সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (মান ৫০)
নতুন হলিষ্টিক পরীক্ষা পদ্ধতি অনুসারে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (মান ৫০) প্রদান করা হলো। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (মান ৫০) :
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ সপ্তম বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১ ঘন্টা ৪৫ মিনিট
ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ৫*১=৫
১) উপনিষদে উক্ত ‘চরৈবেতি’ শব্দের অর্থ- (যাত্রা থামাও / এগিয়ে যাও / দাঁড়িও না)
২) মেঘচোর গল্পে অসীমার বয়স- (কুড়ি / সাতাশ / তিরিশ / সাঁইত্রিশ) বছর।
৩) জীবনের ঝরাপাতা আত্মজীবনিটি- (অমলা দেবীর / সরলা দেবীর / রমলা দেবীর / কাদম্বিনী দেবীর)
৪) বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি’ -এখানে যার বিদ্রোহ করার কথা বলা হয়েছে- (কিষাণের / জোড়া দিম্বি / অহংকারী মশা / মজা নদী)
৫) ভাস্কো-ডা-গামা যে দেশের মানুষ ছিলেন – (স্পেন / ইতালি / জার্মানি / পোর্তুগাল)
খ) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ১০টি) ১০*১=১০
১) ‘এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং এর রীতি’- কোন রীতির কথা বলা হয়েছে ?
২) ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সংগীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল ?
৩) গ্যাজেলি নামক হরিণ কোথায় রয়েছে ?
৪) ‘শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন’- সেটি আসলে কী?
৫) গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রণীর নাম লেখো।
৬) ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন?
৭) হাভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়?
৮) অসিমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে?
৯) ভারতবর্ষের জাতীয় সংগীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল?
১০) স্মৃতিচিহ্ন কবিতাটি কী জাতীয় রচনা?
১১) বর্ষায় কে বিদ্রোহ করে?
১২) সকালের আগমন কীভাবে ঘোষিত হয়?
গ) যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
১) ‘মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন’- এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তাঁরা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন ?
২) ‘মেঘ চোর’ গল্পে কাকে কেন মেঘ-চোর বলা হয়েছে ? তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো।
৩) ‘মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম!’- কাদের মূঢ় বলা হয়েছে ? তাদের মনস্কামনা কিভাবে ব্যর্থ হয়েছে ?
৪) ‘চিরদিনের’ কবিতায় দুর্ভিক্ষ-উত্তীর্ণ যে সুবর্ণ দিনের স্বপ্ন কবি দেখেছেন তা নিজের ভাষায় লেখো।
৫) টীকা লেখোঃ বিশ্বভারতী
৬) কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না?
ঘ) যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬
১) ‘হোটেল বলে হোটেল! সে এক এলাহি ব্যাপার’- বনের মধ্যে এই হোটেল কে চালাত ? তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২) হোটেলওলাকে কোন কোন জিনিস কিনতে হয় না ? সং কেন সপ্তাহে তিনবার পোস্টঅফিসে যেত ?
৩) ‘স্বর্গের সুরুয়া’ কেমনভাবে রান্না করা হতো?
৪) হোটেলওলার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল?
৫) সং কেন সপ্তাহে তিনবার পোষ্টাপিশে যেত?
৬) হোটেলওলাকে কেমন দেখতে? সে সোনা-টিয়াকে কীভাবে সাহায্য করেছিল?
ঙ) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ (যে কোনো ৩টি) ৩*১=৩
১) ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। (নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো)
২) সন্ধিবিচ্ছেদ করোঃ বৃষ্টি, মনস্কাম।
৩) রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। (না-বাচক বাক্যে রূপান্তরিত করো)
৪) ‘মানসিক’ এর বিশেষ্য রূপ লেখো।
চ) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো ২টি) ২*৩=৬
১) যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
২) শব্দদ্বৈত কাকে বলে? উদাহরণ দাও।
৩) ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
ছ) প্রবন্ধ রচনা করোঃ (যে কোনো ১টি) ১*১০=১০
১) পরিবেশ দূষণ ও তার প্রতিকার
২) দেশভ্রমণের উপযোগিতা
৩) একটি মেলা দেখার অভিজ্ঞতা