bangla-vasai-bigyan-mcq-question-answers

বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা আলোচনাটি প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা ভাষায় বিজ্ঞান MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।

বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা : 

 

১) যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের বিভক্ত করা যায়- দুটি শ্রেণিতে

২) অল্পবয়স্ক ছেলেমেয়ে এবং অল্পশিক্ষিত বয়স্ক লোকেরা যে শ্রেণিতে পড়ে- প্রথম

৩) যারা ইংরেজি জানে তারা পড়ে- দ্বিতীয় শ্রেণিতে

৪) পিতলের চেয়ে হালকা ধাতু হল- অ্যালুমিনিয়াম

৫) যেসব গাছে দু-রকম ফুল হয়- লাউ-কুমড়ো 

৬) প্রথম শ্রেণির পাঠক যে ভাষার প্রভাব থেকে মুক্ত- ইংরেজি

৭) ছেলেবেলায় প্রাবন্ধিককে যে লেখকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল- ব্রহ্মমোহন মল্লিক

৮) সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ- তাঁদের নতুন করে শিখতে হচ্ছে

৯) ‘পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক’- তার বলতে যার কথা বোঝানো হয়েছে- ইংরেজি না জানা পাঠক 

১০) বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার একটি প্রধান বাধা হল- বাংলা পারিভাষিক শব্দের অভাব

১১) অনেক বছর আগে যে সকল বিদ্যোৎসাহী নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন, তাঁরা যে সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন- বঙ্গীয় সাহিত্য পরিষদ

১২) বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যোৎসাহী লেখকদের পরিভাষা রচনার উদ্‌যোগের যে ত্রুটি ছিল- তাঁরা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন 

১৩) কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল- ১৯৩৬ খ্রিস্টাব্দে

১৪) ১৯৩৬ খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি নিয়োগ করেছিল- কলিকাতা বিশ্ববিদ্যালয়

১৫) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সংকলন- খুব বড়ো নয়

১৬) বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর শব্দ বজায় রেখেছেন তা হল- ইংরেজি

১৭) বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি যে বস্তুগুলির ইংরেজি নামই বাংলা বানানে চলার বিধান দিয়েছেন- নবাগত রাসায়নিক

১৮) পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের যে জ্ঞান নগণ্য- বৈজ্ঞানিক 

১৯) যার সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন- প্রাথমিক বিজ্ঞান

২০) ইউরোপ-আমেরিকায় যা লেখা সুসাধ্য- পপুলার সায়েন্স

২১) যেসকল মহাদেশে পপুলার সায়েন্স লেখা সুসাধ্য- ইউরোপ-আমেরিকা

২২) কালক্রমে এদেশে বৈজ্ঞানিক সাহিত্যরচনা সুসাধ্য হবে, যদি- বিজ্ঞানশিক্ষার বিস্তার হয়

২৩) ‘Sensitized Paper’ -এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন- সুগ্রাহী কাগজ 

২৪) ‘The atomic engine has not even reached the blue print stage’ -এর বাংলা অনুবাদ হওয়া উচিত- পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি

২৫) অনেকে মনে করেন, যে শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়- পারিভাষিক

২৬) পরিভাষার উদ্দেশ্য হল- ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা  

২৭) যখন গন্ধক হাওয়ায় পোড়ে তখন নাইট্রোজেন- প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না 

২৮) যে শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় বলে অনেকে মনে করেন- পারিভাষিক 

২৯) আমাদের আলঙ্কারিকগণ শব্দের _____ কথা বলেছেন- ত্রিবিধ 

৩০) প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ অবস্থা হল- অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা 

৩১) ‘অভিধা’ যে অর্থ প্রকাশ করে- আভিধানিক 

৩২) ‘দেশের লজ্জা’ বলতে বোঝায়- দেশবাসীর লজ্জা 

৩৩) ‘অরণ্যে রোদন’ বললে যে ব্যঞ্জনা প্রকাশিত হয়- নিষ্ফল খেদ 

৩৪) অতিশয়োক্তি হল একপ্রকার- অলঙ্কার 

৩৫) ‘হিমালয় যেন পৃথিবীর ______’ – মানদন্ড 

৩৬) ‘হিমালয় যেন পৃথিবীর মানদন্ড’ উক্তিটির বক্তা- কালিদাস 

৩৭) অল্পবিদ্যা হল- ভয়ঙ্করী 

৩৮) বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা হওয়া উচিৎ- সরল ও স্পষ্ট 

৩৯) ‘অল্পবিদ্যা ভয়ঙ্করী’ হল- প্রবাদ 

৪০) যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন, তাদের রচনা হয়- উৎকট 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর

বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের সকল প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক করতে হবে

বাংলা ভাষায় বিজ্ঞান - রাজশেখর বসু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top