bishal-danawala-ek-thurthure-buro-mcq

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার : 

 

১) দেবদূতের ডানায় মস্ত পালক গজিয়েছিল- ডিসেম্বরের গোড়ায়

২) দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে দেখাচ্ছিল- জরাগ্রস্থ শকুনের মতো

৩) বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে হাঁটছিল- কাঁকড়া

৪) সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের আঁচড়ে পড়েছিল- গভীর খাঁজ

৫) জলবসন্ত একই সঙ্গে পেড়ে ফেলল- দুজনকে

৬) এক কুষ্ঠরোগী যার ঘা গুলো থেকে গজিয়েছিল- সূর্যমুখী ফুল

৭) বাড়ির মালিকদের অবশ্য ______করার কোনোই কারণ ছিল না- বিলাপ

৮) ‘আঁতকে জেগে উঠেছিল সে তখন’- তাঁর আঁতকে জেগে ওঠার কারণ- লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়

৯) ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল- বাবা মার কথার অবাধ্য হয়ে

১০) ডানাওয়ালা বুড়ো লোকটা খায়- ন্যাপথলিন

১১) থুরথুরে বুড়ো একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল- তার ধৈর্য্য 

১২) দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দা- স্বস্তি বোধ করে 

১৩) পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল- জ্বরে

১৪) সহজ সরল গোছের মানুষেরা এই অচেনা মানুষটিকে চেয়েছিলেন- পুরপিতা করতে 

১৫) সেই দুঃস্বপ্ন দেখে যা হয়- আঁতকে ওঠে 

১৬) পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে ছিলেন- কাঠুরে 

১৭) থুরথুরে বুড়োর ডানা যাতে জট পাকিয়ে গেছে চিরকালের মতো- কাদায়

১৮) দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল- পাঁচ সেন্ট

১৯) দুর্বোধ্য ভাষায় জবাব দিয়েছিল- রিনরিনে গলায় 

২০) পরশীনির মতে ওরা করেছিল- মস্ত ভুল

২১) ডানার যে দমকা ঝাপটা তুলেছিল তা ছিল- আতঙ্কের

২২) দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম- জল বসন্ত

২৩) মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা ছিল- কুমারী মেয়ের মতো

২৪) ‘এ যে এক দেবদূত’ উক্তিটির বক্তা- পড়োশীনি

২৫) মুখ গুঁজে উপুড় হয়ে পড়ে ছিল- কাদার মধ্যে

২৬) স্থানীয় পাদ্রি সাহেবের নাম- গোনসাগা

২৭) ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির রচয়িতা- গাবরিয়েল গার্সিয়া মার্কেজ 

২৮) ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির অনুবাদক- মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় 

২৯) পেলাইওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার- তৃতীয় দিনে

৩০) যে দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে- মঙ্গলবার 

৩১) দেবদূতকে প্রথম দেখেছিল- পেলাইও 

৩২) পেলাইওর স্ত্রীর নাম- এলিসেন্দা 

৩৩) বুড়োর পড়নে ছিল- ন্যাকড়াকুড়ুনির পোশাক 

৩৪) বৃদ্ধ লোকটির অবস্থা ছিল- ঝোড়ো কাকের প্র-প্রপিতামহের করুণ দশার মতো 

৩৫) পেলাইও আর এলিসেন্দা বুড়োটির সম্বন্ধে ভেবেছিল- ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক 

৩৬) থুরথুরে বুড়োকে কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক বলে মনে করেছিল, কারণ- বুড়ো খালাশিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলেছিল 

৩৭) ‘এ যে দেবদূত’- কথাটি বলেছিল- প্রতিবেশী এক মহিলা 

৩৮) প্রতিবেশিনীর মতে থুরথুরে বুড়োটি এসেছিল- বাচ্চা চুরি করতে 

৩৯) বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি করে রাখল- মুরগির খাঁচায় 

৪০) তারা বৃদ্ধকে বারদরিয়ায় ছেড়ে দিতে চেয়েছিল, কারণ- তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল 

৪১) স্থানীয় পাদরি সাহেব হলেন- গোনসাগা 

৪২) পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিলেন- সকাল সাতটায় 

৪৩) যারা সহজসরল গোছের মানুষ তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিল- পুরপিতা 

৪৪) রুষ্ট প্রকৃতির মানুষেরা বৃদ্ধকে নিয়োগ করতে চেয়েছিল- সেনাপতি পদে 

৪৫) যাজক হবার আগে গোনসাগা ছিলেন- কাঠুরে 

৪৬) বুড়োকে খেতে দেওয়া হয়েছিল- ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট 

৪৭) পাদ্রে গোনসাগা বৃদ্ধের সাথে কথা বলেছিলেন যে ভাষায়- ল্যাটিন 

৪৮) পাদ্রে গোনসাগা বুড়োকে সন্দেহ করতে শুরু করলেন, যখন তিনি বুঝলেন- বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না 

৪৯) বৃদ্ধকে দেবদূত ভাবার কারণ ছিল- তার বড়ো দুটি ডানা 

৫০) পাদ্রে গোনসাগা চিঠি লিখেছিলেন- বিশপকে  

৫১) ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছিল- সঙিনসমেত সেনাবাহিনীকে 

৫২) দেবদূতকে দেখার জন্য দর্শনি বাবদ ধার্য করা হয়েছিল- পাঁচ সেন্ট 

৫৩) সার্কাস দলের দড়বাজিকরের ডানাগুলোকে দেখাচ্ছিল- নক্ষত্র বাদুরের মতো 

৫৪) বৃদ্ধকে দেখতে আসা পোর্তুগিজ লোকটির না ঘুমানোর কারণ- তারাদের কোলাহল 

৫৫) ঘুমে হাঁটা লোকটির প্রধান সমস্যা ছিল- জেগে থাকা অবস্থায় যাবতীয় করা কাজ রাত্তিরে ঘুমের ঘোরে হেঁটে গুবলেট করে দিত 

