সমাস থেকে গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নের উত্তর
দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সমাস থেকে গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। মাধ্যমিক পরীক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তাদের বাংলা ব্যাকরণ সমাস বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
সমাস থেকে গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নের উত্তর :
১) সমাস শব্দের অর্থ কী?
উঃ সমাস শব্দের অর্থ হল সংক্ষিপ্তকরণ।
২) সমাস শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো।
উঃ সম্+✓অস+অ
৩) সমাস শব্দের বিপরীত শব্দটি কী?
উঃ সমাস শব্দের বিপরীত শব্দ হল ব্যাস।
৪) সমাস কাকে বলে?
উঃ পরস্পর অর্থসম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদের একপদে রূপান্তরিত হওয়াই সমাস।
যেমন- যিনি দেব তিনিই ঋষি= দেবর্ষি
৫) ব্যাসবাক্য কাকে বলে?
উঃ যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে সমস্যমান পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ককে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়, তাকে ব্যাসবাক্য বলে।
যেমন – নীল কন্ঠে যার = নীলকন্ঠ (এখানে ‘নীল কন্ঠে যার’ হল ব্যাসবাক্য)
৬) সমাসবদ্ধ পদের অপর নাম কী?
উঃ সমাসবদ্ধ পদের অপর নাম সমস্ত পদ।
৭) সমাস ও সন্ধির দুটি পার্থক্য লেখো।
উঃ উত্তরটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে।
৮) অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
উঃ হাটেবাজারে = হাটে ও বাজারে
৯) রত্নাকর পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উঃ রত্নাকর – রত্নের আকর = সম্মন্ধ তৎপুরুষ সমাস
১০) সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
উঃ বাবা-মা = বাবা ও মা
১১) একশেষ দ্বন্দ সমাস কাকে বলে?
উঃ উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে।
১২) উপপদ কাকে বলে?
উঃ কোনো শব্দের ব্যুৎপত্তি বিশ্লেষণ করলে যদি প্রথমে শব্দ, তারপর প্রত্যয় পাওয়া যায়, তবে প্রথম শব্দটিকে ব্যাকরণে উপপদ বলে।
যেমন – গৃহহারা = গৃহ+✓হার+আ। অর্থাৎ ‘গৃহ’ শব্দটি এখানে উপপদ।
১৩) ‘তৎপুরুষ’ শব্দটির সাধারণ অর্থ কী?
উঃ ‘তৎ’ শব্দের অর্থ তার এবং ‘তৎপুরুষ’ শব্দের অর্থ ‘তার সম্বন্ধীয় পুরুষ’ বা ‘তার পুরুষ’।
১৪) কৃদন্ত পদ বলতে কী বোঝ?
উঃ কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দকে কৃদন্ত পদ বলে। ধাতু+ কৃৎ প্রত্যয় (✓হার+আ)= কৃদন্ত শব্দ (হারা)
১৫) উপমান কর্মধারয় সমাস কাকে বলে?
উঃ উত্তর দেখতে এখানে ক্লিক/টাচ করতে হবে।
১৬) উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো।
উঃ উপমান কর্মধারয় সমাসের পুর্বপদে ‘উপমান’ এবং পরপদে থাকে শুধু গুণ প্রকাশক সাধারণ ধর্ম। কিন্তু, উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত ‘উপমেয়’ এবং পরপদ ‘উপমান’ হয়।
১৭) উপমিত কর্মধারয় সমাসের একটি উদাহরণ দাও।
উঃ নরসিংহ = নর সিংহের ন্যায়
১৮) উপপদ্ তৎপুরুষ সমাস কাকে বলে?
উঃ উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাসকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন – পা দিয়ে পান করে যে = পাদপ
১৯) বহুব্রীহি শব্দের অর্থ কী?
উঃ ‘ব্রীহি’ শব্দের অর্থ ‘ধান’। বহু ব্রীহি যার অর্থাৎ অনেক ধান যার।
২০) ব্যতিহার বহুব্রীহি সমাসের ‘ব্যতিহার’ শব্দের অর্থ কী?
উঃ ‘ব্যতিহার’ শব্দের অর্থ ‘বিনিময়’।