class-seven-first-unit-test-bengali-question-paper

সপ্তম শ্রেণির বাংলা প্রশ্ন (প্রথম ইউনিট টেস্ট)

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির বাংলা প্রশ্ন (প্রথম ইউনিট টেস্ট) প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে তাদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

সপ্তম শ্রেণির বাংলা প্রশ্ন (প্রথম ইউনিট টেস্ট) : 

 

প্রথম ইউনিট টেস্ট

শ্রেণিঃ সপ্তম  বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৩০  সময়ঃ ১ ঘন্টা

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যে-কোনো আটটি): ১*৮=৮

ক) মধুসুদন দত্ত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি লেখেন- (অ) ১৮৫৭ খ্রিস্টাব্দে (আ) ১৮৬২ খ্রিস্টাব্দে (ই) ১৮৫৪ খ্রিস্টাব্দে (ঈ) ১৮৮৫ খ্রি

খ) নদীর স্রোতের ছন্দ যার সমতুল্য- (অ) নৌকার চলা (আ) মাঝির গান (ই) ছড়া (ঈ) বৃষ্টি

গ) কবিকে নীল রংটি ধার দিতে চায়-(অ) চড়ুই (আ) দোকানদার (ই) আকাশ (ঈ) মাছরাঙা

ঘ) নন্দলাল বসু ছিলেন কলাভবনের (অ) আচার্য (আ) অধ্যক্ষ (ই) উপাচার্য (ঈ) শিক্ষক

ঙ) মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে, তাকে বলে- (অ) গম্বুজ (আ) মিন (ই) কুতুব মিনার (ঈ) শহিদ মিনার

চ) ‘কল্লোল’ সাহিত্যগোষ্ঠীর অন্যতম লেখক ছিলেন (অ) শীর্ষেন্দু মুখোপাধ্যায় (আ) আবুল ফজল (ই) অজিত দত্ত (ঈ) মধুসুদন

ছ) ‘আজ’ শব্দটি এসেছে সংস্কৃত- (অ) ‘অদ্য’ থেকে (আ) ‘অজ্জ’ থেকে (ই) ‘আদ্য’ থেকে (ঈ) ‘আইজ’ শব্দ থেকে

জ) ‘চিংড়ি’ হল একটি- (অ) খাঁটি দেশি শব্দ (আ) তদ্ভব শব্দ (ই) তৎসম শব্দ (ঈ) আগন্তুক শব্দ

ঝ) এগুলির মধ্যে কোনটি তদ্ভব শব্দ?- (অ) কৃষ্ণ (আ) কেষ্ট (ই) কানাই (ঈ) কানু

ঞ) বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল-(অ) মানস সরোবরে (আ) এভারেস্টে (ই) রূপকুণ্ডে (ঈ) সমুদ্রের তলদেে

 

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ১*১৪=১৪ 

ক) “দেহ দাসে, সুবরদে।”- ‘সুবরদে’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?

খ) “পাখি সব করে রব রাতি পোহাইল”- উদ্ধৃতাংশটির রচয়িতা কে?

গ) ‘বনফুল’ কোন্ সাহিত্যিকের ছদ্মনাম?

ঘ) অর্ধ-তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও।

ঙ) ‘কি’, ও ‘কী’ পার্থক্য বুঝিয়ে দাও।

চ) ভাষা কাকে বলে?

ছ) ‘তৎসম’ শব্দটির অর্থ কী লেখো।

জ) ঘড়িওলা-র সাধ পূর্ণ হয়নি কেন?

ঝ) সার্কাসের লোকেরা কীভাবে মহড়া দিত?

ঞ) ‘একুশের কবিতা’- এই পাঠ্যাংশের কোন্ কোন্ লোক গানের উল্লেখ আছে?

ট) গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন?

ঠ) ‘দারোয়ান’ শব্দটি কী ধরনের শব্দ?

ড) ‘দুপুর’ শব্দটি বাংলা ভাষায় কীভাবে এসেছে?

ঢ) সোনা-টিয়া হাসতে লাগল’- হাসির কারণ কী?

 

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো চারটি): ২*৪=৮ 

ক) মৃত্যুর অনিবার্যতা বোঝাতে কবি তাঁর কবিতায় যে দুটি উদাহরণ রেখেছেন-সে দুটি উল্লেখ করো।

খ) ‘একুশের কবিতা’ কবিতাটি কার লেখা? এই দিনটি কোন্ বিশেষ দিন হিসেবে পালন করা হয়?

গ) টীকা লেখোঃ ভাটিয়ালি

ঘ) “এই সাদামাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে।”-কাকে টানে? ‘সাদামাটা সুর’ বলতে তিনি কী বুঝিয়েছেন? তাঁকে এই সুর টাে কেন? ০.৫+০.৫+১

ঙ) “আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি।”-বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? তাঁর প্রয়াস সফল হয়েছিল কী? ১+১

চ) বাংলা শব্দভান্ডার অনুসারে শব্দ কয় প্রকার ও কী কী? ১+১

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

সপ্তম শ্রেণির বাংলা প্রশ্ন (প্রথম ইউনিট টেস্ট)

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Class Seven Question Sets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top