বাংলা চিত্রকলার ইতিহাস MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার প্রদান করতে চলা উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা চিত্রকলার ইতিহাস MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

বাংলা চিত্রকলার ইতিহাস MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা : 

 

১) নীল ও হলুদের সংমিশ্রণে তৈরি হত- সবুজ রং

২) ‘শৈলী’ শব্দের অপর নাম- রীতি

৩) কার আমলে দরবারি মুঘল চিত্রকলার সূচনা ঘটে?- আকবর

৪) কার শাসনকালে মুরশিদাবাদ শিল্পকলা উন্নতির চরম শিখরে পৌছায়?- আলিবর্দি খাঁ

৫) অভিধানে ‘পট’ শব্দটির অর্থ- চিত্র

৬) অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে- গুয়াশ

৭) কোন্‌ সময়পর্বে পটশিল্প বিস্তারলাভ করে?- দ্বাদশ ও ত্রয়োদশ

৮) ষোড়শ শতকে কার বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হত?- চৈতন্যদেব

৯) কোন্‌ মঙ্গলকাব্য রচয়িতার লেখায় পটের উল্লেখ আছে?- মুকুন্দরাম চক্রবর্তী

১০) গাজীর পট যে সময়ে প্রবর্তীত হয়- পঞ্চদশ

১১) বাংলায় কালীঘাট পট যে সময়পর্বে প্রসিদ্ধি লাভ করে- ঊনবিংশ

১২) যে বিখ্যাত চিত্রশিল্পী কালীঘাটের পট কিনেছিলেন- পিকাসো

১৩) কলকাতায় প্রথম স্থায়ী আর্ট গ্যালারির প্রতিষ্ঠা হয় যার উদ্যোগে- হেনরি হোভার লক

১৪) ‘দি ইন্ডিয়ান স্কুল অফ আর্ট’ প্রতিষ্ঠিত হয়- ১৮৯৩ খ্রিঃ

১৫) ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠা করেন- অবনীন্দ্রনাথ ঠাকুর

১৬) ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠিত হয়- ১৯০৭ খ্রিঃ

১৭) রবীন্দ্রনাথের হাতে বিশ্বভারতীর সূচনা ঘটে- ১৯০২ খ্রিঃ

১৮) ‘কলাভবন’ স্থাপিত হয়- ১৯১৯ খ্রিঃ

১৯) নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক ছিলেন- অবনীন্দ্রনাথ ঠাকুর

২০) অবনীদ্রনাথ ঠাকুরের ভারতীয় রীতিতে আঁকা প্রথম চিত্রাবলি হল- কৃষ্ণলীলা সংক্রান্ত

২১) অবনীন্দ্রনাথের একটি বিখ্যাত ছবি- শ্বেত অভিসারিকা

২২) ‘টুয়েলভ ইংক স্কেচেস’ নামক অ্যালবামটি এঁকেছেন- গগনেন্দ্রনাথ ঠাকুর

২৩) ভারতীয় চিত্রকলায় কার্টুনকে প্রতিষ্ঠিত করার কৃতিত্ব যার- গগনেন্দ্রনাথ ঠাকুর

২৪) কিউবিজমের সার্থক ব্যবহার করেছেন- গগনেন্দ্রনাথ ঠাকুর

২৫) ছবি আ৬কার ক্ষেত্রে পেলিক্যান কালি ব্যবহার করতেন- রবীন্দ্রনাথ ঠাকুর

২৬) সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত ছবি- মা যশোদা

২৭) ‘সাঁওতাল মা ও দুই ছেলে’ ছবিটি এঁকেছেন- যামিনী রায়

২৮) কলাভবনে প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন- নন্দলাল বসু

২৯) নন্দলাল বসু তাঁর গুরুর স্থানে যাকে বসিয়েছিলেন- অবনীন্দ্রনাথ ঠাকুর

৩০) ‘সহজ পাঠ’ গ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন- নন্দলাল বসু

৩১) ‘ভারত্রত্ন’ ও ‘পদ্মশ্রী’ পুরষ্কারের নকশা এঁকেছিলেন- নন্দলাল বসু

৩২) ‘সাঁওতাল দম্পতি’ ছবিটির স্রষ্টা- রামকিঙ্কর বেইজ

৩৩) কোন্‌ শিল্পীর দৃষ্টিশক্তি হারানোর পর অন্তঃইন্দ্রিয়ের পূর্ণ বিকাশ ঘটে?- বিনোদবিহারী মুখোপাধ্যায়

৩৪) ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটির স্রষ্টা- বিনোদবিহারী মুখোপাধ্যায়

৩৫) জয়নুল আবেদিনকে কোন দেশ জাতীয় শিল্পীর মর্যাদা দেয়?- বাংলাদেশ

৩৬) শ্রমজীবী মানুষের জীবন নিয়ে ছবি এঁকেছেন- পরিতোষ সেন

৩৭) ‘কলের বাঁশি’-র মতো ভাস্কর্য কর্মটির স্রষ্টা হলেন- রামকিঙ্কর বেইজ

৩৮) ‘সুজাতা’ কার সৃষ্টি- রামকিঙ্কর বেইজ

৩৯) নন্দলাল কোথাকার গুহাচিত্র এঁকেছিলেন?- অজন্তার

৪০) ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি অব আর্ট’ প্রতিষ্ঠা করেন- হেমেন্দ্রনাথ মজুমদার 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

বাংলা চিত্রকলার ইতিহাস MCQ প্রশ্নের উত্তর

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

২) বাংলা চিত্রকলার ইতিহাস MCQ SET 2

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৩) বাংলা চিত্রকলার ইতিহাস MCQ SET 3 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top