পর্যটকদের চোখে MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পর্যটকদের চোখে MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
পর্যটকদের চোখে MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস :
১) Father of Modern Geodesy বলা হয় – অল-বিরুনিকে
২) অল-বিরুনি জন্মগ্রহণ করেন – ৯৭৩ খ্রিস্টাব্দে
৩) সুলতান মামুদ খোয়ারিজম রাজ্যে অভিযান চালান – ১০১৭ খ্রিস্টাব্দে
৪) সুলতান মামুদ ভারত আক্রমণ করেন – ১৭ বার
৫) খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অল-বিরুনিকে গজনিতে নিয়ে আসেন – সুলতান মামুদ
৬) খোয়ারিজম থেকে গজনিতে এসে অল-বিরুনি নিযুক্ত হন – রাজজ্যোতিষীর পদে
৭) অল-বিরুনি ভারতে আসেন – খ্রিস্টীয় একাদশ শতকে
৮) অল-বিরুনি বলেছেন, হিন্দুরাও গ্রিকদের মতো লেখেন – বামদিক থেকে ডানদিকে
৯) ভারতে অল-বিরুনি সংস্কৃত ভাষা শেখেন – ব্রাহ্মণ পণ্ডিতদের কাছ থেকে
১০) পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ করেন – অল-বিরুনি
১১) ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অল-বিরুনি যে গ্রন্থটি রচনা করেন – কিতাব-উল-হিন্দ
১২) যে পর্বে ব্রাহ্মণ নিজ গৃহ ত্যাগ করে সমাজের বাইরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন – বানপ্রস্থ
১৩) ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি – আরবি ভাষায় লেখা
১৪) ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি অপর যে নামে সুপরিচিত – তহকিক-ই-হিন্দ
১৫) অল-বিরুনি তাঁর ভ্রমণবৃত্তান্তে ভারতকে যে নামে উল্লেখ করেছেন – অল-হিন্দ
১৬) ভারতে এসে অল-বিরুনি প্রথম যে বাধার সম্মুখীন হন – সংস্কৃত ভাষা
১৭) ‘হিন্দু’ শব্দটির উদ্ভব হয়েছে – প্রাচীন পারসিক শব্দ থেকে
১৮) যে পর্বে পরিমিত এবং নিরামিষ আহার বাধ্যতামূলক ছিল – ব্রহ্মচর্য
১৯) আরবরা সিন্ধুনদের পূর্বের এলাকাকে বলতেন – অল-হিন্দ
২০) ভারতকে ‘হিন্দুস্তান’ বলে উল্লেখ করেন – তুর্কিরা
২১) তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে বলেছেন – হিন্দাভি
২২) অল-বিরুনির বিবরণ অনুযায়ী কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল পরিচিত ছিল – মধ্যদেশ নামে
২৩) আদি বৈদিক যুগে ‘বর্ণ’ বলতে বোঝাত – গায়ের রং-কে
২৪) ভারতীয় সমাজের চতুর্বর্ণ প্রথা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন – অল-বিরুনি
২৫) বর্ণপ্রথার সর্বোচ্চে অবস্থান করেন – ব্রাহ্মণ
২৬) বিশ্বস্রষ্টা ব্রহ্মার মস্তিষ্ক থেকে উৎপত্তি হয়েছে – ব্রাহ্মণের
২৭) পূজার্চনা, অধ্যয়ন এবং অধ্যাপনা করার অধিকারী ছিলেন – ব্রাহ্মণরা
২৮) অল-বিরুনির ভারতভ্রমণ কালে সর্বাধিক প্রচলিত বর্ণমালা হল – সিদ্ধমাতৃকা
২৯) বর্ণব্যবস্থার দ্বিতীয় স্তরে ছিলেন – ক্ষত্রিয়রা
৩০) ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার – ক্ষত্রিয়রা
৩১) অল-বিরুনির মতে, ক্ষত্রিয়রা অধিকারী ছিলেন কেবল – বেদপাঠের
৩২) দেশশাসন, দেশরক্ষা এবং যুদ্ধবিগ্রহ করা কাদের প্রধান কর্তব্য ছিল বলে অল-বিরুনি লিখেছেন – ক্ষত্রিয়দের
৩৩) বৈশ্যদের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার – উরুযুগল থেকে
৩৪) বর্ণব্যবস্থার চতুর্থ বা সর্বশেষ স্তরে আছেন – শূদ্ররা
৩৫) দেবতা ব্রহ্মার পা থেকে উৎপত্তি হয়েছে – শূদ্রদের
৩৬) শূদ্রদের প্রধান কর্তব্য হল – ব্রাহ্মণদের সমস্তরকম সেবা করা
৩৭) অল-বিরুনি জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ার – খোয়ারিজমে
৩৮) শূদ্র পিতা ও ব্রাহ্মণ মাতার সন্তানরা সমাজে পরিচিত ছিলেন – অচ্ছ্যুত নামে
৩৯) বর্ণচ্যুতদের নিম্নস্তরে ছিলেন – অচ্ছ্যুতরা
৪০) হিন্দু ছাড়া অন্যান্যদের অল-বিরুনি যে নামে অভিহিত করেছেন – ম্লেচ্ছ
৪১) অল-বিরুনি যাদের জীবনযাত্রায় চতুরাশ্রম-এর অস্তিত্ব লক্ষ করেছেন – ব্রাহ্মণদের
৪২) ‘আশ্রম’ শব্দের অর্থ হল – আশ্রয়
৪৩) যত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হত – ৮ বছর
৪৪) কিশোর ব্রাহ্মণকে দ্বিজত্বে বরণ করা হয় – ৮ বছর বয়সে
৪৫) অল-বিরুনির বর্ণনানুযায়ী, গার্হস্থ্য আশ্রমের প্রধান কাজ হল – বিবাহ করে সংসারধর্ম পালন
৪৬) যে কাজ ব্রাহ্মণদের ক্ষেত্রে একপ্রকার নিষিদ্ধ ছিল বলে অল-বিরুনি লিখেছেন – বাণিজ্য
৪৭) চতুর্থ বা শেষ আশ্রমটি হল – সন্ন্যাস
৪৮) অল-বিরুনির মতে, ভারতে খোলা আকাশের নীচে মৃতদেহ রাখার প্রথার সঙ্গে যাদের অন্ত্যেষ্টিক্রিয়ার সাদৃশ্য রয়েছে – পারসিকদের
৪৯) মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দেন – বাসুদেব নারায়ণ
৫০) অল-বিরুনির বর্ণনা অনুযায়ী, বর্ণচ্যুতদের উচ্চস্তরে ছিলেন – অন্ত্যজরা