ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আমাদের MOCK TEST বিভাগ থেকে MCQ প্রশ্নের মক টেস্ট প্রদান করে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নিতে পারবে।
ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল :
১) নদী যে দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় – নিম্নপ্রবাহ
২) নদীর মুখের কাছাকাছি অঞ্চলকে বলা হয় – মোহনা
৩) পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকাশক্তি হল – অভিকর্ষজ বল
৪) শুষ্ক অঞ্চলে বায়ু ক্ষয়ের ফলে যে খাড়া ও বিচ্ছিন্ন শিলা গঠন হয় তা হল – ইনসেলবার্গ
৫) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ – এসকার
৬) কার্স্ট অঞ্চলে অদ্রবণীয় লাল মৃত্তিকার নাম কী? – টেরারোসা
৭) সলিফ্লাকশন সংঘটিত হয় – পরিহিমবাহ অঞ্চলে
৮) পুঞ্জিত ক্ষয়ের কোনটি দ্রুত প্রবাহের অন্তর্গত? – ধ্বস
৯) নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নয়? – অগ্নুৎপাত
১০) পাহাড় থেকে দ্রুতগতিতে শিলার পড়ে যাওয়াকে বলা হয় – শিলা পতন
১১) ভারতের বৃহত্তম হিমবাহ হল – সিয়াচেন
১২) হিমদ্রোণী আকৃতি হল – U
১৩) মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গ কি নামে পরিচিত? – নুনাটাকস
১৪) ঝুলন্ত উপত্যকায় দেখা যায় – জলপ্রপাত
১৫) মেরু অঞ্চলে বরফের অতিরিক্ত ভারের কারণে ভূমি নিচু হয়ে যাওয়া ঘটনাকে বলে – গ্লেশিয়াল ইজোস্টেসি
১৬) দুটি করির মধ্যবর্তী ধারালো শৃঙ্গকে বলা হয় – এরিটি
১৭) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগটাইট যে অঞ্চলে গঠিত হয় – চুনাপাথর গুহা
১৮) কারস্ট অঞ্চলে ভূগর্ভস্থ নদী প্রবাহ গঠিত হয় – দ্রবীভবনের ফলে
১৯) স্ট্যালাকটাইটের গঠনধারা – উপর থেকে নিচে
২০) মরুভূমিতে বাতাসের প্রভাবে চলন্ত বালুরাশি – বার্কান
২১) মরু অঞ্চলে সৃষ্ট চূর্ণিত শিলার কারণে সৃষ্টি হওয়া গঠন – বার্কান
২২) প্লায়া সাধারণত কোথায় গঠিত হয়? – মরু অঞ্চল
২৩) চুনাপাথর অঞ্চলে সৃষ্টি হওয়া গুহার ছাদ থেকে ঝুলন্ত খনিজ গঠন – স্ট্যালাকটাইট
২৪) ভূকম্পনের ফলে যে ভূমি স্খলন ঘটে – ধ্বস
২৫) যে রেখার নিচে হিমবাহ গলে যায় তাকে বলা হয় – হিমরেখা
২৬) ভূমিরূপ পরিবর্তনের দুটি প্রধান প্রক্রিয়া – ক্ষয় ও সঞ্চয়
২৭) প্রবাহমান জল হঠাৎ বাঁক নিলে সেখানে যে ক্ষয় বেশি হয় – বাইরে
২৮) জলবায়ুর পরিবর্তনের ফলে হিমবাহে কী ঘটে? – হিমবাহ গলে যায়
২৯) স্ট্যালাগটাইট তৈরি হয় – গুহার মেঝেতে
৩০) যে শক্তি ভূত্বকের উপরে প্রতিনিয়ত ভূমিরূপ গঠন বা পরিবর্তনে ভূমিকা রাখে – অভ্যন্তরীণ শক্তি
৩১) গুহার মেঝেতে ওপরের ছাদ থেকে ঝরে পড়া খনিজ জমে যে গঠন তৈরি হয় – স্ট্যালাগটাইট
৩২) প্লায়া সাধারণত দেখা যায় – মরুভূমিতে
