অদল বদল গল্পের MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অদল বদল গল্পের MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। মাধ্যমিক পরীক্ষা দিতে চলা দশম শ্রেণির শিক্ষার্থীরা এই MCQ প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
অদল বদল গল্পের MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা :
১) ‘হোলির দিনের পড়ন্ত বিকেল’- হোলি যে ঋতুতে হয়- বসন্ত
২) ‘পড়ন্ত’ শব্দের অর্থ হল- শেষ হয়ে আসছে এমন
৩) পান্নালাল প্যাটেল ছিলেন- গুজরাটি ভাষার লেখক
৪) নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে খেলছিল- ধুলো ছোড়াছুড়ি
৫) ‘অদল বদল’ গল্পের দুই বন্ধু হল- অমৃত ও ইসাব
৬) অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল- জামা
৭) অমৃত ও ইসাব পড়ত- একই স্কুলে একই ক্লাসে
৮) দুজনের বাবা পেশায় ছিলেন- চাষি
৯) অমৃতের ছিল- বাবা-মা দু’জনই
১০) ইসাবের বাড়িতে ছিল- শুধু বাবা
১১) দুজনের একরকম পোশাক দেখে অমৃত ও ইসাবকে বলা হয়েছিল- কুস্তি করতে
১২) অমৃত তার বাবা-মাকে জ্বালিয়েছিল- নতুন জামার জন্য
১৩) ‘শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল’- ‘ফতোয়া’ শব্দের অর্থ হল- বিধান
১৪) ‘তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো’- এখানে কপালে আছে বলতে বলা হয়েছে- প্রহার
১৫) ইসাবের জামা ছিঁড়ে যাবার কারণ- তাকে খেতে কাজ করতে হত
১৬) ‘ও মরিয়া হয়ে বলল’- এখানে ‘ও’ হল- অমৃত
১৭) অমৃত যেখানে লুকিয়ে ছিল- ইসাবের বাবার গোয়ালঘর
১৮) ‘এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন’- উনি বলতে বোঝানো হয়েছে- অমৃতের মা
১৯) অমৃত একেবারেই গররাজি ছিল- ইসাবের সঙ্গে কুস্তি লড়তে
২০) ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল- খোলা মাঠে
২১) যে ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল- কালিয়া
২২) ‘ইসাবের মেজাজ চড়ে গেল’- কারণ- ইসাব অমৃতকে খুব ভালোবাসত
২৩) ‘সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল’- কারণ- কালিয়ার বাবা-মা তাদের মারবে
২৪) ইসাবের জামার কাপড় ছিঁড়ে গিয়েছিল- ছ’ইঞ্চি
২৫) ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল’- ওদের ভয় পাওয়ার কারণ- বাবার হাতে মার খাওয়া
২৬) ‘এমন সময়ে শুনতে পেল’- ইসাবের বাবা ইসাবকে ডাকছেন
২৭) গ্রাম প্রদান তাদের নাম দিয়েছিলেন- অদল বদল
২৮) অমৃতের নাম হয়েছিল- অদল
২৯) ইসাবের নাম হয়েছিল- বদল
৩০) গল্পে উল্লিখিত খাঁটি জিনিসটি হল- মায়ের ভালোবাসা
৩১) অমৃতের মাকে ডাকা হয়েছে যা বলে- বাহালি বৌদি
৩২) ইসাবের বাবার নাম- হাসান
৩৩) অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন- অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
৩৪) ‘একটা বুদ্ধি খেলে গেল’- বুদ্ধি খেলেছিল যার মাথায়- অমৃত
৩৫) ইসাবের জামার পকেট ছিঁড়েছিল- কালিয়া