tarsonge-mcq-question-answers

তার সঙ্গে কবিতার MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার  

উচ্চমাধ্যমিক নতুন সিলেবাস অনুসারে ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য তাদের বাংলা তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে তার সঙ্গে কবিতার MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারে পাঠরত শিক্ষার্থীরা কবি পাবলো নেরুদা রচিত তার সঙ্গে MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

তার সঙ্গে কবিতার MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার : 

 

১) ‘তার সঙ্গে’ কবিতাটি রচনা করেছেন – পাবলো নেরুদা

২) ‘তার সঙ্গে’ কবিতাটির বাংলা অনুবাদ করেছেন – শক্তি চট্টোপাধ্যায়

৩) পাবলো নেরুদার প্রকৃত নাম হল – রিকার্দো এলিসের নেফতালি রেইয়েস বাসোয়ালতো

৪) পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছিলেন – ১৯৭১ সালে

৫) পাবলো নেরুদা কবিতা লিখতে শুরু করেছিলেন যত বছর বয়স থেকে – ১৩ বছর

৬) পাবলো নেরুদা যে দেশের কবি ছিলেন – চিলি

৭) চিলির জাতীয় কবি বলা হয় যাকে – পাবলো নেরুদা

৮) পাবলো নেরুদাকে “২০শ শতাব্দীর যে কোন ভাষার সেরা কবি” বলে সম্মোধন করেছেন – গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

৯) পাবলো নেরুদা জন্মগ্রহণ করেছিলেন – ১৯০৪ সালের ১২ই জুলাই

১০) পাবলো নেরুদার জন্মস্থান – চিলির সান্তিয়াগো

১১) পাবলো নেরুদা যে রোগে আক্রান্ত হয়েছিলেন – ক্যান্সার

১২) পাবলো নেরুদার মৃত্যু হয় – হৃদরোগে

১৩) পাবলো নেরুদার মৃত্যু হয় – ১৯৭৩ সালের ২৩শে সেপ্টেম্বর

১৪) কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল – ২৫ নভেম্বর ১৯৩৩ খ্রিঃ

১৫) শক্তি চট্টোপাধ্যায়কে যে আন্দোলনের জনক বলে মনে করা হয় – হাংরি আন্দোলন

১৬) শক্তি চট্টোপাধ্যাইয়ের জন্মস্থান – দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে

১৭) শক্তি চট্টোপাধ্যায় অর্জন করেছিলেন – আনন্দ পুরষ্কার ও সাহিত্য অকাদেমি পুরষ্কার

১৮) শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় – ২৩ মার্চ ১৯৯৫ খ্রিঃ

১৯) কবিতা অনুসারে সময়টা যেমন – খুব সুবিধের না

২০) ‘আমার’ জন্য যা করতে বলা হয়েছে – অপেক্ষা 

২১) প্রতিকূল সময়কে পার করতে হবে – দু’জনে মিলে 

২২) হাতে যা রাখতে বলা হয়েছে – ছোট্ট দুটি হাত 

২৩) ব্যাপরটা বুঝে যা করার কথা বলা হয়েছে – আহ্লাদ 

২৪) যেখানে বাসা বাঁধতে আটকায় নি – পাথরে-ফাটলে 

২৫) ‘আমার’ জন্য পুনরায় যা করতে বলা হয়েছে – দাঁড়াতে 

২৬) কাঁকে যা নিতে বলা হয়েছে – ঝুড়ি ও শাবল 

২৭) যা পড়তে বলা হয়েছে – জুতো 

২৮) সঙ্গে করে যা নিতে বলা হয়েছে – কাপড়চোপড় 

২৯) কবিতায় যে ফুলের কথা বলা হয়েছে – কারনেশন 

৩০) মধু _______ জন্যেও না। – তালাসের 

৩১) দুজনের হাত প্রয়োজন – ধুয়ে মুছে আগুন বানাতে 

৩২) খারাপ সময়কে যুঝতে হবে – চার হাত, চার চোখে 

…….. এমনই আরো MCQ প্রশ্নের উত্তর নিম্নের PDF FILE-গুলিতে প্রদান করা হয়েছে।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

তার সঙ্গে কবিতার MCQ প্রশ্নের উত্তর 

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

২) ‘তার সঙ্গে’ কবিতার MCQ SET 2

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৩) ‘তার সঙ্গে’ কবিতার MCQ SET 3 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

আদরিনী MCQ TEST 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top