অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন । Class Seven First Unit Test Geography Question
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (Class Eight First Unit Test Geography Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৩০ নম্বরের ভূগোল মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন । Class Seven First Unit Test Geography Question :
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ১ ঘন্টা
১) সছিদ্রতা কাকে বলে? ১
২) পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? ১
৩) লাভা কাকে বলে? ২
৪) সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? ১
৫) কোন যন্ত্রে ভুমিকম্প মাপা হয়? ১
৬) পাললিক শিলার তিনটি বৈশিষ্ট্য লেখো। ২
৭) ক্রফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তিরেখা আছে? ১
৮) চিত্রসহ কেন্দ্রমন্ডলের শ্রেণিবিভাগ করো। ৫
৯) ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কী? ১
১০) জীবাশ্ম কাকে বলে? ২
১১) শিলাচক্র কাকে বলে? ২
১২) প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। ২
১৩) আগ্নেয়গিরি কাকে বলে? এর শ্রেণিবিভাগগুলি আলোচনা করো। ৫
১৪) ক্যারেজ প্রথা কী? ২
১৫) বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? ২