লালন শাহ ফকিরের গান- লালন শাহ । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে লালন শাহ ফকিরের গান- লালন শাহ । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
লালন শাহ ফকিরের গান- লালন শাহ । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার :
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুসারে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় পৃথকভাবে ২ ও ৩ নম্বরের প্রশ্নের উত্তর আসবে না। একটি ৫ নম্বরের প্রশ্ন (২+৩) নম্বর বিভাজনে আসবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে পৃথকভাবে ২ ও ৩ নম্বরের প্রশ্নের উত্তর প্রদান করা হলো।
লালন শাহ ফকিরের গান- লালন শাহ ২ নম্বরের প্রশ্নের উত্তরঃ
১) “….ক্ষ্যাপারে তুই মূল হারাবি।।”- এখানে ‘মূল’ কী? কীভাবে তা হারিয়ে যাবে?
উত্তর:
- ‘লালন শাহ্ ফকিরের গান’-এর উল্লিখিত অংশে ‘মূল’ বলতে ‘মনের মানুষ’-কে বোঝানো হয়েছে, কারণ বাউল সাধকের চূড়ান্ত অন্বিষ্ট এই ‘মনের মানুষ’।
- বাউল সাধকরা মানবতত্ত্বের সাধনা করেন। তাই লালনের মনে হয়েছে যে, এই মানবতত্ত্ব সম্পর্কে জ্ঞান না থাকলে বা মানুষকে উপেক্ষা করলে ‘মূল’ হারাতে হয় বা ‘মনের মানুষ’-এর কাছে পৌঁছানো সম্ভব হয় না।
২) “দ্বি-দলের মৃণালে/সোনার মানুষ উজ্জ্বলে”- মন্তব্যটি ব্যাখ্যা করো।
উত্তর:
- বাউল ধর্মসাধনায় ‘দ্বি-দল’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘দ্বি-দল’ অর্থাৎ দুই দল আসলে দুটি অক্ষর-‘হ’ এবং ‘ক্ষ’। ‘হ’ হৃদয়ের এবং ‘ক্ষ’ ক্ষণ বা মুহূর্তের প্রতীক। এই দুই দলের মিলনে যে মৃণাল, তা আসলে ‘আজ্ঞাচক্র’। এই আজ্ঞাচক্রের নির্দেশনাতেই বাউল সাধকের কাছে তাঁর ‘মনের মানুষ’ (সোনার মানুষ) উজ্জ্বল হয়ে ওঠে।
৩) “মানুষ-গুরু কৃপা হ’লে/জানতে পাবি।।”-কী জানতে পারার কথা বলা হয়েছে?
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
৪) “দেখনা যেমন আলেক লতা…”-যে প্রসঙ্গে কবি এ কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো।
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
৫) “মানুষ ছাড়া মন আমার”-‘মানুষ ছাড়া মন’ বলতে কী বোঝ? এর পরিণতি কী?
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
৬) “পড়বি রে তুই শুন্যকার”-কবির এই মন্তব্যের কারণ কী?
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
লালন শাহ ফকিরের গান- লালন শাহ ৩ নম্বরের প্রশ্নের উত্তরঃ
১) “মানুষ ভজলে সোনার মানুষ হবি”- মন্তব্যটির তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো।
উৎসঃ
বাউল সাধক “লালন ফকির”-এর “লালন শাহ ফকিরের গান” কবিতা থেকে প্রশ্নোক্ত তাৎপর্যপূর্ণ অংশটি চয়ন করা হয়েছে।
মন্তব্যের তাৎপর্যঃ
বাউল সাধনা মানবতাকে ভিত্তি করে। লালনও তাঁর গানে লিখেছেন-
“সকলের মূল মানুষনিধি, তার উপরে নাই রে বিধি
ভজনপূজন জপমালা।”
পঠিত গানেও সেই মানবতত্ত্বের কথাই রয়েছে। শুদ্ধ মানুষ হয়ে উঠতে গেলে মানুষকে ভজনা করতে হবে। এই মানবতত্ত্বের সঙ্গেই জুড়ে থাকে আত্মতত্ত্ব অর্থাৎ নিজের ভিতরে থাকা শুদ্ধতম মানুষ বা মনের মানুষের সন্ধান। ‘মানুষে মানুষ গাথা’ আছে। লালন মনে করেন, সেই মানুষকে খুঁজতে গেলে মানবতাই একমাত্র পথ এবং যে মন, মানুষ থেকে বিযুক্ত হয়ে আচার-আচরণের দ্বারা ঈশ্বর সন্ধান করে, তার সব প্রচেষ্টা শূন্যতায় পর্যবসিত হয়।
২) “সোনার মানুষ উজ্জ্বলে”-‘সোনার মানুষ’ কে? সে কীভাবে উজ্জ্বল হয়ে ওঠে?
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
৩) “জেনে শুনে মুড়াও মাথা”- কাদের উদ্দেশে কবি এ কথা বলেছেন? এ কথা বলার কারণ কী?
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
৪) “এই মানুষে মানুষ গাথা”- এই মন্তব্যের মধ্য দিয়ে বাউল দর্শনের যে বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো।
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
৫) “লালন বলে…”- লালন কী বলেন? সেই বলার সার্থকতা কী?
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
৬) ‘লালন শাহ্ ফকিরের গান’-এ বাউল সাধনার বিভিন্ন দিক যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো।
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
৭) ‘লালন শাহ্ ফকিরের গান’-এ বাউল সাধনার মানবতত্ত্বের যে প্রকাশ ঘটেছে, তা নিজের ভাষায় লেখো।
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
৮) লালন শাহ্ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে