samrajjik-rajdhani-mcq-question-answers

সাম্রাজ্যিক রাজধানী MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস 

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সাম্রাজ্যিক রাজধানী MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

সাম্রাজ্যিক রাজধানী MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস : 

 

১) দিওয়ান-ই-আসর গ্রন্থের রচয়িতা হলেন – মামুদ গাওয়ান

২) হায়দরাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন – মহম্মদ কুলি কুতুব শাহ  

৩) বাহমনি রাজ্য ভেঙে পাঁচটি স্বাধীন আঞ্চলিক রাজ্যর মধ্যে প্রথম স্বাধীনতা ঘোষণা করে – আহমদনগর  

৪) আহমদনগরের প্রথম মুর্তাজা নিজাম শাহ বেরার দখল করেছিলেন – ১৫৭৪ খ্রিস্টাব্দে 

৫) ১৬৮৭ খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করে তা মুঘল শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন – ঔরঙ্গজেব 

৬) মুঘল সম্রাট শাহজাহান আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন – ১৬৩৬ খ্রিস্টাব্দ  

৭) বাহমনি সুলতানেরা যে সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন – পারস্যের সংস্কৃতি 

৮) বিজাপুরের যে শাসকের সময়কালে গোলগম্বুজ নির্মিত হয় – মহম্মদ আদিল শাহ 

৯) মুঘল সম্রাট ঔরঙ্গজেব যত খ্রিস্টাব্দে বিজাপুর রাজাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন – ১৬৮৬ খ্রিস্টাব্দ 

১০) শাহজাদা মুরাদের নেতৃত্বে মুঘল বাহিনী আহমদনগর আক্রমণ করে – ১৫৯৫ খ্রিস্টাব্দে  

১১) বাহমনি রাজ্যের ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা পাঁচটি রাজ্যের মধ্যে যে তিনটি রাজ্য দাক্ষিণাত্যের রাজনীতিতে প্রতিপত্তিশালী হয়ে উঠেছিল, তা হল – আহমদনগর-গোলকোন্ডা-বিজাপুর 

১২) বিজাপুরে স্বাধীন আদিলশাহি বংশের শাসনের সূচনা করেন – ইউসুফ আদিল শাহ 

১৩) বাহমনি শাসনপর্বে কাদিরিয়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল – বিদর 

১৪) আহমদনগরে নিজামশাহি বংশের শাসন প্রতিষ্ঠা করেন – মালিক আহমদ নিজাম শাহ

১৫) আহমদনগরের প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন – মালিক অম্বর  

১৬) আহমদনগরের সুলতান মালিক আহমদ নিজাম শাহের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন – প্রথম বুরহান নিজাম শাহ 

১৭) আহমদনগরের শাসক ইব্রাহিম নিজাম শাহের নাবলক পুত্র বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন – চাঁদবিবি 

১৮) আহমদনগর মুঘল সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত হয় – ১৬০০ খ্রিস্টাব্দ

১৯) গোলকোন্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন – কুলি কুতুব উল মুলক 

২০) চারমিনার নির্মাণ করেন – মহম্মদ কুলি কুতুব শাহ

২১) বিদরকে ‘সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে প্রশংসা করেছেন – নিকিতিন 

২২) বিদরের সকল শাসকদের মধ্যে প্রথম শাহ উপাধি গ্রহণ করেছিলেন – প্রথম আলি বারিদ শাহ 

২৩) বাহমনি রাজ্যের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন – সুলতান 

২৪) বাহমনি রাজ্য বিভক্ত ছিল – চারটি প্রদেশে 

২৫) মুঘলযুগের প্রখ্যাত সংস্কারক টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক মনে করা হয় – মামুদ গাওয়ান  