৩৩) চুনাপাথর অঞ্চলে ভূমি ক্ষয়ের মাধ্যমে গঠিত বড় আকারের গর্ত – ডলিন
৩৪) হিমবাহের গলিত পানির দ্বারা তৈরি টানেল ও প্রবাহ পথ – এসকার
৩৫) গ্রীষ্মে হিমবাহ গলে যাওয়ার ফলে সৃষ্ট জলধারা দ্বারা গঠিত প্লাবন সমভূমি – ওয়াটেন
৩৬) টেরারোসা কী ধরনের মৃত্তিকা? – অদ্রবণীয় লাল কর্দমময় মৃত্তিকা
৩৭) মরু অঞ্চলে ঝড়ো হাওয়া দ্বারা ক্ষয়ের ফলে শিলার তলা ক্ষয়প্রাপ্ত হয়ে ছাতার মতো আকার ধারণ করলে তাকে বলে – মাশরুম শিলা
৩৮) পরিহিম অঞ্চলে বরফ গলে যাওয়ার পরে মাটির উপরের স্তর নিচে নেমে আসাকে বলে – সলিফ্লাকশন
৩৯) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগটাইট পরস্পরের সঙ্গে যুক্ত হলে যে গঠন হয় – কোলাম
৪০) শুষ্ক অঞ্চলে নদী দ্বারা গঠিত উপত্যকা – ভ্যালিট্রেন
৪১) হিমবাহ দ্বারা গঠিত ঢিবি যা আয়তাকার ও পিঠ চ্যাপ্টা, তাকে বলে – ড্রামলিন
৪২) চুনাপাথর অঞ্চলে পৃষ্ঠজল দ্রবীভবনের মাধ্যমে যে বিশেষ ভূমিরূপ গঠিত হয় – কারস্ট ভূমিরূপ
৪৩) দুটি হিমবাহ সম্মিলিত হলে যে ধরনের হিমবাহ সৃষ্টি হয় – সংযুক্ত হিমবাহ
৪৪) আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে শিলার স্তর গঠিত হয় – ব্যসাল্ট
৪৫) হিমবাহ যে পথ ধরে চলে তাকেই বলে – হিমদ্রোণী
৪৬) বৃষ্টির জল চুনাপাথরে পড়ে যে রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয় ঘটে তা – কার্বনেশন
৪৭) এসকার গঠিত হয় – হিমবাহের গলিত জল দ্বারা
৪৮) ভূত্বকের উপরিভাগের অনুপ্রবাহকে বলা হয় – পৃষ্ঠ প্রবাহ
৪৯) ‘ডিফ্লেশন’ শব্দটি কিসের সঙ্গে যুক্ত? – বায়ু ক্ষয়
৫০) মরু অঞ্চলে বাতাসের তীব্র ক্ষয়ের ফলে যে সমতল ভূমি গঠিত হয় – হামাদা
৫১) হিমবাহ ক্ষয়ে অর্ধচন্দ্রাকৃতির গর্তকে বলা হয় – সার্ক
৫২) ভূমিধ্বসের প্রধান কারণ – ভূমির অতিরিক্ত আর্দ্রতা
৫৩) তরঙ্গ ক্ষয়ের ফলে সমুদ্র উপকূলে গঠিত ভূমিরূপ – ক্লিফ
৫৪) ভিজে মৃত্তিকা নিচে নামার প্রক্রিয়াকে বলে – বিসর্পণ
৫৫) পর্বত শৃঙ্গের উপর বরফ ও তুষার জমে তৈরি হয় – গ্লেসিয়ার
৫৬) প্লাবন সমভূমি কোন প্রক্রিয়ায় গঠিত হয় – নদী সঞ্চয়ে
৫৭) তরঙ্গের ক্ষয়ে সমুদ্রের কাছে লম্বাভাবে দন্ডায়মান যে শিলা থাকে – সি স্ট্যাক
৫৮) প্লায়ার কেন্দ্রভাগে মাঝে মাঝে জল থাকে, এই জলকে বলা হয় – প্লায়া লেক
৫৯) তরঙ্গ সঞ্চয়ে লেগুন কোথায় গঠিত হয়? – উপকূল বরাবর
৬০) হিমবাহ শিলাগুলিকে ঘর্ষণ করে ক্ষয় করলে যে প্রক্রিয়া হয় – ঘর্ষণ
৬১) কর্স্ট অঞ্চলে ক্ষয়ের ফলে গঠিত ছোট ছোট গর্তের নাম – কারেন
৬২) যে অঞ্চল ভূগোলিকভাবে সক্রিয় ভূমিকম্পপ্রবণ – প্রশান্ত মহাসাগরীয় অগ্নিচক্র
৬৩) হিমবাহ দ্বারা গঠিত ক্ষুদ্র সর্পিলাকার ঢিবি হল – এসকার
৬৪) হিমবাহ গলে গর্তে জমে থাকা জলাধার – কেটল হ্রদ