class 10 bengali first unit test question paper

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Ten First Unit Test Bengali Question

দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Ten First Unit Test Bengali Question প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Ten Bengali First Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা (Class Ten First Unit Test Bengali) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Ten First Unit Test Bengali Question : 

 

১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৭=৭ 

১.১) রত্নের মূল্য কারা বোঝে? – ক) জ্যোতিষ খ) দোকানদার গ) পাগল ঘ) জহুরি

১.২) শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিলেন? – ক) লক্ষ বছর খ) কোটি বছর গ) হাজার বছর ঘ) শত বছর

১.৩) নখ যাদের তীক্ষ্ণ তোমার – ক) হায়নার চেয়ে খ) নেকড়ের চেয়ে গ) সিংহের চেয়ে ঘ) তরবারির চেয়ে

১.৪) ‘মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা’ – মৃত পাথরের মূর্তিগুলি আসলে – ক) ভাষ্কর্য খ) ধূসর মরুভূমি গ) চিত্রশিল্প ঘ) মৃতদেহ

১.৫) ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’ – ‘হিমানী’ শব্দের অর্থ – ক) বরফ খ) পাহাড় গ) আগুন ঘ) লোহা

১.৬) ‘এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে’ – বক্তা কে? – ক) শ্রীপান্থ খ) শৈলজানন্দ গ) সুভো ঠাকুর ঘ) ত্রৈলোক্যনাথ

১.৭) রাজায় রাজায় যুদ্ধ হয় – রেখাঙ্কিত পদটি হল – ক) কর্তৃকারক খ) অপাদান কারক গ) করণ কারক ঘ) অধিকরণ কারক

 

২) পূর্ণবাক্যে উত্তর দাওঃ ১*৮=৮ 

২.১) ফাউন্টেন পেনের স্রষ্টা কে?

২.২) তপন প্রধানত কী উপলক্ষ্যে মামার বাড়ি এসেছে?

২.৩) পাবলো নেরুদা নামটি কোথা থেকে নেওয়া?

২.৪) ‘হায় ছায়াবৃতা’ – ‘ছায়াবৃতা’ বলার কারণ কী?

২.৫) আমাদের পথ নেই কেনো?

২.৬) কলমে কায়স্থ চিনি – রেখাঙ্কিত পদটি কী কারক?

২.৭) কোন দুটি বিভক্তি দ্বারা সম্মন্ধ পদ চিহ্নিত হয়?

২.৮) অনুসর্গের অপর দুটি নাম কী?

 

৩) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬

৩.১) ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে’ – অলৌকিক ঘটনাটি সংক্ষেপে লেখো।

৩.২) ‘তারপর যুদ্ধ এল’ – যুদ্ধকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধে কী পরিণতি হল? ১+২

৩.৩) ‘এই ছিল তাদের ব্যবস্থাপত্র’ – ব্যবস্থাপত্রটি কী? সহজ কালি তৈরির পদ্ধতিটি কী ছিল? ১+২

 

৪) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

৪.১) ‘জ্ঞানচক্ষু’ ছোটগল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো।

৪.২) ‘আমাদের ইতিহাস নেই’ – ‘ইতিহাস’ বলতে কী বোঝায়? ইতিহাস না থাকার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? ১+৪

৪.৩) ‘এল ওরা লোহার হাতকড়ি নিয়ে’ – কারা, কেন হাতকড়ি নিয়ে এল? তারা আর কী করেছিল? ২+৩

৪.৪) ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে প্রাবন্ধিক কলমের যে অতীত ও বর্তমান রূপের কথা উল্লেখ করেছেন তা সংক্ষেপে লেখো।

 

৫) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫

৫.১) বিষ্টু ধরের চেহারা ও খাদ্যাভাসের পরিচয় দাও। ১+৪

৫.২) জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল? অভিযোগের প্রত্যুত্তরে ক্ষিতীশ কী বলেছিলেন? ২+৩

 

৬) বঙ্গানুবাদ করোঃ ৪ 

Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship. Because to get love you must give love in return.

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন

দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top