পঞ্চম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই পঞ্চম শ্রেণির বাংলা সাজেশন অনুসরণ করে তাদের পঞ্চম শ্রেণির বাংলা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।

পঞ্চম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন :

 

১) ব্রিটিশ-শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন?

২) ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত?

৩) ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল?

৪) ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি?

৫) পথের পাঁচালী বইটির লেখক কে?

৬) জটি পিসিমার বাড়িতে কী বারে, কেন তালের প্রয়োজন হয়েছিল?

৭) কে, কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল?

৮) বর্ষারাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যা হয়ে গেল, তা গল্প অনুসরণে লেখো।

৯) গাছ আমাদের কী কী দেয় তা পাঁচটি বাক্যে লেখো।

১০) পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শালপাতাকে মানুষ কী কী ভাবে ব্যবহার করে?

১১) কবি শঙ্খ ঘোষের লেখা দুটি ছোটদের বইয়ের নাম লেখো।

১২) কবি কোন বিষয়কে ‘মস্ত আশীর্বাদ’ বলেছেন?

১৩) কবি যখন একলা থাকেন, তখন তাঁর সঙ্গে কারা থাকে?

১৪) পেটকাটা ও চাঁদিয়ালের কীভাবে দেখা হয়েছিল? তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল?

১৫) গল্পে আকাশ কীভাবে দুটি বন্ধু-ঘুড়ির বন্ধু হয়ে উঠল?

১৬) ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগল, তা নিজের ভাষায় লেখো।

১৭) ‘আবোল তাবোল’ কবিতার বইটি কার লেখা?

১৮) ‘পালিয়ে গেল অনেক দূরে’- কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল?

১৯) দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন?

২০) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে?

২১) বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা পাঁচটি বাক্যে লেখো।

২২) ‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত?

২৩) ‘বাঘাযতীন’ নামে কে পরিচিত?

২৪) ‘সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ’- এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো।

২৫) মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী?

২৬) ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল?

২৭) ‘মায়াতরু’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

২৮) গাছের কাঁটা কীভাবে তাকে বাঁচায়? 

২৯) ছোট্ট ফণীমনসা গাছের মনে শান্তি ছিল না কেন?

৩০) প্রথমবারের আবেদনে ফণীমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল?

৩১) ডাকাতদল দেখতে কেমন?

৩২) ছোট্ট ফণীমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? 

৩৩) শেষ পর্যন্ত ফণীমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? 

৩৪) ছোট্ট গাছটি সত্যিই কি খুব শিক্ষা পেল বলে মনে হচ্ছে তোমার? 

৩৫) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার পান?

৩৬) বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে?

৩৭) বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন, তা নিজের ভাষায় লেখো। 

৩৮) মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে?

৩৯) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন? 

৪০) চাষে কার লাভ ও কার ক্ষতি হয়েছিল?

৪১) শিয়ালকে ঠকাতে আখচাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল? 

৪২) পাঠ্যাংশের ব্যাকরণ ভালো করে অনুশীলন করতে হবে। (ওয়েবসাইটে দেওয়া আছে)  

৪৩) অনুচ্ছেদ রচনাগুলি ভালো করে পড়বে। (ওয়েবসাইটে দেওয়া আছে)  

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers) 

পঞ্চম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন

পঞ্চম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

পঞ্চম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?