উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন (আদরিনী গল্প ও পোটরাজ গল্প)
দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন (আদরিনী গল্প ও পোটরাজ গল্প) প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (H.S Third Semester) প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন (Class Twelve Third Semester Bengali Question) অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন (আদরিনী গল্প ও পোটরাজ গল্প) :
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন
বিষয় এককঃ আদরিনী গল্প ও পোটরাজ গল্প
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা
১) পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে হয় – a) রবিবার b) সোমবার c) মঙ্গলবার d) বৃহস্পতিবার
২) জয়রামবাবু কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার ছিলেন? – a) আজীবনকাল ধরে b) ২০ বছর ধরে c) ১০ বছর ধরে d) ৩০ বছর ধরে
৩) জয়রাম মুখোপাধ্যায় মহাশয় আগন্তুকদের কোন গান শোনার কথা বলেছিলেন? – a) ‘বহতি দুখ দিয়া মুঝে’ b) ‘আল্লাহ মেঘ দে পানি দে c) ‘পেয়ালা মেঝে ভর দে’ d) ‘মুঝে জানে দে’
৪) জয়রাম মোক্তার মাসিক বাসা ভাড়া নিয়েছিলেন – a) ১৫ সিকায় b) ২৫ সিকায় c) ২০ সিকায় d) ১৩ সিকায়
৫) আদালত অবমাননার জন্য মোক্তার সাহেবের কত টাকা জরিমানা হয়েছিল? – a) ১৭০০ টাকা b) ৫০ টাকা c) ৫ টাকা d) ১০ টাকা
৬) কে একজোড়া নতুন বলদ কিনেছিল? – a) জয়রাম মোক্তার b) কুঞ্জবিহারীবাবু c) ইমামদ্দি শেখ d) নগেন ডাক্তার
৭) আদরিনী কখন জয়রামবাবুর বাড়িতে আসে? – a) সকাল সাতটায় b) সকাল দশটায় c) বিকেল পাঁচটায় d) ভোর পাঁচটায়
৮) এজলাসে কতদিন ধরে খুনের মামলার মোকদ্দমা চলেছিল? – a) দু-দিন b) তিনদিন c) এক সপ্তাহ d) একমাস
৯) বিজ্ঞাপনে হাতির খোরাকি হিসেবে কত টাকা ধার্য করা হয়েছিল? – a) এক টাকা b) দু-টাকা c) তিন টাকা d) চার টাকা
১০) চৈত্রসংক্রান্তিতে কোথায় মেলা হয়? – a) জয়রামবাবুর গ্রামে b) এজলাস চত্ত্বরে c) পীরগঞ্জে d) বামুনহাটে
১১) কল্যাণীর বিবাহের দিন ঠিক হয়েছিল – a) ১০ ফাল্গুন b) ১০ বৈশাখ c) ১০ জৈষ্ঠ্য d) ১০ অগ্রহায়ন
১২) বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলা কত দূরে অবস্থিত? – a) বিশ ক্রোশ b) দশ ক্রোশ c) আট ক্রোশ d) তিন ক্রোশ
১৩) আদরিনীকে দেখতে জয়রামবাবুর সঙ্গে গিয়েছিলেন – a) তাঁর বড়ো ছেলে b) তাঁর মেজো ছেলে c) তাঁর ছোট ছেলে d) কল্যাণী
১৪) ‘কুছ পরওয়া নেই’ – বক্তা কীসের জন্য পরোয়া করেননি? – a) হাতির মূল্যের জন্য b) নারাজ নরেশচন্দ্রের জন্য c) পাড়া-প্রতিবেশীর জন্য d) নিজের জন্য
১৫) সবসুদ্ধ ______ টাকা ব্যয় করা ______ জরিমানার হুকুম রহিত করিয়ে ছিলেন। – a) ৫০০০, ২০০০ টাকা b) ২০০০, ৫০০০ টাকা c) ৫, ১৭০০ টাকা d) ১৭০০, ৫ টাকা
