potraj-mcq-question-answers

পোটরাজ গল্পের MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার

উচ্চমাধ্যমিক নতুন সিলেবাস অনুসারে ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য তাদের বাংলা তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পোটরাজ গল্পের MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারে পাঠরত শিক্ষার্থীরা লেখক শঙ্কর রাও খারাট রচিত পোটরাজ MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

পোটরাজ গল্পের MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা : 

 

১) পোটরাজ গল্পটি যে সাহিত্যের অন্তর্গত – মারাঠি 

২) পোটরাজ গল্পটির লেখক হলেন – শঙ্কর রাও খারাট 

৩) পোটরাজ গল্পটির অনুবাদক – সুনন্দন চক্রবর্তী 

৪) শঙ্কর রাও খারাট তাঁর রচনায় মূলত যাদের কথা লিখেছেন – দলিত মানুষদের 

৫) শঙ্কর রাও খারাট রচিত উপন্যাসের সংখ্যা – ৬টি 

৬) যে ধরণের প্রবন্ধ রচনার জন্য শঙ্কর রাও খারাট বিখ্যাত – ইতিহাসধর্মী প্রবন্ধ 

৭) শঙ্কর রাও খারাট ছিলেন একজন বিশিষ্ট – সমাজসংস্কারক 

৮) শঙ্কর রাও খারাট যার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন – বি.আর.আম্বেদকর 

৯) শঙ্কর রাও খারাট ধর্মান্তরিত হয়েছিলেন – বৌদ্ধ ধর্মে 

১০) পোটরাজ হল একটি – সম্প্রদায় 

১১) পোটরাজ সম্প্রদায়ের মানুষের বসবাস প্রধানত – পশ্চিম-ভারত জুড়ে (গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র) 

১২) পোটরাজ মূলত – বংশানুক্রমিক 

১৩) পোটরাজরা যে দেবীর সেবক – মারী আঈ বা লক্ষ্মী আঈ 

১৪) পোটরাজরা দেবীর মূর্তি রাখেন – সিংহাসন বা ছোট মন্দিরে 

১৫) পোটরাজদের দেবীর সিংহাসনটি হয় – খুব ছোট 

১৬) পোটরাজরা দেবীর সিংহাসনটি বহন করেন – পিঠে বা মাথায় 

১৭) পোটরাজদের দেবীর সিংহাসন মন্দিরটি তৈরি করা হয় – কাঠ দিয়ে 

১৮) পোটরাজদের মন্দিরে থাকে – দেবদেবীর চিত্র 

১৯) পোটরাজদের মন্দিরে থাকে – দেবী মারী আইয়ের ছোট মূর্তি 

২০) পোটরাজরা দেবীকে বহন করে ঘুরে বেরায় – গ্রামের পথে পথে 

২১) পোটরাজরা দেবীকে বহন করে ঘুরে বেরানোর সময় যা করেন – গান 

২২) পোটরাজের সাথে থাকে – তার স্ত্রী

২৩) পোটরাজের স্ত্রী যে বাদ্যযন্ত্র বাজান – গুবগুবি 

২৪) গুবগুবি যে ধরণের বাদ্যযন্ত্র – নাল জাতীয় 

২৫) পোটরাজরা যে ধরণের গান করেন – মঙ্গলসূচক বা প্রার্থনাসূচক 

২৬) তারা যে ধরণের পোশাক পড়েন – ঘাঘরা জাতীয়

২৭) তাদের কোমরে থাকে – বেল্ট 

২৮) পোটরাজরা হলেন – ভিক্ষাজীবী 

২৯) বছরের নির্দিষ্ট দিনে গ্রামবাসীদের নিয়ে পোটরাজদের দেবীকে নিয়ে সমগ্র গ্রামে ভ্রমণকে বলা হয় – যাত্রা 

৩০) মহারাষ্ট্রে পোটরাজরা যে সকল সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন – মাহার, মাং, দেউলোয়ারে 

