একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্ন
যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সুবিধার্থে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্ন (Class Eleven Second Semester Education Question) প্রদান করা হলো। এই একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রশ্ন অনুশীলন করলে তোমরা তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে।
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্ন :
ক) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ১০*২=২০
১) মানব জীবনবিকাশে বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল সম্পর্কে তোমার ধারণা দাও।
২) ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার তুলনা করো।
৩) মেকলে মিনিট সংক্ষেপে আলোচনা করো।
খ) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
১) সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখো।
২) বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো।
৩) শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব সংক্ষেপে লেখো।
গ) যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৫=১০
১) অর্জিত আচরণ বলতে কী বোঝো?
২) পরিবেশ কাকে বলে?
৩) বংশগতি বলতে কী বোঝো?
৪) ‘চুঁইয়ে নামা নীতি’ কী?
৫) আকবরকে ‘মহান আকবর’ বলা হয় কেন?
৬) নারীশিক্ষা ভান্ডার কী?
৭) মক্তব অনুষ্ঠান কী?
৮) অনুদান প্রথা কী?
৯) পরাবিদ্যা ও অপরাবিদ্যার মধ্যে দুটি পার্থক্য লেখো।