class-nine-third-unit-test-geography-question-paper

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভুগোল প্রশ্নপত্র

নবম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভুগোল প্রশ্নপত্র প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্ন বা Class Nine Geography Third Unit Test Model Question অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল (Class Nine Third Unit Test Geography) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।   

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভুগোল প্রশ্নপত্র : 

 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ নবম  বিষয়ঃ ভূগোল
                     পূর্ণমানঃ ৯০  সময়ঃ ৩ ঘণ্টা                     

১) বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১*১৪=১৪ 

১.১) পৃথিবীর নিকটতম গ্রহের নাম (মঙ্গল / শুক্র / চাঁদ / বুধ)।

১.২) পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের মধ্যে পার্থক্য- (34কিমি / 40 কিমি / 43 কিমি / 53 কিমি)।

১.৩) 21 শে মার্চ দিনটিকে বলা হয় (মহাবিষুব / জলবিষুব / কর্কটসংক্রান্তি / মকরসংক্রান্তি)।

১.৪) সর্বোচ্চ অক্ষাংশ হল (0° / 90° / 180° / 360°)।

১.৫) ভারতের ১টি আগ্নেয় পর্বত হল (আরাবল্লী / সাতপুরা / বিন্ধ্য / ব্যারেণ)।

১.৬) লাভাগঠিত মালভূমির উদাহরণ হল (পামির মালভূমি / ছোটোনাগপুর মালভূমি / ডেকানট্যাপ / লাদাখ)।

১.৭) শল্কমোচন ঘটে মূলত (ব্যাসল্ট শিলায় / গ্রানাইট শিলায় / চুনাপাথরে / পাললিক শিলায়)।

১.৮) রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় যে জলবায়ু অঞ্চলে- (উষ্ণ মরু / মেরু / নিরক্ষীয় / পার্বত্য)।

১.৯) ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় (সাইক্লোন / টাইফুন / হ্যারিকেন / টর্নেডো)।

১.১০) সম্পদ সৃষ্টির প্রধান উপাদান হল (1টি / 2টি / 3টি / 4টি)।

১.১১) পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রসারিত হয়েছে (কর্কটক্রান্তিরেখা / মকরক্রান্তিরেখা / নিরক্ষরেখা / মূলমধ্যরেখা)।

১.১২) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম (দামোদর / অজয় / হাড়িয়াডাঙ্গা / তিস্তা)।

১.১৩) কলকাতা বন্দরের সহায়ক বন্দরের নাম (দুর্গাপুর / হলদিয়া / শিলিগুড়ি / কাকদ্বীপ)।

১.১৪) মানচিত্রের 1টি অপরিহার্য উপাদান হল (রং / পেন্সিল / কম্পাস /স্কেল)।

 

২) নির্দেশানুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 

২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখোঃ ১*৬=৬ 

২.১.১) বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।

২.১.২) পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে।

২.১.৩) দক্ষিণ মেরুতে ধ্রুবতারার উন্নতি 90°।

২.১.৪) আন্তর্জাতিক তারিখরেখার মান 180° উত্তর।

২.১.৫) ছোটোনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি।

২.১.৬) সুনামি মনুষ্যসৃষ্ট দুর্যোগ।

 

২.২) এক কথায় উত্তর দাও (৬টি) ১*৬=৬ 

২.২.১) GPS-এর পুরো নাম কী ?

২.২.২) ভূ-পৃষ্ঠের কোথায় বছরে ৬ মাস দিন ও ৬ মাস রাত্রি হয় ?

২.২.৩) অক্ষরেখার অপর নাম কী ?

২.২.৪) কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত ?

২.২.৫) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমি কোনটি ?

২.২.৬) রেগোলিথ থেকে কী সৃষ্টি হয় ?

২.২.৭) হিমানী সম্প্রপাত কোথায় দেখা যায় ? 

