class-ten-first-unit-test-geography-question

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন

। Class Ten First Unit Test Geography Question

দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন । Class Ten First Unit Test Geography Question প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Ten Geography First Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল (Class Ten First Unit Test Geography) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন । Class Ten First Unit Test Geography Question : 

শ্রেণিঃ দশম      বিষয়ঃ ভূগোল

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

বিভাগ- ক

ক) বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১*৮=৮

১) ভূমিরূপ পরিবর্তনে অংশগ্রহণকারী অন্যতম প্রধান গতিশীল শক্তি হল- ক) অধঃক্ষেপন খ) সুনামি গ) বায়ুর আর্দ্রতা ঘ) মেঘ

২) গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে- ক) আমাজন নদীতে খ) কলোরাডো নদীতে গ) নীল নদে ঘ) ব্রহ্মপুত্র নদে

৩) ‘পঞ্চনদের দেশ’ নামে পরিচিত ভারতের যে রাজ্য- ক) পশ্চিমবঙ্গ খ) পাঞ্জাব গ) গুজরাট ঘ) মধ্যপ্রদেশ

৪) পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ- ক) ল্যাম্বার্ট খ) হুবার্ড গ) মালাসপিনা ঘ) ওয়ালকট

৫) ভারতের বৃহত্তম কয়াল- ক) ভেনবানাদ খ) চিল্কা গ) অষ্টমুদি ঘ) সম্বর

৬) ‘রেগুর মৃত্তিকা’ যে নামে পরিচিত- ক) কৃষ্ণ বা কালো মৃত্তিকা খ) পলল মৃত্তিকা গ) লাল মৃত্তিকা ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা

৭) সমুদ্রে ভাসমান বিশালাকৃতির হিমবাহকে বলা হয়- ক) হিমপ্রাচীর খ) হিমদ্রোণী গ) হিমস্তুপ ঘ) হিমশৈল

৮) SAARC এর সদর দপ্তর অবস্থিত যেখানে- ক) কাঠমান্ডু খ) পোখরা গ) ঢাকা ঘ) পারো

 

বিভাগ- খ

খ) একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ (যে-কোনো ৮টি) ১*৮=৮

১) ভূমিরূপ পরিবর্তঙ্কারী শক্তিগুলির উৎস কী?

২) দুন কাকে বলে?

৩) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?

৪) ভারতে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?

৫) পশ্চিমঘাট পর্বতের কোন ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল নামে পরিচিত?

৬) ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কোন ঋতুতে পড়ে?

৭) নদীর কোন গতিতে পলির পরিমাণ সর্বাধিক হয়?

৮) কোন ধরণের উদ্ভিদে ঠেসমূল দেখা যায়?

৯) ভারতের দক্ষিণতম স্থল বিন্দুটির নাম কী?

১০) ভারতের উচ্চতম হ্রদের নাম কী?

 

বিভাগ- গ

গ) নিম্নের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ২*৪=৮

১) জলচক্র কাকে বলে?

অথবা, ফিয়র্ড কাকে বলে?

২) বাজাদা কী?

অথবা, হামাদা কী?

৩) তরাই কাকে বলে?

অথবা, মরুদ্যান কী?

৪) বরদৈছলা কী?

অথবা, মৌসুমি বিষ্ফোরণ বলতে কী বোঝো? 

 

বিভাগ- ঘ 

ঘ) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ৩*২=৬ 

১) মরু অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় কেন?

অথবা, ইয়ার্দাং ও জিউগেন এর পার্থক্য লেখো। 

২) পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো।

অথবা, মালনাদ ও ময়দান কাকে বলে? 

 

বিভাগ- ঙ 

ঙ) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ৫*২=১০ 

১) নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 

অথবা, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 

২) দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণিবিভাগ করে যে-কোনো একটি বিভাগ আলোচনা করো। 

অথবা, উত্তর ভারতের নদ-নদী ও দক্ষিণ ভারতের নদ-নদীর পার্থক্য লেখো।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন

দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top