নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Class Nine third Unit Test Bengali Question Paper)
নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Class Nine third Unit Test Bengali Question Paper) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্ন বা Class Nine Bengali Third Unit Test Model Question অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা (Class Nine Third Unit Test Bengali) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (Class Nine third Unit Test Bengali Question Paper) :
ক) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*১৮=১৮
১) স্বর্ণপর্ণীর কথা প্রফেসর শঙ্কুর বাবা শুনেছিলেন – ক) মাচান বাবা খ) মছলি বাবা গ) টিকড়ি বাবা ঘ) আচানক বাবার কাছ থেকে
২) প্রফেসর শঙ্কুর ডায়েরির রচয়িতা হলেন – ক) মৃণাল সেন খ) সত্যজিৎ রায় গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) প্রেমেন্দ্র মিত্র
৩) প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালের নাম – ক) প্রহ্লাদ খ) পুষি গ) নিউটন ঘ) কর্ভাস
৪) ‘নিরবধি’ শব্দের মধ্যে দুটি দন্ত্যবর্ণ হল – ক) ন্ ব্ খ) র্ ধ্ গ) ন্ র্ ঘ) ন্ ধ্
৫) ‘দহ’ – এটি যে-ধরনের ধ্বনি পরিবর্তন – ক) অপিনিহিতি খ) স্বরলোপ গ) ধ্বনি বিপর্যয় ঘ) সমীভবন
৬) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ক-টি? – ক) ৬টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি
৭) “তোমাদের কে কে খেলতে যাবে?”—এটি কী জাতীয় সর্বনাম ? – ক) নির্দেশক খ) প্রশ্নবাচক গ) আত্মবাচক ঘ) অনির্দেশক
৮) “আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু।”—ক্রিয়ার কাল নির্ণয় করো – ক) ঘটমান বর্তমান খ) পুরাঘটিত বর্তমান গ) নিত্যবৃত্ত অতীত ঘ) বর্তমান অনুজ্ঞা
৯) গ্রাম’ শব্দটি – ক) তদ্ভব খ) তৎসম গ) অর্ধ-তৎসম ঘ) দেশি
১০) ‘জগৎ’ শব্দটির ব্যুৎপত্তি হল – ক) জগ্ + অৎ খ) গম্ + অৎ গ) গম্ + ক্বিপ ঘ) জগ্ + শ্যৎ
১১) শকুন্তলার প্রকৃত পিতার নাম – ক) কশ্যপ খ) বিশ্বামিত্র গ) মুনি ঘ) দুর্বাসা
১২) নিরুদ্দেশ গল্পে কোন্ ঋতুর কথা বলা হয়েছে? – ক) শীত খ) বসন্ত গ) বর্ষা ঘ) শরৎ
১৩) চন্দ্রনাথ হীরুর সফলতায় কী প্রকাশ করেছে? – ক) আনন্দ খ) শুভেচ্ছা গ) হর্ষ ঘ) কৃতজ্ঞতা
১৪) “গাজনের বাজনা বাজা!”—‘গাজন’ কী? – ক) শিবের উৎসব খ) চণ্ডীর উৎসব গ) ব্রহ্মার উৎসব ঘ) ধর্মের উৎসব
১৫) “ডাহিনে মধুক মালা।”- এখানে ‘মধুকমালা’ হল – ক) মৌচাক খ) মৌমাছি গ) মধুমালা ঘ) মহুয়া গাছ
১৬) ভুটিয়ানির মতে ‘নীচেকা আদমি’ আসলে – ক) অসভ্য খ) নীচ মনের গ) সভ্য ঘ) উঁচু মনের
১৭) বিস্তর সংস্কৃত শব্দ ঢুকেছে – ক) ইংরেজি ভাষায় খ) উর্দুভাষায় গ) বাংলা ভাষায় ঘ) আরবি ভাষায়
১৮) শকুন্তলার অভিশাপ লাঘবের জন্য ঋষি দুর্বাসাকে অনুনয় করেন – ক) শকুন্তলা নিজে খ) কণ্বমুনি গ) সখি প্রিয়ংবদা ঘ) অনসূয়া
খ) কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*১৮=১৮
১) জেরেমি সন্ডার্স কেন শঙ্কুকে ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন?
২) বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো।
৩) তদ্ধিত প্রত্যয়যোগে একটি শব্দ লেখো।
৪) ক্রিয়াবাচক বিশেষ্যপদ কাকে বলে? উদাহরণ দাও।
৫) যৌগিক ক্রিয়া বলতে কী বোঝো? উদাহরণ দাও।
৬) সাপেক্ষ সর্বনামের একটি উদাহরণ দাও।
৭) আলংকারিক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও।
৮) অনুজ্ঞাভাব ক্রিয়া কোন্ কোন্ কালে ব্যবহৃত হয়?
৯) আগন্তুক শব্দের দুটি উদাহরণ দাও।
১০) শোভন বাড়ি ঢোকার সময় প্রথমে কার কাছে বাধাপ্রাপ্ত হয়?
১১) “দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল, বিক্ষুদ্ধ হইয়া উঠিয়াছে।”- আঘাতটি কী ছিল?
১২) ‘ভাঙার গান’ কবিতাটি কোন কবির, কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
১৩) বাঙালির হিয়া অমৃত-মন্থন করেছিলেন কে?
১৪) লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম কী ছিল?
১৫) বেগম রোকেয়া পানীয় জল কীভাবে ব্যবহার করতেন?
১৬) শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন?
১৭) নিউটন কার পোষা বিড়ালের নাম?
১৮) স্বর্ণপর্ণীর প্রয়োগ প্রফেসর শঙ্কু প্রথম কার ওপর করেছিলেন?
