একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের উত্তর –গুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত MCQ নোট আমাদের ওয়েবসাইটের ক্লাস নোট বিভাগে ইতিপূর্বেই প্রদান করা হয়েছে।