কারক নির্ণয়ের সহজ পদ্ধতি । কারক ও অকারক । মাধ্যমিক বাংলা ব্যাকরণ
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত কারক থেকে কারক নির্ণয়ের সহজ পদ্ধতি । কারক ও অকারক । মাধ্যমিক বাংলা ব্যাকরণ -এই গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনাগুলি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই কারক নির্ণয়ের সহজ পদ্ধতি –গুলি তৈরি করে তাদের মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।
কারক নির্ণয়ের সহজ পদ্ধতি । কারক ও অকারক । মাধ্যমিক বাংলা ব্যাকরণ :
বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কারক বলা হয়। তাই আমরা যদি বাক্যের অন্তর্ভুক্ত ক্রিয়াপদকে নির্দিষ্ট প্রশ্ন করি তাহলে আমরা সেই পদের কারক খুব সহজেই নির্ণয় করতে পারবো। নিম্নে শিক্ষার্থীদের জন্য কারক নির্ণয়ের সহজ পদ্ধতি প্রদান করা হলো –
| ক্রিয়াকে প্রশ্ন | উত্তর যে কারক |
| কে, কারা? | কর্তৃকারক |
| কী, কাকে? | কর্মকারক |
| কী দিয়ে? | করণকারক |
| কার জন্য বা কিসের জন্য? | নিমিত্ত কারক |
| কি থেকে বা কোথা থেকে? | অপাদান কারক |
| কোথায়, কখন, কী বিষয়ে? | অধিকরণ কারক |























