বোম্বাগড়ের রাজা কবিতার প্রশ্নের উত্তর । পঞ্চম শ্রেণি বাংলা

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠ্য পাতাবাহার গ্রন্থের অন্তর্ভুক্ত বোম্বাগড়ের রাজা কবিতার অনুশীলনীর বিবিধ প্রশ্নের উত্তর এখানে শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো। পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে শিক্ষার্থীরা এই বোম্বাগড়ের রাজা কবিতার প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করবে।

বোম্বাগড়ের রাজা কবিতার প্রশ্নের উত্তর : 

 

ক) সঠিক উত্তর নির্ণয় করোঃ

১) বোম্বাগড়ের লোকেরা ডিগবাজি খায় (সর্দি / জ্বর / আমাশা) হলে।

উঃ বোম্বাগড়ের লোকেরা ডিগবাজি খায় সর্দি হলে।

২) বালিশ বাঁধা থাকে (রাজার / রানি / মন্ত্রীর) মাথায়।

উঃ বালিশ বাঁধা থাকে রানির মাথায়।

৩) সভায় রাজা (ঘেউ ঘেউ / মিউ মিউ / হুক্কাহুয়া) বলে চেঁচান।

উঃ সভায় রাজা হুক্কাহুয়া বলে চেঁচান।

৪) রাজার পিসি ক্রিকেট খেলেন (লাউ / কুমড়ো / কাঁঠাল) দিয়ে।

উঃ রাজার পিসি ক্রিকেট খেলেন কুমড়ো দিয়ে।

৫) ঘি-তে ডুবিয়ে রাখা হয় (ট্যাকঘড়ি / হাতঘড়ি / পকেটঘড়ি)।

উঃ ঘি-তে ডুবিয়ে রাখা হয় ট্যাঘড়ি।

 

খ) শূন্যস্থান পূরণঃ

১) —– ফ্রেমে বাঁধিয়ে রাখে —— ভাজা।

উঃ ছবির, আমসত্ত্ব।

২) —— পেরেক ঠোকে কেন রানির দাদা।

উঃ পাঁউরুটিতে।

৩) জোছনা রাতে সবাই কেন —– মাখায় চোখে।

উঃ আলতা।

৪) ——-পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে।

উঃ টাকের।

৫) মন্ত্রী কেন কলশি বাজায় বসে রাজার —— ।

উঃ কোলে।

৬) —— ঝোলায় কেন ভাঙা বোতল শিশি।

উঃ সিংহাসনে।

৭) এমন কেন ——- তা কেউ বলতে পারো মোরে?

উঃ ঘটছে।

 

গ) এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরিঃ

১) বাঁধা কেন মাথায় অষ্টপ্রহর বালিশ রানির?

উঃ রানির মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা?

২) খায় হলে সেথায় সর্দি ডিগবাজি লোকে কেন?

উঃ কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে?

৩) ভাঙা ঝোলায় কেন শিশি বোতল সিংহাসনে ?

উঃ সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি?

৪) পরে হুঁকোর নাচেন রাজার মালা কেন খুড়ো?

উঃ রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে?

 

ঘ) অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ

১) বার্বিয়া কোথাকার রাজার কথা বলা হয়েছে?

উঃ কবিতায় বোম্বাগড়ের রাজার কথা বলা হয়েছে।

২) রাজা ছবির ফ্রেমে কোন্ খাবার বাঁধিয়ে রাখেন?

উঃ রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন।

৩) নানির মাথায় অষ্টপ্রহর কী বাঁধা থাকে?

উঃ রানির মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধা থাকে।

৪) বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কী করে?

উঃ বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়।

৫) জোছনা রাতে বোম্বাগড়ে কারা কী করে ?

উঃ জোছনা রাতে বোম্বাগড়ে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়।

৬) পণ্ডিতেরা কোথায় কী ডুবিয়ে রাখে?

উঃ পণ্ডিতেরা ট্যাকঘড়ি ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখে।

৭) রাজার বিছানা কী দিয়ে পাতা হয়?

উঃ রাজার বিছানা শিরীষ কাগজ দিয়ে পাতা হয় ।

৮) রাজা সভায় কী বলে চেঁচিয়ে ওঠেন?

উঃ রাজা সভায় হুক্কা হুয়া বলে চেঁচিয়ে ওঠেন।

৯) রাজার পিসি কী করেন?

উঃ রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন।

১০) হুঁকোর মালা পরে কে নাচেন?

উঃ রাজার খুড়ো হুঁকোর মালা পড়ে নাচেন।

১১) পণ্ডিতেরা টাকের উপর কী লাগায়?

উঃ পণ্ডিতেরা টাকের উপর ডাকটিকিট লাগায় ।

১২) বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন্ বই থেকে নেওয়া হয়েছে?

উঃ বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ কবিতার বই থেকে নেওয়া হয়েছে।

১৩) মন্ত্রী কী করেন?

উঃ মন্ত্রী রাজার কোলে বসে কলশি বাজান।

১৪) রাজার সিংহাসনে কী ঝোলানো থাকে?

উঃ সিংহাসনে ভাঙা শিশি-বোতল ঝোলানো থাকে।

১৫) কে পাঁউরুটিতে পেরেক ঠোকে?

উঃ বোম্বাগড় রাজ্যে রানির দাদা পাউরুটিতে পেরেক ঠোকে।

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

বোম্বাগড়ের রাজা কবিতার প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top