৩১) যে সম্প্রদায় বংশপরম্পরায় পোটরাজবৃত্তির সাথে যুক্ত – দেউলওয়ারে 

৩২) পোটরাজ গল্পের গ্রামটি আক্রান্ত হয়েছিল – ভেদবমি বা কলেরায় 

৩৩) গ্রামবাসীদের মতে গ্রামে ভেদবমি বা কলেরা হবার কারণ – দেবী মারী আঈয়ের রুষ্ট হওয়া 

৩৪) গ্রামের পোটরাজের নাম ছিল – দামা 

৩৫) গ্রামের পোটরাজও আক্রান্ত হয়েছিলেন – ভেদবমি বা কলেরায় 

৩৬) পোটরাজ দামার স্ত্রীর নাম ছিল – দুরপত 

৩৭) দুরপত দুশ্চিন্তাগ্রস্ত ছিল – স্বামীকে নিয়ে 

৩৮) যে পাখি অনবরত চিৎকার করছিল – কাক 

৩৯) যে পশু অনবরত চিৎকার করছিল – কুকুর 

৪০) কাক ও কুকুরের হঠাৎ চিৎকারকে মনে করা হয় – অমঙ্গলসূচক 

৪১) রাতে তীক্ষ্ণ চিৎকার করে ছুটে গিয়েছিল – শিয়াল 

৪২) পোটরাজ গল্পের সময়কাল যে মাসের – আষাঢ় 

৪৩) পোটরাজ গল্পে বলা হয়েছে যে কালের কথা – বর্ষাকাল 

৪৪) সারা আকাশ ছিল – কালো মেঘে আচ্ছন্ন 

৪৫) গ্রামের পথ ছিল – কর্দমাক্ত 

৪৬) দামার বাড়িতে উপস্থিত হয়েছিলেন – গ্রামের মোড়ল 

৪৭) মোড়ল দামার অসুস্থতার বিষয়ে ছিলেন – অজ্ঞাত 

৪৮) মোড়ল ও তার অনুগামীরা দেবীকে নিয়ে যেতে চেয়েছিলেন – গ্রামের প্রান্তে 

৪৯) মোড়ল দেবীকে গ্রামের প্রান্তে নিতে চিয়েছিলেন – গ্রামকে দেবীর ক্রোধ থেকে বাঁচাতে 

৫০) মোড়ল ও তার অনুগামীরা চিন্তিত হয়েছিলেন – পোটরাজ দামার অসুস্থতায় 

৫১) পোটরাজ দামার বড়ো ছেলের নাম ছিল – আনন্দ 

৫২) মোড়ল চেয়েছিলেন দেবীকে বহন করে দিয়ে যাক – আনন্দ 

৫৩) আনন্দ পড়াশোনা করত – হাইস্কুলে 

৫৪) আনন্দ যে বিদেশি ভাষা জানত – ইংরেজি 

৫৫) মোড়লের প্রস্তাবে আনন্দ ছিল – অখুশি 

৫৬) আনন্দর মা দুরপত চায়নি যে সে – পোটরাজ হোক 

৫৭) গ্রামের মোড়ল পোটরাজের স্ত্রী দুরপতকে প্রদান করেছিলেন – হুমকি 

৫৮) গ্রামের মানুষের চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়ে – দামা 

৫৯) মোড়লরা বেড়িয়ে গেলে আনন্দ যাত্রা করে – দেবীর মন্দিরের দিকে 

৬০) আনন্দ বাড়ি ফিরেছিল – অনেক রাতে 

…….. এমনই আরো MCQ প্রশ্নের উত্তর আমাদের Subscriber -দের জন্য নিম্নের PDF File -গুলিতে প্রদান করা হয়েছে। 

LINK TO VIEW PDF FILE (পোটরাজ MCQ SET 1)

পোটরাজ গল্পের MCQ প্রশ্নের উত্তর 

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

২) পোটরাজ গল্পের MCQ SET 2

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৩) পোটরাজ গল্পের MCQ SET 3 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৪) পোটরাজ গল্পের MCQ SET 4  

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৫) পোটরাজ গল্পের MCQ SET 5   

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

৬) পোটরাজ গল্পের MCQ SET 6 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা সমস্ত অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class 12 bengali third semester

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top