২৬) বাহমনি রাজ্যের প্রদেশ বা তরফগুলিতে নিযুক্ত ছিলেন একজন – তরফদার 

২৭) বাহমনি রাজ্য স্থায়ী হয় প্রায় – ১৭৫ বছর 

২৮) গুলবর্গা দুর্গের অভ্যন্তরের জামা মসজিদটি নির্মাণ করেন – প্রথম মহম্মদ শাহ 

২৯) তরফদারদের ক্ষমতা সংকুচিত ও কেন্দ্রীয় শক্তিকে নিরঙ্কুশ করার জন্য তাদের একস্থান থেকে অন্যস্থানে বদলির ব্যবস্থা করেন – মামুদ গাওয়ান 

৩০) বাহমনি রাজ্যের শাসনব্যবস্থায় সামরিক বাহিনীর প্রধান ছিলেন – সুলতান 

৩১) খাস-ই-খেল ছিলেন – সৈন্যবিভাগের অধিনায়ক 

৩২) বাহমনি রাজ্যের শাসনব্যবস্থায় সর্বনিম্ন একক ছিল – গ্রাম 

৩৩) বিচার বিভাগে উৎকোচ গ্রহণকারী কর্মীদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করেন – মামুদ গাওয়ান 

৩৪) বাহমনি রাজ্যে প্রশাসনিক ক্ষেত্রে দিল্লি সুলতানির নায়েব সুলতানের সমতুল্য ছিলেন – ভকিল-উস-সুলতান 

৩৫) ভকিল-উস-সুলতান ছিলেন – দিল্লি সুলতানির নায়েব সুলতানের সমতুল্য 

৩৬) ওয়াজির-ই-কুল ছিলেন – প্রধানমন্ত্রী 

৩৭) বাহমনি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় ‘আমির-ই-জুমলা’ হলেন – অর্থবিভাগের প্রধান 

৩৮) ওয়াজির ছিলেন – অর্থবিভাগের ডেপুটি প্রধান 

৩৯) বৈদেশিক ও রাজদরবারের বিভিন্ন কার্যকলাপ যিনি দেখাশোনা করতেন সেই পদের নাম ছিল – ওয়াজির আশরাফ

৪০) বিচার ও দাতব্য বিভাগ ও ধর্মীয় বিষয়ের প্রধান ছিলেন – সদর-ই-জাহান 

৪১) কোতোয়াল ছিলেন – পুলিশ বিভাগের প্রধান 

৪২) পর্যটক নিকিতিন যে শাসকের আমলে বিদরে এসেছিলেন – তৃতীয় মহম্মদ শাহের 

৪৩) বাহমনি শাসনব্যবস্থায় জায়গিরদারগণ তাঁদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে বাধ্য ছিলেন – সুলতানের কাছে 

৪৪) যার উদ্যোগে দৌলতাবাদের জ্যোতির্বিদ্যা চর্চার জন্য মানমন্দির নির্মিত হয়েছিল – তাজউদ্দিন ফিরোজ শাহ

৪৫) বাহমনি রাজ্যে বাণিজ্যিক ফসল হিসেবে যে যে ফসলের চাষ হত – আখ ও তুলো 

৪৬) বাহমনি রাজ্যের প্রধান আয় নির্ধারিত হত – ভূমিরাজস্ব থেকে 

৪৭) সুলতান ফিরোজ শাহ যে প্রখ্যাত সুফিসন্তের ভক্ত ছিলেন – গৈসু দরাজ

৪৮) রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা হলেন – মামুদ গাওয়ান 

৪৯) বাহমনির রাজধানী বিদরে একটি সুবিশাল মাদ্রাসা নির্মাণ করেন – মামুদ গাওয়ান 

৫০) মামুদ গাওয়ানকে যার পূর্বসূরি ও পথপ্রদর্শক মনে করা হয় – টোডরমলের   

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

সাম্রাজ্যিক রাজধানী MCQ প্রশ্নের উত্তর

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

class-twelve-third-semester-history-question-answers

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

<p>কপি করার প্রচেষ্টা করবেন না</p>
Scroll to Top