৫৬) পেলাইও ও এলিসেন্দা খুশি ছিল, কারণ- তারা অনেক প্রণামী পেয়েছিল 

৫৭) পড়োশিনির মতে দেবদূতের প্রধান খাদ্য- ন্যাপথলিন 

৫৮) ডানাওয়ালা বৃদ্ধ খেত শুধুমাত্র- বেগুনভর্ত্তা 

৫৯) থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি ছিল- ধৈর্য্য 

৬০) পঙ্গুরা ছিঁড়ে নিত- পালক 

৬১) যাদের প্রাণে অনেক দয়াধর্ম ছিল তারা যা ছুঁড়ে দিত- ঢিল 

৬২) তারা তার পাশটা পুড়িয়েছিল- তপ্ত লোহায় 

৬৩) ডানাওয়ালা থুরথুরে বুড়ো ডানা ঝাপটেছিল- জ্বালায়, ব্যথায় 

৬৪) রোম থেকে আসা চিঠি অনুসারে বৃদ্ধের ভাষা- সিরিয়ার 

৬৫) রোম থেকে আসা চিঠি অনুসারে বৃদ্ধের দেশ- নরওয়ে 

৬৬) ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল- বাবা-মায়ের অবাধ্য হয়ে 

৬৭) গল্পে বর্ণিত মেয়েটি ছিল- মস্ত ভেড়ার মতো বড়ো 

৬৮) মেয়েটি বাবা-মায়ের অবাধ্য হয়ে গিয়েছিল- নাচের আসরে 

৬৯) মেয়েটিকে আজব মাকড়সায় বদলে দিয়েছিল- জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎশিখা 

৭০) মেয়েটিকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেওয়া হতো- মাংসের বড়া 

৭১) পঙ্গু বেচারি যা জিতে যাচ্ছিল- লটারি 

৭২) কুষ্ঠোরোগীর ঘা থেকে গজিয়েছিল- সুর্যমুখী ফুল 

৭৩) মেয়েটিকে দেখতে দিতে হত- কম দর্শনী 

৭৪) পেলাইও ও এলিসেন্দা তাদের অর্জিত অর্থ দিয়ে বানিয়েছিল- দোতলা বাড়ি 

৭৫) তারা জনালায় দিয়েছিল- লোহার গরাদ 

৭৬) শহরের কাছেই পেলাইও বানিয়েছিল- খরগোশ পালনের ঘিঞ্জি গোলকধাঁধা 

৭৭) পেলাইও ইস্তফা দিয়েছিল যে কাজে- সাধ্যপালের 

৭৮) দেবদূত ও তাদের সন্তানের যে রোগ হয়েছিল- জলবসন্ত 

৭৯) বুড়োর হৃদপিন্ডের ধুকপুক শোনার লোভ সামলাতে পারে নি- ডাক্তার 

৮০) ডাক্তারের অবাক হওয়ার কারণ ছিল- অন্য সব মানুষদের ডানা নেই কেনো 

৮১) দেবদূত এখানে সেখানে ঘুরে বেড়াতে পারত কারণ- রোদে-বৃষ্টিতে মুরগির খাঁচা ভেঙে গিয়েছিল 

৮২) দেবদূত ভালো দেখতে পেত না, কারণ- তার চোখ ঘোলাটে হয়ে গিয়েছিল 

৮৩) পেলাইও দেবদুতকে ছুড়ে দিয়েছিল- একটি কম্বল 

৮৪) পেলাইও দেবদূতকে শুতে দিয়েছিল- একটা আটচালার নীচে 

৮৫) রোজ রাত্তিরে দেবদূতের আসত- জ্বর 

৮৬) দেবদূতের ডানায় মস্ত কতগুলি পালক গজিয়েছিল- ডিসেম্বরের গোড়ায় 

৮৭) দেবদূতের নতুন গজিয়ে ওঠা পালকগুলিকে দেখে মনে হত- কাকতাড়ুয়ার পালক 

৮৮) একদিন সকালে এলিসেন্দা কাটছিল- পেঁয়াজকলির গুচ্ছ 

৮৯) এলিসেন্দা একদিন সকালে দেখলো- দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার প্রচেষ্টা করছে 

৯০) দেবদূতের নখগুলি খঁজ কেটে দিচ্ছিল- সবজিবাগানের মধ্যে 

৯১) দেবদূত তার ডানা মেলে আকাশে ওড়ায় এলিসেন্দা- স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল 

৯২) দেবদূত উড়ে যাচ্ছিল- জরাগ্রস্ত শকুনের মতো 

৯৩) ওরা তাকে _____ মেরে বার করে দেয় শোবার ঘর থেকে।- ঝাঁটা 

৯৪) কিন্তু ______ থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না।- রোম 

৯৫) যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা _________ গায়ে মার্কা দিত।- বলদের 

৯৬) তাদের মধ্যে _______ লোকটা ভেবে ফেলেছে।- সরল 

৯৭) শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের- ভ্রাম্যমান প্রদর্শনী 

৯৮) একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক ______ নিয়ে।- খাই খাই 

৯৯) বুড়োর পরনে _______ পোশাক। – ন্যাকড়াকুড়ুনির 

১০০) দেবদূতকে দূরে উড়ে যেতে দেখতে যেমন লাগছিল- সমুদ্রের দিক্‌চক্রবালে কাল্পনিক ফুটকির মতো 

LINK TO VIEW PDF 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

 

১) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ১

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

২) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ২
৩) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ৩
৪) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?