 

২.৩) শূন্যস্থান পূরণ করো (৬টি) ১*৬=৬ 

২.৩.১) বিদ্যালয় একটি _____________ সম্পদ।

২.৩.২) ভারতের ___________ রাজ্য লৌহআকরিক উৎপাদনে ১ম স্থান অধিকার করেছে।

২.৩.৩) __________ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।

২.৩.৪) নেপাল দেশটি পশ্চিমবঙ্গের __________ দিকে অবস্থিত।

২.৩.৫) __________ কে ‘ভারতের রূঢ়’ বলে।

২.৩.৬) পশ্চিমবঙ্গে প্রধানত __________ অঞ্চলে পর্ণমোচী বনভূমি দেখা যায়।

২.৩.৭) বৃহৎ স্কেলের মানচিত্রের একটি উদাহরণ হল মানচিত্র।

 

২.৪) বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে লেখোঃ ১*৪=৪ 

বামস্তম্ভডানস্তম্ভ
২.৪.১) ভার্নিয়ারক) শহর
২.৪.২) গোসাবাখ) পাহাড়
২.৪.৩) বারাসাতগ) নদী
২.৪.৪) বিহারীনাথঘ) স্কেল

 

৩) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৬=১২ 

৩.১) দিগন্তরেখা কী ? অথবা, অভিগত গোলক বলতে কী বোঝ ?

৩.২) অধিবর্ষ কাকে বলে ? অথবা, প্রতিপাদস্থান কী ?

৩.৩) স্তূপ পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা, নগ্নীভবন কাকে বলে ?

৩.৪) খরা কাকে বলে ? অথবা, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝ ?

৩.৫) অদ্বিতীয় সম্পদ কী ? অথবা, বরেন্দ্রভূমি বলতে কী বোঝ ?

৩.৬) মানচিত্র কাকে বলে ? অথবা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কী ?

 

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাওঃ ৩*৪=১২ 

৪.১) পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে তুলনা করো। অথবা, পৃথিবীর গোলীয় আকৃতির সমর্থনে তিনটি প্রমাণ দাও।

৪.২) স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কী ? অথবা, আগ্নেয় পর্বতের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

৪.৩) পশ্চিমবঙ্গের কোন্ জেলাগুলিতে বন্যার প্রকোপ বেশী এবং কেন ? অথবা, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তুলনা করো।

8.8) দক্ষিণ ভারতে অধিক জলবিদ্যুৎ উৎপাদিত হয় কেন ? অথবা, পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা কি কি ?

 

৫) নির্দেশানুসারে প্রশ্নগুলোর উত্তর দাওঃ  

৫.১) যেকোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৫.১.১) ঋতু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো।

৫.১.২) গ্রিনীচে যখন সকাল 10 টা তখন নিউইয়র্কের (74° পশ্চিম) স্থানীয় সময় কত হবে ?

৫.১.৩) রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলির পরিচয় দাও।

৫.১.৪) পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো।

 

৫.২) যেকোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৫.২.১) সম্পদ সংরক্ষণের উপায় কী কী ?

৫.২.২) পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো।

৫.২.৩) পশ্চিমবঙ্গে লৌহ-ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন ?

৫.২.৪) মানচিত্রের গুরুত্ব উল্লেখ করো।

 

৬) প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাওঃ ১*১০=১০ 

৬.১) পুরুলিয়া জেলা, ৬.২) কর্কটক্রান্তিরেখা, ৬.৩) উত্তরের পার্বত্য অঞ্চল, ৬.৪) সান্দাকফু পর্বতশৃঙ্গ, ৬.৫) দামোদর নদ, ৬.৬) পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য, ৬.৭) পশ্চিমবঙ্গের একটি পাটশিল্পকেন্দ্র, ৬.৮) হলদিয়া বন্দর, ৬.৯) শিলিগুড়ি শহর, ৬.১০) সৈকত শহর দিঘা। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভুগোল প্রশ্নপত্র

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভুগোল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top