শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের বাংলা বিষয়ের সহায়তায় শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার (Class Twelve Bengali 3rd Semester) পরীক্ষায় শব্দার্থতত্ত্ব থেকে এই শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার :
১) শব্দার্থতত্ত্বের ইংরেজি পরিভাষা হল – Semantics
২) শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় – দুইভাগে
৩) শব্দার্থ এর দ্বিতীয় ভাগটিকে বলা হয় – নিদর্শন
৪) ভাষাকে একটি কার্যপ্রক্রিয়া হিসেবে দেখে – বিষয়মূলক তত্ত্ব
৫) শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় – দুইভাগে
৬) থিসরাস শব্দটি হলো – গ্রিক শব্দ
৭) অন্ন শব্দের অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ – এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা – অর্থের সংকোচ
৮) ‘দারুণ’ শব্দের আদি অর্থ – কাষ্ঠনির্মিত
৯) শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা হলেন – ডোনাল্ড ডেভিডসন
১০) ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ – এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা – অর্থের সংকোচ
১১) ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ ‘গবাদি পশুর থাকার জায়গা’ এবং বর্তমান অর্থ ‘সমূহ’- এটি শব্দার্থের পরিবর্তনের যে ধারা – শব্দার্থের রূপান্তর
১২) ‘থিসরাস’ শব্দটি হলো – গ্রিক শব্দ
১৩) শব্দার্থ এর দ্বিতীয় ভাগটিকে বলা হয় – নিদর্শন
১৪) থিসরাস শব্দ বিন্যস্ত থাকে – বিষয়ানুক্রমিক
১৫) ‘থিসরাস’ শব্দের বুৎপত্তিগত অর্থ হলো – রত্নাগার
১৬) ইংরেজি ভাষায় প্রথম থিসরাস রচনা করেছিলেন – পিটার মার্ক রজেট
১৭) পিটার মার্ক রজেটের থিসরাসটি প্রকাশিত হয়েছিল – ১৮৫২ খ্রিঃ
১৮) শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের যোগসূত্র না পাওয়া গেলে সেই পরিবর্তনকে বলা হয় – রূপান্তর
১৯) ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’ পরিবর্তিত অর্থ ‘ভাত’ এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা – অর্থের সংকোচ
২০) ‘গবেষণা’ শব্দের আদি অর্থ – গোরু খোঁজা
২১) ‘গবেষণা’ শব্দের বর্তমান অর্থ – অনুসন্ধান করা
২২) ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ হল – গবাদি পশুর থাকার ব্যবস্থা
২৩) আগে ‘মৃগ’ শব্দের অর্থ ছিল বন্যজন্তু, বর্তমানে মৃগ বলতে বোঝায় ‘হরিণ’। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে – সংকোচন
২৪) ‘বিড়াল’ শব্দের একটি প্রতিশব্দ হল – মার্জার
২৫) শব্দার্থতত্ত্বের যে বিভাগে শব্দের অর্থ নির্ধারণের ক্ষেত্রে প্রসঙ্গের উপর অধিক গুরুত্ব দেওয়া হয় – বিষয়মূলক তত্ত্ব
২৬) শব্দার্থতত্ত্বের যে বিভাগে শব্দকে ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাগে বিশ্লেষণ করা হয় – উপাদানমূলক
২৭) ‘কালি’ শব্দটি বর্তমানে যে অর্থে ব্যবহৃত হয় তা শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত – প্রসারণ
২৮) সংস্কৃত ভাষায় লিখিত একটি থিসরাস হল – অমরকোষ
২৯) পূর্বে ‘গাঙ’ শব্দের অর্থ ছিল – গঙ্গা নদী
৩০) বর্তমানে গাঙ বলতে বোঝায় – যে কোনো নদী
৩১) বর্তমানে গাঙ শব্দটির অর্থ – প্রসারণ ঘটেছে
৩২) ‘কালি’ শব্দের পূর্বে অর্থ ছিল – শুধুমাত্র কালো রঙের কালি
৩৩) বর্তমানে ‘কালি’ বলতে বোঝায় – যে কোনো কালি
৩৪) ‘কালি’ শব্দের অর্থপরিবর্তন যার উদাহরণ – অর্থের বিস্তার
৩৫) ‘ঝি’ বলতে পুর্বে বোঝাত ‘কন্যা’, বর্তমানে বোঝায় ‘কাজের মেয়ে’, অর্থাৎ শব্দটির অর্থের যা ঘটেছে – অবনতি
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
২) শব্দার্থতত্ত্ব MCQ SET 2
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৩) শব্দার্থতত্ত্ব MCQ SET 3
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে