উন্মাদ |
সদাই | সবসময় |
কাবু | কাহিল |
৩) বিশেষ্য ও বিশেষণ নির্বাচনঃ
উত্তরঃ
বিশেষ্য | বিশেষণ |
---|---|
পায়রা থানা বড়বাবু | কাবু খুব নালিশ করুণ পোষা দুঃখ চারজন |
৪) ‘কেঁদে কেঁদে’ এরকম একই শব্দকে পাশাপাশি দু’বার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দঃ
উত্তরঃ
হেসে হেসে
মনে মনে
দিন দিন
যায় যায়
রোজ রোজ
৫) ক্রিয়া নির্ণয়ঃ
৫.১) বললে কেঁদেই হাবু।
উত্তরঃ বললে, কেঁদে
৫.২) সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।
উত্তরঃ পোষেন
৫.৩) বললে করুণ সুরে।
উত্তরঃ বললে
৫.৪) যাবেই যে সব উড়ে।
উত্তরঃ যাবেই, উড়ে
৫.৫) ভগবানকেই ডাকি।
উত্তরঃ ডাকি
৬) বাক্য রচনাঃ
নালিশ = ভাই আমার নামে মায়ের কাছে নালিশ করে।
ভগবান = ভগবান তোমার মঙ্গল করুক।
বারণ = রোদে দৌড়তে ওকে বারণ করো।
করুণ = অসহায় কুকুরটি আমার দিকে করুণ ভাবে চেয়ে রয়েছে।
ভোর = ভোরের পরিবেশ বড়োই মনোরম।
৭) ঘটনার ক্রম অনুসারে লেখাঃ
উত্তরঃ হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল -> হাবুরা চারভাই একটা ঘরেই থাকে -> বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে -> জীবযজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় -> দারোগাবাবু উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।
৮) অন্ত্যমিল যুক্ত পাঁচজোড়া শব্দঃ
উত্তরঃ
হাবু; বড়ো বাবু
থাকি; ডাকি
বড়ো; করো
ভুলো; গুলো
সুরে; উড়ে
বেঁধে; কেঁদে
৯) বাক্য বাড়াওঃ
৯.১) হাবু গিয়েছিল। (কোথায় ? কখন ?)
উত্তরঃ হাবু ভোরে থানায় গিয়েছিল।
৯.২) বড়দা পোষেন বেড়াল। (কয়টি ? কেমন ?)
উত্তরঃ বড়দা পোষেন ছোটো-বড়ো সাতটা বেড়াল।
৯.৩) হাবু ভগবানকে ডাকে । (কেন ? কখন ?)
উত্তরঃ হাবু দুঃখে সারা দিন-রাত ভগবানকে ডাকে।
৯.৪) দারোগাবাবু বলেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে। (কাকে ?)
উত্তরঃ দারোগাবাবু হাবুকে বলেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে।
৯.৫) হাবুর পায়রা উড়ে যাবে। (কয়টি ?)
উত্তরঃ হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে।
১০) সংক্ষিপ্ত উত্তর দাওঃ
১) হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল ?
উত্তরঃ কবি ‘ভবানীপ্রসাদ মজুমদার’ -এর লেখা ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায়, হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল।
২) হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন ?
উত্তরঃ কবি ‘ভবানীপ্রসাদ মজুমদার’ -এর লেখা ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায়, হাবুর বড়দা ছোটো-বড়ো সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল ঘরে পোষেন ।
৩) হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় ?
উত্তরঃ হাবু নিজে ঘরে দেড়শোটি পায়রা পুষতো। তার পোষা পায়রাগুলো উড়ে যাবার ভয়ে সে কখনও জানলা দরজা খুলতো না, তাই ঘরে বিশ্রী গন্ধ হত। তাই হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল।
৪) দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কেন ?
উত্তরঃ কবি ‘ভবানীপ্রসাদ মজুমদার’ -এর লেখা ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায়, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না, কারণ দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানলা দরজা খুলে দিতে। সেই পরামর্শ মতো জানলা দরজা খুলে দিলে তার পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে।
৫) দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো।
উত্তরঃ হাবুরা একটা ঘরে চার ভাই মিলে থাকে। তার বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল ঘরে পোষেন। সেই গন্ধে তার ঘরে থাকতে খুব কষ্ট হয়। তার একটা সমাধান দরকার। আর সে ঘরের জানলা দরজা খুলতে পারে না কারণ তাহলে তার নিজের পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে।
খুব সুন্দর উত্তরগুলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।