পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই পাতাবাহার গ্রন্থের অন্তর্ভুক্ত পাখির কাছে, ফুলের কাছে প্রশ্নের উত্তর প্রদান করা হলো। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পাখির কাছে, ফুলের কাছে কবিতাটি পাঠ্যবই থেকে পড়ে নিয়ে নিম্নে প্রদান করা অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো অনুশীলন করতে পারবে।
ক) কবি আল মাহমুদ কোন দেশের মানুষ ?
উত্তরঃ কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ।
খ) তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন ?
উত্তরঃ তিনি বিখ্যাত আন্দোলন ভাষা-বিদ্রোহে সামিল হয়েছিলেন।
গ) তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো।
উত্তরঃ তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হল ‘কলের কলম’।
১) সঠিক উত্তর নির্বাচন করোঃ
১.১) জোনাকি এক ধরনের (পাখি/ মাছ/ পোকা/ খেলনা) ।
উত্তরঃ পোকা
১.২) ‘মোড়’ বলতে বোঝানো হয় (গোল/ বাঁক/ যোগ/ চওড়া) ।
উত্তরঃ বাঁক
১.৩) ‘দরবার’ শব্দটির অর্থ হলো (দরজা/ সভা/ দরগা/ দোকান) ।
উত্তরঃ সভা
১.৪) প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো – (কাব্য হবে/ মোড় ফিরেছি/ কালো জল/ ডাবের মতো চাঁদ উঠেছে) ।
উত্তরঃ ডাবের মতো চাঁদ উঠেছে
২) স্তম্ভ মিলঃ
উত্তরঃ
ক
খ
চাঁদ
শশী
ঠান্ডা
শীতল
পাহাড়
গিরি
জোনাকি
খদ্যোত
দিঘি
জলাশয়/দীঘিকা
জল
নীর
ফুল
পুষ্প
৩) বিশেষ্য ও বিশেষণ নির্ণয়ঃ
উত্তরঃ
বিশেষ্য
বিশেষণ
চাঁদ
শহর
দরগাতলা
জোনাকি
ঠান্ডা
লাল
মস্ত
গোলগাল
উটকো
কলরব
৪) নির্দেশানুসারে উত্তর দাওঃ
৪.১) ‘থরথর’ শব্দে ‘র’ বর্ণটি দুবার রয়েছে। এরকম ‘ল’ বর্ণটি দুবার আছে, এমন পাঁচটি শব্দ লেখোঃ
উত্তরঃ
গোলগাল
কলকল
ছলছল
জ্বলজ্বল
ঝলমল
৪.২) ‘কাছে’ শব্দটিকে ‘নিকটে’ এবং ‘দেখা করা’ এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো।