নিমিত্ত কারক কাকে বলে?
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত কারক থেকে নিমিত্ত কারক কাকে বলে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনাগুলি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই নিমিত্ত কারক আলোচনা থেকে প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তাদের মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।
নিমিত্ত কারক কাকে বলে? :
নিমিত্ত কারকঃ
বাক্যের মধ্যে যার জন্য ইচ্ছা বা আকাঙ্খা প্রকাশ পায়, তাকে নিমিত্ত পদ বলে। আর এই নিমিত্ত পদের সঙ্গে ক্রিয়া পদের সম্পর্ককে নিমিত্ত কারক বলে।
ক্রিয়াপদকে সাধারণত ‘কী জন্য’, ‘কীসের নিমিত্ত’, ‘কী উদ্দেশ্য’ দিয়ে প্রশ্ন করলে নিমিত্ত কারক পাওয়া যায়। নিমিত্ত কারকে ‘জন্য’, ‘নিমিত্ত’, ‘উদ্দেশ্য’ প্রভৃতি অনুসর্গ যুক্ত হয়।
নিমিত্ত কারকের উদাহরণঃ
ক্ষিতীশ সিংহ স্নানের নিমিত্ত গঙ্গায় গিয়েছেন।
মেধাহীন শিক্ষার্থীরা শুধু পাসের জন্য পড়ছে।
তোমার অপেক্ষায় আছি।
কীসের লাগি দীর্ঘশ্বাস?
স্বাস্থ্যের কারণে ঘুরতে যাওয়া।
পূজার জন্য ফুল তোলো।
খেলার উদ্দেশ্যে কলকাতা যাচ্ছি।
বিশেষ দ্রষ্টব্যঃ
নিমিত্ত কারকে ‘এ’ বিভক্তির প্রয়োগ = অর্থ উপার্জনে এই প্রথম বিদেশে এলাম।
নিমিত্ত কারকে ‘নিমিত্ত’ অনুসর্গের প্রয়োগ = পাসের নিমিত্ত ভালো করে পড়ছি।