দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্র্যাকটিস সেট (মান ৪০)
নতুন শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্র্যাকটিস সেট (মান ৪০) প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখানে জ্ঞানচক্ষু গল্প, অসুখী একজন কবিতা, কোনি উপন্যাসের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ এবং কারক ও অকারকের – কর্তৃকারক থেকে ৪০ নম্বরের একটি প্রশ্নসেট প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর নির্দিষ্ট ১ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে লিখে তাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্র্যাকটিস সেট (মান ৪০) :
শ্রেণিঃ দশম বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ঘন্টা ৩০ মিনিট
ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১০*১=১০
১) ‘তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়’ – একথা বলেছেন – ক) তপনের ছোটমাসি খ) তপনের মেজোকাকু গ) তপনের বাবা ঘ) তপনের ছোটমামা
২) ছোটমাসি তপনের থেকে কত বছরের বড়ো? – ক) বছর পাঁচেকের খ) বছর আষ্টেকের গ) বছর দশেকের ঘ) বছর বারোর
৩) ‘তারপর ধমক খায়’ – তপন ধমক খায় – ক) গল্প লেখার জন্য খ) নিজের লেখা গল্প না পড়ার জন্য গ) ছোটমাসির অবাধ্য হওয়ার জন্য ঘ) লেখাপড়ায় মনোযোগ না দেওয়ার জন্য
৪) ‘বাবা, তোর পেটে পেটে এত!’ – বক্তা কে? – ক) তপনের বাবা খ) তপনের মেজোকাকু গ) তপনের ছোটমাসি ঘ) তপনের মা
৫) বাড়ির ঠাট্টা-তামাশার মধ্যেই তপন গল্প লিখেছিল – ক) একটি খ) দু-তিনটি গ) দুটি ঘ) তিন-চারটি
৬) ‘ডুবে ছিল ধ্যানে’ – কতদিনের ধ্যান? – ক) এক যুগ খ) শতবর্ষ গ) হাজার বছর ঘ) যুগের পর যুগ
৭) ‘প্রাচীন জলতরঙ্গ/সব চূর্ণ হয়ে গেল’ – ‘জলতরঙ্গ’ হল – ক) জলের ঢেউ খ) একধরণের অস্ত্র গ) একধরণের কলম ঘ) একধরণের বাদ্যযন্ত্র
৮) পাবলো নেরুদা নোবেল পুরষ্কার পেয়েছেন – ক) ১৯৭০ খ্রিঃ খ) ১৯৭১ খ্রিঃ গ) ১৯৭২ খ্রিঃ ঘ) ১৯৭৩ খ্রিঃ
৯) বাঘে-গরুতে একঘাটে জল খায় – এই বাক্যের কর্তাটি হল – ক) প্রযোজক কর্তা খ) সহযোগী কর্তা গ) ব্যতিহার কর্তা ঘ) সমধাতুজ কর্তা
১০) যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায়, সে হল – ক) প্রযোজ্য কর্তা খ) প্রযোজক কর্তা গ) ঊহ্য কর্তা ঘ) অনুক্ত কর্তা
খ) অতি-সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৫*১=৫
১) ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল!’- চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কী?
২) ‘হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন’ – তপন কেন উত্তেজনা অনুভব করেছিল?
৩) ‘শিশু আর বাড়িরা খুন হলো’ – ‘শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল কেন?
৪) ‘তারপর যুদ্ধ এল’ – যুদ্ধ কেমনভাবে এল?
৫) শূন্য বিভক্তি কাকে বলে?
গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৩=৬
১) ‘রত্নের মূল্য জহুরির কাছেই’ – উক্তিটির অর্থ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো।
২) ‘শান্ত হলুদ দেবতারা’ – দেবতাদের ‘শান্ত হলুদ’ বলা হয়েছে কেন? তাদের কী পরিণতি হয়েছিল?
ঘ) রচনাধর্মী প্রশ্নের উত্তর দাওঃ ২*৫=১০
১) ‘সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এল আজ?’ – তপনের জীবনের সুখের দিন বলতে কোন্ দিনটির কথা বলা হয়েছে? সেই দিনটি তার জীবনে সত্যিই সুখের দিন ছিল কি না আলোচনা করো। ১+৪
২) ‘অসুখী একজন’ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ৫
ঙ) রচনাধর্মী প্রশ্নের উত্তর দাওঃ (যে কোনো একটি) ১*৫=৫
১) ‘চার বছরের মধ্যেই ‘প্রজাপতি’ ডানা মেলে দিয়েছে’ – ‘প্রজাপতি’ কী? কার তত্ত্বাবধানে, কীভাবে ‘প্রজাপতি’ ডানা মেলে দিয়েছে? ১+৪
২) ‘খাওয়ায় আমার লোভ নেই। ডায়েটিং করি’ – বক্তা কে? তার ডায়েটিং-এর পরিচয় দাও। ১+৪
চ) বঙ্গানুবাদ করোঃ ১*৪=৪
A patriot is a man who loves his country, works for it and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but best soldiers do more than this. They risk their lives because they love the country.
নিম্নের PDF Link-টি শুধুমাত্র আমাদের Subscribers-দের জন্য (দশম শ্রেণির বাংলা সকল অধ্যায়ের PDF NOTE-এর Subscription নিতে যোগাযোগ করুন আমাদের What’s App +917001880232 নম্বরে)























