বই কেনা প্রবন্ধের প্রশ্নের উত্তর । পঞ্চতন্ত্র – সৈয়দ মুজতবা আলি । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বই কেনা প্রবন্ধের প্রশ্নের উত্তর । পঞ্চতন্ত্র – সৈয়দ মুজতবা আলি । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
বই কেনা প্রবন্ধের প্রশ্নের উত্তর । পঞ্চতন্ত্র – সৈয়দ মুজতবা আলি । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার :
১) “গল্পটা সকলেই জানেন কিন্তু তার গূঢ়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি”- এখানে কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটির অন্তর্নিহিত কি? ৩+২=৫
উৎসঃ
বাংলা সাহিত্যের খ্যাতনামা প্রাবন্ধিক “সৈয়দ মুজতবা আলী” রচিত “পঞ্চতন্ত্র” প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত “বইকেনা” প্রবন্ধ থেকে প্রশ্নোক্ত অংশটি গৃহীত হয়েছে।
উল্লিখিত গল্পঃ
উদ্ধৃত অংশে আরব্য উপন্যাসের এক গল্পের কথা বলা হয়েছে। প্রাবন্ধিকের বর্ণনা অনুসারে আমরা সেই আরব্য উপন্যাসের যে গল্পকাহিনির পরিচয় পাঠ্যাংশে পাওয়া যায় তা নিম্নরূপ –
এক রাজা হাকিম এর কাছ থেকে একখানা বই বাগাতে না পেরে তাকে খুন করেন। রাজা বাহ্যিক জ্ঞান হারিয়ে বই পড়তে শুরু করেন। কিন্তু বইয়ের পাতাগুলো একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ায়, রাজা মুখে থুতু লাগিয়ে বইয়ের পাতা উল্টাতে থাকেন। হাকিম মৃত্যু নিশ্চিত জেনে বইয়ের পাতার কোণায় মারাত্মক বিষ লাগিয়ে দিয়েছিলেন। সেই বিষ রাজার মুখে প্রবেশ করে যায়। রাজার প্রতিহিংসার খবরটি হাকিম লিখে রেখেছিলেন বইয়ের শেষ পাতায়। রাজা সেই পাতাটি পড়ার সঙ্গে সঙ্গে মারা যান।
গল্পের অন্তর্নিহিত অর্থঃ
বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য প্রাবন্ধিককে হতাশাগ্রস্ত করেছে। বাঙালি পাঠকদের দুর্দশা পরিলক্ষণ করে তিনি এমন মন্তব্য করেছেন। প্রাবন্ধিক যেন কিছুটা শ্লেষের সাথেই মন্তব্য করেছেন যে, মনে হয় বাঙালিরা এই গল্পটি জানে বলে মরার ভয়ে বই কিনতে বা পড়তে চায় না।
LINK TO VIEW PDF
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
১) “মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে”- মনের চোখ বলতে কি বোঝানো হয়েছে? মনের চোখ ফোটানোর প্রয়োজনীয়তা কি? ২+৩=৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
২) “এই চক্র ছিন্ন তো করতেই হবে”- এখানে কোন চক্রের কথা বলা হয়েছে? কিভাবে এই চক্র ছিন্ন হবে বলে প্রাবন্ধিক মনে করেন? ২+৩=৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৩) “এক আরব পন্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম”- এখানে কোন সমস্যার কথা বলা হয়েছে? প্রাবন্ধিক সমস্যার কি সমাধান পেয়েছিলেন? ৩+২=৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৪) “সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষু স্থির”- সকলে কোথায় গিয়েছিলেন ? সকলের চক্ষু স্থির হয়ে গেল কেন ? ২+৩=৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে