ilias-question-answers

ইলিয়াস গল্পের প্রশ্নের উত্তর । নবম শ্রেণি বাংলা 

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ইলিয়াস গল্পের প্রশ্নের উত্তর প্রদান করা হলো। বাংলা বিষয়ের এই প্রশ্নের উত্তরগুলি অনুশীলনের মধ্য দিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছারাও শিক্ষার্থীরা আমাদের Class Note বিভাগ থেকে বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক সকল প্রকার প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে। 

ইলিয়াস গল্পের প্রশ্নের উত্তর । নবম শ্রেণি বাংলা : 

 

ইলিয়াস গল্প থেকে MCQ প্রশ্নের উত্তরঃ

 

১) ‘ইলিয়াস’ গল্পটির লেখক- রুশ সাহিত্যিক লিও তলস্তয়

২) ‘ইলিয়াস’ গল্পটি বাংলায় অনুবাদ করেন- মণীন্দ্র দত্ত

৩) উফা প্রদেশে বাস কৱত- ইলিয়াস 

৪) বাসকিৱ হল- কৃষিজীবী উপজাতি (পশুপালন তাদের প্রধান জীবিকা) 

৫) ইলিয়াসের বাবা মারা গিয়েছিল- ইলিয়াসের বিয়ে হওয়ার এক বছরের মধ্যে 

৬) ‘একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলে’- আত্মীয় এসেছিল- মহম্মদ শার কাছে

৭) ‘এই সম্পন্ন মানুষ দুটির দূরবস্থা দেখে মহম্মদ শার দুঃখ হতো’ – সম্পন্ন মানুষ দুটি হল- ইলিয়াস ও তার স্ত্রী

৮) ‘আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে’ – একথা বলেছিল- মহম্মদ শা ইলিয়াসকে

৯) ‘অতিথিরা বিস্মিত’ – অতিথিদের বিস্মিত হবার কারণ- ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে

১০) ‘ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল’- ইলিয়াসের প্রতিবেশী ছিল- মহম্মদ শা

১১) তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করেছিল- কিরবিজরা

১২) ‘সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা’- বোঁচকায় ছিল- লোমের তৈরি কোর্ট, জুতো, আর কোট 

১৩) ‘কখনো সুখ পাইনি’ – সুখ পায়নি- যখন ধনী ছিলেন

১৪) ‘এখনকার দুরাবস্থার কথা ভাবে কি খুব কষ্ট হচ্ছে?’ – এ কথা কে বলেছিলেন- অতিথি ইলিয়াসের স্ত্রীকে

১৫) ‘দুর্দশার একেবারে চরমে নেমে গেল’ – দুর্দশা চরমে নেমে গেল- ইলিয়াসের ৭০ বছর বয়সে

১৬) ‘সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি’- সুখ খুঁজেছেন – ৫০ বছর ধরে

১৭) ‘এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন’ – সত্যটি বলেছিলেন – শামশেমাগি 

১৮) ‘বন্ধুগণ হাসবেন না’- বন্ধুদের না হাসতে বলার কারণ- এটা তামাশা নয়

১৯) ‘বন্ধুগণ হাসবেন না’- এ কথা বলেছে – ইলিয়াস

২০) ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল- ৩৫ বছর পরিশ্রমের দ্বারা 

২১) মহম্মদ শা-র বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন ছিলেন- মোল্লাসাহেব 

২২) শীতের জন্য মজুত করে রাখা হত যথেষ্ট- খড় 

২৩) ইলিয়াসের বড়ো ছেলেটি মারা গিয়েছিল- মারামারিতে পড়ে 

২৪) ‘সেও তো পাপ’- যে কাজের প্রসঙ্গে বলা হয়েছে- মজুরদের ওপর কড়া নজরদারি প্রসঙ্গে

২৫) ‘আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে’- ঈর্ষা করার কারণ- ইলিয়াসের তখন খুব বোলবোলাও

২৬) ‘কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়োশী হয়ে উঠল’- আয়েশী হয়ে উঠেছিল- ইলিয়াসের ছেলেমেয়েরা

২৭) ‘বুড়ো বুড়ি কে রেখে মহম্মদ শার লাভ হল’- কারণ- সব কাজই তারা ভালোভাবে করতে পারত

২৮) ‘ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গোরু-ঘোড়াও দিল’- ইলিয়াস এসব দিয়েছিল- তার ছোটো ছেলেকে  

 

ইলিয়াস গল্প থেকে SAQ প্রশ্নের উত্তরঃ

 

১) ইলিয়াসের বাবা যখন মারা গেল তখন তার সম্পত্তি কত ছিল?

উত্তরঃ সাতটা ঘােটকী, দুটি গােরু, কুড়িটা ভেড়া। 

২) ইলিয়াস কীভাবে প্রচুৱ সম্পত্তি কৱে ফেলল?

উত্তরঃ পঁয়ত্রিশ বছর ধরে সকাল থেকে রাত পর্যন্ত স্বামী-স্ত্রীর কঠোর পরিশ্রমের দ্বারা। 

৩) পঁয়ত্রিশ বছর পৱে ইলিয়াসের সম্পত্তি কত হয়েছিল?