গ) কমবেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
১) “অসাধারণ তাহার মুখাকৃতি” – কার মুখের কথা বলা হয়েছে? তার মুখশ্রীটি কেমন?
২) “এ অশান্তির চেয়ে বনবাস ভালো।” – উক্তিটি কার? কোন্ অশান্তির কথা বলা হয়েছে?
ঘ) কমবেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
১) “ওরে ও তরুণ ঈশান!/বাজা তোর প্রলয়-বিষাণ” – “তরুণ ঈশান’ বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি ‘প্রলয়-বিষাণ’ বাজাবেন কেন?
২) “এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে” – এখানে কোন খেয়ার কথা বলা হয়েছে? তা চিরদিন চলে কেন?
ঙ) নীচের যে-কোনো একটি প্রশ্নের কমবেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর দাওঃ ৩*১=৩
১) ‘আলাল’ ও ‘হুতোম’ কী? এদের ভাষাকে কী ভাষা বলা হয়?
২) “পথের দুই ধারে মনোরম দৃশ্য—এখানে পথের দুধারে মনোরম দৃশ্যটি কেমন ছিল?
চ) কমবেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
১) দুষ্মন্ত প্রদত্ত আংটি শকুন্তলা কীভাবে হারিয়ে ফেলেছিলেন?
২) শকুন্তলা রাজসভায় অপমানিত হয়ে ফিরে আসেন কেন?
ছ) কমবেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
১) “অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হল”—সভার্সের প্রস্তাবটি কী ছিল?
২) “কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হকচকিয়ে গেছি”—কোন্ বিষয়ের কথা বলা হয়েছে?
জ) কমবেশি ১৫০টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১) “সেই জন্যেই গল্প বানানো সহজ হল”—এটি কার উক্তি? এই উক্তির আলোকে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো।
২) “এমনই দৃপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে।”কার সম্পর্কে এই উক্তি? তার চরিত্রের বর্ণনা দাও।
ঝ) কমবেশি ১৫০টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১) “কারার ওই লৌহ-কপাট/ভেঙে ফেল, কররে লোপাট”-“লৌহ-কপাট’ শব্দটির অর্থ কী? লৌহ-কপাট ভেঙে ফেলার মধ্য দিয়ে কবি মনের কোন বাসনা প্রকাশিত হয়েছে লেখো।
২) “বিফল নহে এ বাঙালি জনম বিফল নহে এ প্রাণ।”কবিতা ও কাব্যগ্রন্থের উল্লেখ করো। এই উক্তির আলোকে বাঙালি সম্পর্কে কবির গর্ববোধের কারণ লেখো।
ঞ) কমবেশি১৫০টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১) বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ কোট বা কোনগুলি? অপ্রধান আগন্তুক শব্দই বা কোনগুলি? বাংলা ভাষার আগমন | সম্পর্কে লেখকের ভাবনাচিন্তার পরিচয় দাও।
২) ‘ইহারা উদরানের জন্য পুরুষদের প্রত্যাশী নহে’ – ইহারা কারা? আলোচ্য প্রবন্ধে তাদের জীবনযাত্রার কী পরিচয় পাওয়া যায়।
ট) কমবেশি ১৫০টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১) “মুহুর্তের জন্য রাজা বিহবলভাবে চেয়ে রইলেন।” রাজা কে? তাঁর বিহবলভাবে চেয়ে থাকার কারণ নাট্যাংশ অনসারে আলোচনা কারো।
২) ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশটি কে তরজমা করেন? আলোচ্য নাট্যাংশে ধীবর চরিত্রটির কি পরিচয় পাওয়া যায় লেখো।
ঠ) কমবেশি ১৫০টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১) প্রফেসর শঙ্কুর তৈরি মিরাকিউরলের বড়ি কীভাবে সন্ডার্সকে নতুন জীবনদান করেছিল, তা ‘স্বর্ণপর্ণী’ গল্প অবলম্বনে লেখো।
২) ‘স্বর্ণপণী’ গল্পে প্রফেসর শঙ্কু কীভাবে ‘সোনেপত্তী’ গাছড়ার সন্ধান পেয়েছিলেন, তা সংক্ষেপে লেখো।
ড) কমবেশি ১২৫টি শব্দের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১) ভাবসম্প্রসারণ করোঃ
মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দুরে,
ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে।
২) সারাংশ লেখোঃ
বিদ্যা ও চরিত্র এক নহে। বিদ্যা থাকিলেই যে মানুষ সচ্চরিত্র হইবে এমন কোনো কথা নেই। বিদ্যা আছে অথচ চরিত্র নাই এমন লোককে দুর্জন বলিয়া মনে করিতে হইবে এবং তাহার সঙ্গ বিষবৎ ত্যাগ করিতে হইবে। অনেক বিষধর সর্পের মাথায় মণি থাকে। চরিত্রহীন বিদ্বানেরা এইরূপ সর্পের ন্যায়। মণি থাকিলেও আমরা যেমন সর্পকে বর্জন করি সেই রূপ বিদ্যা থাকিলেও দুশ্চরিত্র ব্যক্তিগণ সর্বদা বর্জনীয়। সর্প অতি ভয়ঙ্কর কারণ তাহার বিষ আছে। সেইরূপ দুশ্চরিত্র বিদ্বানেরাও আমাদের ভীতির পাত্র। তাহাদের র্নীতির স্পর্শে আমাদের চরিত্র কলুষিত হয়।
ঢ) কমবেশি ৩০০টি শব্দের মধ্যে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখোঃ ১০*১=১০
ক) আধুনিক জীবনে বিজ্ঞান
খ) বাংলার উৎসব
গ) ছাত্রজীবনে খেলাধূলার ভূমিকা
ঘ) পরিবেশদূষণ ও তার প্রতিকার
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে