আজব শহর কলকেতা প্রবন্ধের প্রশ্নের উত্তর । পঞ্চতন্ত্র – সৈয়দ মুজতবা আলি । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে আজব শহর কলকেতা প্রবন্ধের প্রশ্নের উত্তর । পঞ্চতন্ত্র – সৈয়দ মুজতবা আলি । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
আজব শহর কলকেতা প্রবন্ধের প্রশ্নের উত্তর । পঞ্চতন্ত্র – সৈয়দ মুজতবা আলি । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার :
১) “সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ”- ফ্রেঞ্চ বুক শপ দোকানটি কেমন ছিল? সেখানে প্রাবন্ধিকের কি অভিজ্ঞতা হয়েছিল? ৩+২=৫
উৎসঃ
বাংলা সাহিত্যের স্বনামধন্য প্রাবন্ধিক “সৈয়দ মুজতবা আলী” রচিত “পঞ্চতন্ত্র” গ্রন্থের অন্তর্ভুক্ত আমাদের পাঠ্য “আজব শহর কলকেতা” থেকে প্রশ্নোক্ত তাৎপর্যপূর্ণ অংশটি চয়ন করা হয়েছে।
ফ্রেঞ্চ বুক শপ দোকানের পরিচয়ঃ
প্রাবন্ধিকের বর্ণনায় আমরা পাঠ্যাংশে ফ্রেঞ্চ শপ দোকানটির যে পরিচয় লাভ করি তা নিম্নে উল্লিখিত হল –
দোকানটি দেখে প্রথমে প্রাবন্ধিকের মনে হয়েছিল যে, কোন ফরাসি হয়তো পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছেন এবং তার ট্যাকে যেটুকু পয়সা আছে তা খোয়াবার আগেই একটা বইয়ের দোকান খুলে ফেলেছেন। প্রাবন্ধিক বইয়ের নাম দেখে এমনও ভেবেছিলেন যে, বইয়ের দোকানটি আসলে হাতির দাঁতের মতো! অর্থাৎ বাইরে শুধু নাম ফ্রেন্স বুক শপ, কিন্তু ভেতরে গিয়ে দেখা যাবে অন্য মাল আছে।
প্রাবন্ধিকের অভিজ্ঞতাঃ
প্রাবন্ধিক দোকানের ভেতরে গিয়ে দেখেন যে, সেখানে প্রচুর ফরাসি বই এখানে-ওখানে ছড়িয়ে আছে। বইগুলি ছিল হলুদ সাদা মলাটে ভরা। ফরাসি কলকাতায় এসে যেন বাঙালিতে পরিণত হয়েছে। বাঙালি দোকানদারের মতোই টাইপরাইটারে সাজানো হরফের মতো বই সাজিয়ে রেখেছে। আর এখানেই এক মেমসাহেবের সঙ্গে ফরাসি ভাষায় প্রাবন্ধিকের কথোপকথন হয়েছিল।
LINK TO VIEW PDF
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
“ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি”- কোথায় বই পেয়েছিলেন? যে বই পেয়েছিলেন সেই বইয়ের পরিচয় দাও। ২+৩=৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
“মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছেন না। মহা মুশকিল”- মেমসাহেব কে ? ঘটনার বর্ণনা দাও। ২+৩=৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
“মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছেন না। মহা মুশকিল”- মেম প্রাবন্ধিকের ইংরেজি বুঝতে পারছিলেন না কেন? প্রাবন্ধিক কি মুশকিলে পড়েছিলেন? ২+৩=৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
“হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে”- এখানে কাদের কথা বলা হয়েছে? কিসের জন্য প্রশংসা করেছিলেন? ২+৩=৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
“হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে”- এখানে কাদের কথা বলা হয়েছে? কেন তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে? ২+৩=৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে