পথের দাবী গল্পের MCQ প্রশ্নের উত্তর

পথের দাবী গল্পের MCQ প্রশ্নের উত্তর

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পথের দাবী গল্পের MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। মাধ্যমিক পরীক্ষা দিতে চলা দশম শ্রেণির শিক্ষার্থীরা এই MCQ প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

পথের দাবী গল্পের MCQ প্রশ্নের উত্তর : 

১) তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল- রেঙ্গুন

২) গিরীশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল , তার রং- সবুজ

৩) গিরীশ মহাপাত্রের বুকপকেটের রুমালে আঁকা ছিল- বাঘ

৪) “দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে।” বক্তা- জগদীশবাবু

৫) নিমাইবাবু জগদীশবাবুকে নজর দিতে বলেছিলেন- রাত্রের মেল ট্রেনটার দিকে 

৬) গিরীশ মহাপাত্রের চোখ দু’টি ছিল- গভীর জলাশয়ের মতো

৭) “লোকটি কাশিতে কাশিতে আসিল”- লোকটির বয়স- ত্রিশ -বত্রিশ 

৮) “কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ;” বক্তা হলেন-  রামদাস তলোয়রকর 

৯) “তুমি তো ইউরোপিয়ান নও।” কথাটি বলেছিলেন- রেঙ্গুনের সাব-ইন্সপেক্টর 

১০) “টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত।” উভয়ে বলতে বোঝানো হয়েছে- অপূর্ব ও রামদাসকে 

১১) গিরীশ মহাপাত্রের মতে যা খণ্ডানো যায় না- ললাটের লিখন

১২) ‘আমি তাকে কাকা বলি’- উক্তিটিতে কাকা হলেন- নিমাইবাবু

১৩) গিরীশ মহাপাত্র যে দিকের রাস্তা ধরে প্রস্থান করল- উত্তর দিকের

১৪) অপূর্বর বড়োবাবুর হাতে ছিল- টেলিগ্রাম

১৫) গাড়ি ছাড়তে বিলম্ব ছিল- মিনিট পাঁচেক

১৬) গিরীশ মহাপাত্রের চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল- তার উজ্জ্বল চোখ

১৭) গিরীশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদ ছিল- অদ্ভুত ও হাস্যকর

১৮) গিরীশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল- নেবুর তেলের 

১৯) গিরীশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল- একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা

২০) ‘বুড়োমানুষের কথাটা শুনো’- ‘বুড়ো মানুষটি’ হলেন- নিমাইবাবু

২১) মহাপাত্রের সঙ্গে তার যেসব মালপত্র ছিল- ভাঙা টিনের তোরা ও চাটাই জড়ানো ময়লা বিছানা

২২) অপূর্বর অন্যমনস্কতা যে লক্ষ করেছিল- রামদাস তলওয়ারকর

২৩) ‘এতবড়ো কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর’- কার্যকুশলা মেয়েটি হল- ক্রিশ্চান মেয়েটি

২৪) তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল- ফয়া

২৫) গিরীশ মহাপাত্রের জামার রং ছিল- রামধনু

২৬) ‘এমনি তাদের অভ্যাস হয়ে গেছে’- যা অভ্যাস হওয়ার কথা বলা হয়েছে- অপমানিত হওয়া

২৭) বড়োসাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন- ভামো 

২৮) ‘তোমার চিন্তা নেই ঠাকুর’- ‘ঠাকুর’ বলতে যাকে বোঝানো হয়েছে- তেওয়ারি

২৯) ‘আশ্চয্যি নেহি হ্যায় বাবুসাহেব’- ‘বাবুসাহেব’টি হলেন- তলওয়ারকর

৩০) ‘কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন’- এক্ষেত্রে অপূর্বর ‘কাকাবাবু’ হলেন- নিমাইবাবু

৩১) যেখান থেকে গিরীশের দুই বন্ধুর আসার কথা ছিল- এনাঞ্ঝাং

৩২) গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল- রেলস্টেশনে

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

পথের দাবী গল্পের MCQ প্রশ্নের উত্তর

পথের দাবী গল্পের প্রশ্নের উত্তরগুলি দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

পথের দাবী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় । দশম শ্রেণি বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?