Class Eleven Education Second Semester Question Set

যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সুবিধার্থে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে Class Eleven Education Second Semester Question Set প্রদান করা হলো। এই একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রশ্ন অনুশীলন করলে তোমরা তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। 

Class Eleven Education Second Semester Question Set : 

 

ক) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ১০*২=২০

১) বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা লেখো।

২) বৌদ্ধশিক্ষাব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো।

৩) হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশটি সংক্ষেপে লেখো।

 

খ) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

১) শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো।

২) প্রাচীন ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে লেখো।

৩) নারীশিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো।

 

গ) যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৫=১০

১) বিকাশকে জীবনব্যাপী প্রকৃয়া বলা হয় কেন?

২) GCPI -র সম্পূর্ণ নাম কী?

৩) ইডিপাস কমপ্লেক্স কী?

৪) অনুদান প্রথা কী?

৫) পরীক্ষণমূলক পদ্ধতি কাকে বলে?

৬) বুদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো।

৭) জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কী বোঝো?

৮) আত্মীয়সভা গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?

৯) বাল্যকালের দুটি সামাজিক চাহিদা লেখো।

CLICK TO VIEW PDF FILE (Only For Subscribers)

Class Eleven Education Second Semester Question Set

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের বাংলা সম্পূর্ণ নোট দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?