digu-somas

দ্বিগু সমাস কাকে বলে

আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দ্বিগু সমাস কাকে বলে আলোচনাটি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই আলোচনাগুলি ভালো করে পড়লে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। 

দ্বিগু সমাস কাকে বলে : 

 

দ্বিগু সমাসঃ

‘দ্বিগু’ শব্দটির অর্থ হল দুটি (দ্বি) গোরু (গো) দিয়ে যা কেনা হয়েছে। যে সমাসে পূর্বপদে একটি সংখ্যাবাচক শব্দ থাকে এবং সমস্তপদটি পরপদের সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে দ্বিগু সমাস বলা হয়। সংস্কৃতে দ্বিগু সমাস তিন প্রকার। কিন্তু বাংলায় কেবল সমাহার দ্বিগুর প্রচলন রয়েছে।

যেমন-

পঞ্চবটী = পঞ্চ বটের সমাহার

সপ্তাহ = সপ্ত অহের সমাহার

ত্রিলোক = ত্রি (তিন) লোকের সমাহার

শতাব্দী = শত অব্দের সমাহার

 

সমাহার দ্বিগু ছাড়া অন্য যেক’টি দ্বিগু সমাসজাত শব্দ বাংলায় রয়েছে তাদের ব্যাসবাক্য একটু পৃথক হয়।

যেমন-

এককড়ি = এক কড়ি মূল্যে ক্রীত

তিনকড়ি = তিন কড়ি মূল্যে ক্রীত

পাঁচকড়ি = পাঁচ কড়ি মূল্যে ক্রীত

সাতকড়ি = সাত কড়ি মূল্যে ক্রীত

ন’কড়ি = নয় কড়ি মূল্যে ক্রীত

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

দ্বিগু সমাস কাকে বলে

দশম শ্রেণির মাধ্যমিক বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক করতে হবে 

সমাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top