১৬) _______ উমাচরণ লাহিড়ীর একটি _______ হাতী আছে। – a) পীরগঞ্জের, মদ্দা b) চৌধুরীপাড়ার, মাদী c) রসুলগঞ্জের, তরুণ d) বীরপুরের, মাদী
১৭) (i) ইনি রাজবাড়িতে হাতি চেয়ে চিঠি লিখলেন।
(ii) ভৃত্য এসে খবর দিল, হাতি পাওয়া গেল না।
(iii) মোক্তার মহাশয় পীরগঞ্জে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন।
(iv) তিনি অনুমান করলেন, সন্ধ্যার মধ্যে হাতি এসে যাবে।
বিকল্পসমূহঃ
a) (iii), (i), (iv), (ii)
b) (iii), (iv), (i), (ii)
c) (i), (iii), (ii), (iv)
d) (iv), (iii), (i), (ii)
১৮)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) আদরিনীর ক্রয়মূল্য | (a) ২০০০ টাকা |
(ii) কল্যাণীর বিবাহের খরচ | (b) ১৭০০ টাকা |
(iii) মোক্তারের জরিমানা রুখতে খরচ | (c) ৩০০০ টাকা |
(iv) আদরিনীর বিক্রয়মূল্য | (d) ২৫০০ টাকা |
a) (i) c, (ii) d, (iii) a, (iv) b
b) (i) a, (ii) d, (iii) b, (iv) c
c) (i) c, (ii) a, (iii) b, (iv) d
d) (i) d, (ii) c, (iii) b, (iv) a
১৯) (i) জয়রাম মোক্তার পীরগঞ্জের বাবুদের বাড়ির এস্টেটের ২৫ বছর ধরে বাঁধা মোক্তার।
(ii) মহারাজ নরেশচন্দ্র তাঁর বাবার আমল থেকে জয়রামের মক্কেল।
(iii) জয়রাম প্রথম জীবন থেকেই প্রচুর ধনী ছিলেন।
(iv) জয়রামের আদিবাস চট্টগ্রাম জেলায়।
a) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
b) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
c) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) মিথ্যা
d) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) সত্য
২০) বিবৃতি A: এজলাসে এক ডেপুটির সঙ্গে জয়রামবাবুর বিলক্ষণ বচসা হয়ে যায়।
বিবৃতি B: আদালত অবমাননা করার জন্য জয়রামবাবুর পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছিল।
a) B,A -এর বিপরীত
b) B হল A-এর কারণ
c) A সত্য কিন্তু B মিথ্যা
d) A এবং B পরস্পর পরস্পরের থেকে স্বাধীন
২১) ‘সবসময় বেজন্মাটা আমাদের শাপমন্যি করছে’ – এখানে ‘বেজন্মা’ বলা হয়েছে – a) মহামারিকে b) কাককে c) কুকুরকে d) দেবী মারী-আইকে
২২) ‘পোটরাজ’ গল্পে কোন মাসের কথা বলা হয়েছে? – a) ভাদ্র b) শ্রাবণ c) আষাঢ় d) জৈষ্ঠ্য
২৩) দুরপত মারী-আইকে কী দিয়ে স্নান করায়? – a) দুধ ও জল b) দই ও দুধ c) দই ও জল d) ঘোল ও দুধ
২৪) রাতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে কে? – a) একটা কুকুর b) একটা ফেউ c) একটা প্যাঁচা d) এক ব্রহ্মদৈত্য
২৫) ‘লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে’ – কে? – a) দামা b) গ্রামের মোড়ল c) গ্রামমোড়লের চেলা d) আনন্দ
২৬) আনন্দ কখন বাড়িতে ফিরে আসে? – a) সকালে b) দুপুরে c) রাতের দিকে d) অনেক রাতে
২৭) ‘তার এখনো সন্দেহ যায়নি’ – a) দামার b) দুরপতের c) আনন্দর d) দামা ও দুরপত দুজনেরই
