ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Six First Unit Test Bengali Question
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Class Six First Unit Test Bengali Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে ৩০ নম্বরের এই বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Six First Unit Test Bengali Question :
প্রথম ইউনিট টেস্ট
শ্রেণিঃ ষষ্ঠ বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ১ ঘন্টা
ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ৫*১=৫
১) উড়তে পারেনা শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম হল – ক) এমু খ) পানকৌড়ি গ) শঙ্খচিল ঘ) তিতির
২) ‘মন-ভালো-করা’ কবিতাটির কবি হলেন – ক) শক্তি চট্টোপাধ্যায় খ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ) হাইনরিখ্ হাইনে ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩) শংকরের স্বপ্নে বাতাসের রং – ক) লাল খ) নীলচে গ) হলুদ)
৪) মাইল কথার অর্থ হলো – ক) বসো খ) ওঠো গ) কাত হও ঘ) সাবধান
৫) স্বরবর্ণের সাথে বিসর্গ যুক্ত হয়ে হয় – ক) স্বরসন্ধি খ) বিসর্গসন্ধি গ) ব্যঞ্জনসন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
খ) দু-এক কথায় উত্তর দাওঃ (যে-কোনো ১০টি) ১০*১=১০
১) অশ্বথ গাছটির তলায় কী পাতা, কেমন করে পাতা ?
২) ক্যাস্টাং সাহেবের পুরো নাম কী ?
৩) ‘মন-ভালো-করা রোদ্দুর’ কিসের মতো ?
৪) পাইনগাছ কী ভাবে স্বপ্ন দেখে ?
৫) কুমোরে পোকা কী দিয়ে বাসা বানায় ?
৬) মন ভালো-করা রোদ্দুরকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন ?
৭) “কেন ওর রং খর ও শান্ত”- পঙ্ক্তিটিতে কার কথা বলা হয়েছে ? ‘খর’ ও ‘শান্ত’ শব্দের অর্থ কী ?
৮) নারকেল গাছের মাথার উপর কী, কেমন ভাবে ভাসছে ?
৯) কুমােরে-পােকা দেখতে কেমন ?
১০) মৌলিক শব্দের সঙ্গে যৌগিক শব্দের একটি পার্থক্য লেখাে।
১১) বিসর্গ সন্ধি কাকে বলে?
গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৫*২=১০
১) ‘আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে’ – কবির এমন ভাবনার কারণ কী ?
২) ঘাসফড়িং-এর সঙ্গে কবির কীভাবে নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল ?
৩) গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কীভাবে কবিকল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও।
৪) ‘স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে।’ – কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে ? স্বপ্ন দেখে সে কী জেনেছে ?
৫) অশথ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন ?
৬) কুমোরে-পোকা কীভাবে শিকার ধরে ?
৭) মাকড়সা দেখলেই কুমোরে-পোকা কী করে ?
ঘ) সন্ধি বিচ্ছেদ করোঃ ২*১=২
১) তিরোধান ২) নিরানন্দ
ঙ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৩*১=৩
১) হ য ব র ল অনুসারে রুমাল কোথায় ছিল ?
২) গেছোদাদা কী কাজে সাহায্য করে ?
৩) কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল ?
৪) গাছ থেকে যে বুড়ো নেমেছিল ছিল তার চেহারা কেমন ছিল ?
৫) “এতো হামেশাই হচ্ছে।”– হামলাই কী হচ্ছে ?