একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৫
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে www.wbnotes.in ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৫ প্রদান করা হলো। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদানের পূর্বে এই একাদশ শ্রেণির মডেল বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা বিষয়ের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে।
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৫ :
শ্রেণিঃ একাদশ (সেমিস্টার ২) বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ২ ঘন্টা
১) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১.১) ‘আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না’ – এখানে আসল উদ্দেশ্য কোনটি? সেই উদ্দেশ্যসাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন? ২+৩
১.২) ‘দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত’ – কার, কী কারণে সেই গ্রামের কথা মনে পড়ত? ৫
২) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
২.১) ‘পাপ সুধাকর যত দুখ দেল / পিয়া-মুখ-দরশনে তত সুখ ভেল’ – কার, কখন এই উপলব্ধি ঘটে? তাঁর এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। ২+৩
২.২) ‘মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ – কাকে, কেন ‘ক্ষ্যাপা’ বলে সম্বোধন করা হয়েছে? মূল কী এবং তা কীভাবে হারিয়ে যেতে পারে? ২+৩
৩) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৩.১) ‘এই যে, বড্ড খাঁটি কথা বলেছ হে’ – কে ‘খাঁটি কথা’ বলেছে এবং ‘খাঁটি কথা’টি কী? সেই কথাকে ‘খাঁটি’ বলার কারণ ব্যাখ্যা করো। ২+৩
৩.২) ‘আগুন’ নাটকের পঞ্চম দৃশ্যে সিভিক গার্ড চরিত্রটির স্বরূপ সম্পর্কে যা জানো লেখো। ৫
৪) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৪.১) ‘তিনি মপাসাঁ, চেখফকে ছাড়িয়ে গিয়েছেন’ – মপাসাঁ ও চেখফের পরিচয় দিয়ে কে, কোন ক্ষেত্রে মপাসাঁ ও চেখফকে ছাড়িয়ে গিয়েছেন, তা লেখো। ২+৩
৪.২) ‘এই হল ফরাসী জাতটার গুণ। হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে’ – ফরাসি জাতির গুণ প্রাবন্ধিক কীভাবে উপলব্ধি করেছিলেন? প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠার কারণ কী? ২+৩
৪.৩) ‘এ চক্র ছিন্ন তো করতেই হবে’ – কোন চক্র? তা কীভাবে ছিন্ন হবে? ৩+২
৪.৪) ‘কথাটা ঠিকও, ভুলও’ – কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? একই সঙ্গে তা ঠিক এবং ভুল কেন বলা হয়েছে? ২+৩
৫) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ৫
৫.২) নাট্যকার দীনবন্ধু মিত্রের নাট্যকৃতিত্বের পরিচয় দাও। ৫
৫.৩) লোককথা কাকে বলে? লোককথার যে-কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। ২+৩
৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০*১=১০
৬.১) নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০
৬.২) প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ১০
বিতর্কের বিষয়ঃ চলভাষ ছাড়া জীবন অচল।
মতের পক্ষেঃ আধুনিক গতিশীল যুগে প্রতিমুহূর্তে মানুষের কাছে চলভাষ বা মোবাইল ফোন অবশ্যপ্রয়োজনীয় এক উপাদান – প্রায় ছায়াসঙ্গী বলা যায়। জীবনের প্রতিমুহূর্তেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনীয়তা পূরণের জন্য মোবাইল ফোন অপরিহার্য। অত্যন্ত দ্রুতগতির এই আধুনিক জীবনে সময়ের মূল্যকে সর্বাধিক গুরুত্ব দিতে মানুষের মোবাইল ফোন ছাড়া চলেই না। কেবল যোগাযোগের মাধ্যমেই নয় – মোবাইল ফোন ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্যসম্ভার হাতের মুঠোয় এনে দেয়।