bangla-vasar-boichitro-mcq

বাংলা ভাষার বৈচিত্র MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা ভাষার বৈচিত্র MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

বাংলা ভাষার বৈচিত্র MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার : 

 

১) ভাষার আঞ্চলিক রূপকে বলা হয়- উপভাষা

২) বাংলা ভাষায় উপভাষার সংখ্যা- পাঁচটি

৩) কলকাতা, ভাগীরথী-হুগলী নদীর আশেপাশের অঞ্চলে যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তাঁর নাম- রাঢ়ী

৪) অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য- রাঢ়ী

৫) বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা- রাঢ়ী

৬) রাঢ়ী উপভাষার সঙ্গে সাদৃশ্য দেখা যায়- বরেন্দ্রী উপভাষার

৭) বরেন্দ্রী উপভাষা প্রচলিত আছে- দক্ষিণ দিনাজপুর, মালদহ, রাজশাহিতে

৮) অপিনিহিতির ব্যবহার বেশি দেখা যায়- বঙ্গালী উপভাষায়

৯) যে যে বাংলা উপভাষাগুলির মধ্যে বিস্তার খুব বেশি সেগুলি হল- রাঢ়ী ও বঙ্গালী

১০) বাংলাদেশের ঢাকা অঞ্চলে যে উপভাষা প্রচলিত তা হল- বঙ্গালী

১১) ভাষার পরিবর্তনকে বহমান নদীর সঙ্গে তুলনা করেছেন- শিশির কুমার দাস 

১২) সুকুমার সেন বাংলা ভাষার আঞ্চলিক বিভাজন করেছেন- ৫টি 

১৩) ‘অ’ এর ‘ও’-কার প্রবণতা লক্ষ করা যায়- রাঢ়ী উপভাষায় 

১৪) রাঢ়ী উপভাষায় কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে যে বিভক্তি যুক্ত হয়- ‘দের’ 

১৫) অপিনিহিতির পরবর্তী ধাপ হল- অভিশ্রুতি 

১৬) করিয়া>কইর‍্যা>করে – যে উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য- রাঢ়ী

১৭) দেশি>দিশি হল- স্বরসঙ্গতি 

১৮) রাঢ়ী উপভাষায় শব্দের আদিতে শ্বাসাঘাত থাকলে শব্দের অন্তে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হয়- স্বল্পপ্রাণ রূপে 

১৯) ধুধ>দুদ যে উপভাষায় দেখা যায়- রাঢ়ী

২০) অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে পরিণত হয় যে উপভাষায়- রাঢ়ী

২১) রাঢ়ী উপভাষায় যে কর্মে কোনো বিভক্তি যুক্ত হয় না- মুখ্য কর্মে 

২২) রাঢ়ী উপভাষায় অধিকরণ কারকে ব্যবহৃত হয় যে বিভক্তিগুলি- ‘এ’ ও ‘তে’ 

২৩) ‘আমি বললুম’ যে উপভাষায় ব্যবহৃত হয়- রাঢ়ী

২৪) মূল ধাতুর সঙ্গে ‘আছ’ ধাতু এবং কাল ও পুরুষের বিভক্তি যোগ করে, রাঢ়ী উপভাষায় যে যে ক্রিয়ার কালের রূপ গঠিত হয়- ঘটমান বর্তমান ও ঘটমান অতীত 

২৫) রাঢ়ী উপভাষায় পুরাঘটিত বর্তমান ও পুরাঘটিত অতীত কাল বোঝাতে অসমাপিকা ক্রিয়ার রূপের সঙ্গে যুক্ত হয় যে ধাতু- ‘আছ’  

২৬) মূলত উত্তরবঙ্গের ভাষা হল- বরেন্দ্রী 

২৭) গৌণকর্মে ‘ক’ বিভক্তি হয় যে উপভাষায়- বরেন্দ্রী 

২৮) ‘জ’ ধ্বনি ‘z’ এর মতো উচ্চারিত হয় যে উপভাষায়- বরেন্দ্রী 

২৯) বরেন্দ্রী উপভাষায় শ্বাসাঘতের কোনো সুনির্দিষ্ট স্থান- নেই 

৩০) রস>অস যে উপভাষার বৈশিষ্ট্য- বরেন্দ্রী 

বাংলা ভাষার বৈচিত্র ।। একাদশ শ্রেণি বাংলা ।। শূন্যস্থান পূরণ উত্তরসহঃ 

 

১) উপভাষা ও ভাষার পৃথকীকরণের অন্যতম প্রধান সূচক _______ । – বোধগম্যতা 

২) মান্য বাংলা ভাষা _______ আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে। – রাঢ়ী

৩) সামাজিক উপভাষা নির্ভর করে _______ উপর। – জীবিকা, শিক্ষা এবং অর্থ 

৪) যে কোনো ভাষা হল তার নানা ___________ একটি মূর্ত রূপ।- উপভাষার 

৫) বাংলা ভাষার ক্ষেত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষাই হল- মান্যভাষা 

৬) রাঢ়ী উপভাষায় ‘অ’ কারের ________ উচ্চারণ প্রবণতা দেখা যায়।- ও-কার

৭) ______ রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য। – অভিশ্রুতি 

৮) শব্দের আদিতে ‘র’-এর আগম __________ উপভাষার বৈশিষ্ট্য। – বরেন্দ্রী 

৯) জলপাইগুড়ি, কোচবিহার অঞ্চলে _________ উপভাষা প্রচলিত। – রাজবংশী 

১০) সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্রকে __________ বলা হয়। – সমাজভাষা 

১১) ব্যক্তির ভাষার মধ্যে যে বৈচিত্র তাকে বলা হয় __________ । – বিভাষা 

১২) সাধু ভাষায় অধিক সংখ্যক _________ শব্দের প্রয়োগ দেখা যায়। – তৎসম

১৩) চলিত রীতির মূল ভিত্তি __________ । – মৌখিক ভাষা 

১৪) সাধুরীতির _________ চলিতে সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। – সর্বনাম 

১৫) উচ্চারণের বিরাম অনুযায়ী বাংলা ভাষার সামগ্রিক বৈচিত্র _______ এবং _________ । – সাধু, চলিত  

LINK TO VIEW PDF 

বাংলা ভাষার বৈচিত্র MCQ

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ১ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ২ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ৩ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ৪  

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top