উত্তরঃ দুশো ঘােড়া, দেড়শাে গােরু-মােষ আর বারােশাে ভেড়া।

৪) যাৱা ইলিয়াসকে ঈর্ষা করতো তাৱা ইলিয়াস সম্পর্কে কী বলতো? 

উত্তরঃ ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার মরবারই দরকার নেই। 

৫) ইলিয়াস অতিথিদের কিভাবে আপ্যায়িত করতো? 

উত্তরঃ কুমিস, ভেড়া ও ঘােটকীর মাংস প্রভৃতি দিয়ে।  

৬) ইলিয়াসেৱ পরিবাৱে কাৱা ছিল? 

উত্তরঃ স্বামী-স্ত্রী ছাড়া দুই ছেলে, এক মেয়ে। 

৭) ইলিয়াস যখন গৱিব ছিল তার ছেলেরা তখন কি করতে?

উত্তরঃ তার সঙ্গে কাজ করত ও গােরু-ভেড়া চরাত।

৮) ইলিয়াসের অনেকগুলি ভেড়া মারা গেল কেন?

উত্তরঃ ভেড়ার পালে মড়ক লেগে। 

৯) শীতকালে অনেক গােরু-মােষ মারা গেল কেন?

উত্তরঃ দুর্ভিক্ষ হওয়ায় শীতকালে খড়ের অভাবে।

১০) ইলিয়াস সত্তর বছর বয়সে এসে বাধ্য হয়ে কী বিক্রি কৱে দিল?

উত্তরঃ পশমের কোট, কম্বল, ঘােড়ার জিন, তাবু আর অবশিষ্ট গৃহপালিত পশু। 

১১) ইলিয়াসের সবশেষে কী সম্বল ছিল? 

উত্তরঃ সবশেষে সম্বল বলতে ছিল কাধে একটা বোঁচকা; তাতে লােমের একটা কোট, টুপি, জুতাে আর বুট আর তার স্ত্রী শাম শেমাগী। 

১২) বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলাে।”- কাদেৱ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলাে? 

উত্তরঃ ইলিয়াসের ছােটো ছেলের বউ ঝগরুটে হওয়ায় ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। 

১৩) কখন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল?

উত্তরঃ ছােটো ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গােরু-ঘােড়া দিয়ে তাড়িয়ে দিলে। 

১৪) ইলিয়াসের সবচেয়ে ভালাে ঘােড়াগুলি কাৱা চুরি করেছিল? 

উত্তরঃ কিরবিজরা। 

১৫) বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বসবাস করত?

উত্তরঃ মহম্মদ শর বাড়িতে।

 

ইলিয়াস গল্প থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ

১) “ওর তো মরবারই দরকার নেই”- কার মরবার দরকার নেই? তাঁর সম্পর্কে এমন মনোভাবের কারণ কী? ১+৪=৫

উৎসঃ

রুশ দেশীয় সাহিত্যিক “লিও তলস্তয়” রচিত “Selected Stories” গ্রন্থের “Stories for Young Readers” নামক অধ্যায় থেকে গৃহীত “ইলিয়াস” গল্পের বাংলা তরজমা করেছেন “মণীন্দ্র দত্ত”। প্রশ্নোক্ত অংশটি এই গল্পের অন্তর্গত।

যার মরবার দরকার নেইঃ

গল্পের প্রধান চরিত্র ইলিয়াসের সম্পত্তির পরিমাণ এতোই বেশি ছিল যে, তাঁর জীবনে কোনো চিন্তার কারণ ছিল না। তাই তাঁর প্রতিবেশীরা মনে করত যে, তার আর মরবার দরকার নেই।

এমন মনোভাবের কারণঃ

রশিয়ার উফা প্রদেশে বসবাসকারী জাতিতে বাস্‌কির ইলিয়াসের বিবাহের এক বছরের মধ্যে তাঁর পিতার মৃত্যু হলে তাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে ওঠে। তখন তাঁর সম্পত্তি বলতে ছিল- “সাতটা ঘোটকী, দুটো গোরু আর কুড়িটা ভেড়া”

ইলিয়াস ও তার স্ত্রী সুদীর্ঘ পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার দ্বারা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে থাকে। তখন তাদের সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হয়- “দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ, আর বারোশো ভেড়া।” ইলিয়াসের বাড়িতে ভারাটে মজুরেরা তাদের গোরু-মোষ দেখাশোনা করে এবং ভাড়াটে মজুরানিরা কুমিস, মাখন, পনির, ঘি প্রভৃতি তৈরি করে।

ইলিয়াসের এই প্রাচুর্য দেখে তার প্রতিবেশীরা ঈর্ষান্বিত হয়ে ওঠে। তাদের কথায়, “ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ; কোনো কিছুরই অভাব নেই; ওর তো মরবারই দরকার নেই।”

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)ইলিয়াস গল্পের প্রশ্নের উত্তর

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। নবম শ্রেণির বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232

 

১) ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াস চরিত্রের পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

২) ইলিয়াস গল্প অবলম্বনে শাম-শেমাগির চরিত্র আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class nine bengali note

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top