bangla-gaaner-itihas-mcq-questions

বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার

আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের বাংলা বিষয়ের সহায়তায় বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার (Class Twelve Bengali 3rd Semester) পরীক্ষায় এই বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার : 

 

১) ‘চর্যাচর্যবিনিশ্চয়’ গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা – ৫১

২) চর্যার যুগে সঙ্গীতে কয়টি অঙ্গ দেখা যায় – ৬ টি

৩) শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কতগুলি রাগ রাগিণীর ব্যবহার দেখা যায়  – ৩২ টি

৪) মঙ্গলকাব্য গুলি গাওয়া হোতো কোন লৌকিক ছন্দে – লাচাড়ি ছন্দে

৫) মঙ্গলকাব্য গুলি কতদিন ধরে গাওয়া হোত  – ৮ দিন

৬) মনসাগীতি রাঢ় বঙ্গে কী নামে পরিচিত  – ঝাপান

৭) মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত  – ভাসান

৮) মনসাগীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত – রয়ানী

৯) মনসাগীতি উত্তরবঙ্গে কী নামে পরিচিত – সাইটোল বিষহরীর গান

১০) শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে – রামপ্রসাদ

১১) ‘কবিরঞ্জন’ কার উপাধি – রামপ্রসাদ

১২) একজন আখড়াই গানের শিল্পী হলেন – রামনিধি গুপ্ত

১৩) ‘ঠুংরি’ গানের প্রবর্তক হলেন – নবাব ওয়াজেদ আলি শাহ

১৪) পাঁচালী ও কথকতারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল – ঢপ কীর্তন

১৫) ঊনবিংশ শতকের কলকাত্তাই বাবু সংস্কৃতির একটি বিশিষ্ট প্রকাশ ঘটেছিল –পক্ষী দলের গানে

১৬) পক্ষী দলের সবচেয়ে বিখ্যাত সদস্য বা গায়ক ছিলেন – রূপচাঁদ পক্ষী বা গৌরহরি দাস মহাপাত্র

১৭) সঙ্গীত শিল্পী মান্না দের প্রকৃত নাম কী – প্রবোধ চন্দ্র দে

১৮) বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের প্রকৃত নাম কী – আভাস কুমার গঙ্গোপাধ্যায়

১৯) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটি কার লেখা – আব্দুল গফ্‌ফর চৌধুরী

২০) বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি – মহীনের ঘোড়াগুলি

২১) ভাওয়াইয়া গানের বাদকদের কী নামে ডাকা হয় – বাউদিয়া

২২) ভাওয়াইয়া গানে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্রের নাম হল – দোতারা

২৩) জারিগানের ‘জারি’ শব্দের অর্থ কী – ক্রন্দন

২৪) বাংলা সঙ্গীতের রাগরাগিণীর সূত্রপাত ঘটে – চর্যাগীতে

২৫) নীচের কোন ব্যাক্তি চর্যাগানের রচয়িতা – লুই পা

২৬) ‘কীর্তন গান’ কথাটির অর্থ – যশোগাথ

২৭) কমলাকান্ত ভট্টাচার্য কোন্‌ গানের রচয়িতা  – শাক্তগীতি

২৮) দাশরথি রায় যে ধারার গানের রচয়িতা – পাঁচালী

২৯) ‘গম্ভীরা’ মূলত কোন জেলার গান  – মালদহ

৩০) ‘ঝুমুর’ কী ধরনের গান – লোকগীতি 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্নের উত্তর

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

১) বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ১) 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

২) বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ২) 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৩) বাংলা গানের ইতিহাস MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ৩)

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

আদরিনী MCQ TEST 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?