২৮) ‘এবার বেশ লাগছে তার’ – a) দামার b) দুরপতের c) আনন্দর d) দামা ও দুরপত দুজনেরই
২৯) সকলে কী উপচার নিয়ে গাঁয়ের ধারে যাচ্ছে? – a) নৈবেদ্য ও পায়েস b) নারকোল ও নিভোদ c) নিভোদ ও পায়েস d) নারকোল ও চিঁড়ে
৩০) মিছিল থেকে একজন এসে কোন রঙের ফুলের মালা দামার গলায় পরিয়ে দেয়? – a) লাল b) সবুজ c) হলুদ d) সাদা
৩১) ‘তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে’ – কার মুখ থেকে? – a) গ্রামমোড়লের b) দামার c) দুরপতের d) আনন্দর
৩২) ‘আবহাওয়া থমথমে’ – আবহাওয়া থমথমে কেন? – a) আকাশ জুড়ে ঝড়ের মেঘ ঘনীভূত হয়েছে বলে b) সারাদিন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে বলে c) মহামারিতে গ্রাম আচ্ছন্ন বলে d) দামাকে নিয়ে মায়ের যাত্রা করা যাবে না বলে
৩৩) ‘দুরপতের আর খুশি ধরে না’ – দুরপতের খুশির কারণ কী? – a) গাঁয়ের সকলে তার স্বামীর নামে জয়ধ্বনী দিচ্ছে b) তার স্বামীকে ছাড়াই দেবীর যাত্রা করা সম্ভব হয়েছে c) তার ছেলে আনন্দকে পোটরাজ করা হয়নি d) দামার অসুখ সেরে গেছে
৩৪) দুরপত উপোস করে _______ ও _________ বার। – a) শনি, মঙ্গল b) সোম, শুক্র c) বুধ, বৃহস্পতি d) মঙ্গল, শুক্র
৩৫) (i) মোড়ল আসে পোটরাজের বাড়িতে।
(ii) গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ।
(iii) দুরপত মন্দিরের দিকে তাকিয়ে প্রার্থনা করে।
(iv) দুরপত জানায় তার ছেলে হাইস্কুলে ইংরেজি পড়ে।
বিকল্পসমূহঃ
a) (ii), (iii), (iv), (i)
b) (iii), (ii), (i), (iv)
c) (i), (iv), (ii), (iii)
d) (iv), (iii), (ii), (i)
৩৬)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) পোটরাজ | (a) যাত্রা |
(ii) মারী-আই | (b) রাগে কাঁপতে থাকে |
(iii) দামা | (c) পুণ্যবান |
(iv) আনন্দ | (d) দেবীকে কাঁধে করে বয়ে বেড়ান |
a) (i) b, (ii) c, (iii) a, (iv) d
b) (i) d, (ii) c, (iii) a, (iv) b
c) (i) c, (ii) d, (iii) a, (iv) b
d) (i) d, (ii) a, (iii) c, (iv) b
৩৭) বিবৃতি-A: দামা মারী-আই দেবীর পোটরাজ।
বিবৃতি-B: দামা মহামারিতে আক্রান্ত।
a) B, A -এর বিপরীত
b) B হল A-এর কারণ
c) A সত্য কিন্তু B মিথ্যা
d) A এবং B পরস্পর পরস্পরের থেকে স্বাধীন
৩৮) বিবৃতি (A): গ্রামমন্ডলের লোকেরা অসুস্থ দামাকে দেখতে তাদের বাড়িতে আসে।
কারণ (R): তিনদিন হল দামা দেবীর পূজা করতে আসছে না।
সঠিক বিকল্পঃ
a) A ঠিক, R ভুল
b) A ভুল, R ঠিক
c) A এবং R উভয়ই ঠিক, কিন্তু R, A-এর সঠিক কারণ নয়
d) A এবং R উভয়ই ভুল
৩৯) ‘গভীর আতঙ্কে জিগেশ করে’ – আতঙ্কের কারণ কী? – a) গ্রামবাসীদের রোষ b) দেবীর অভিশাপ c) ছেলে আনন্দর ভবিষ্যৎচিন্তা d) উক্ত সব ক’টি
৪০) ‘তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো’ – কার মনে হয়? – a) দামার b) দুরপতের c) আনন্দর d) দামা ও দুরপতের দুজনেরই