দ্বিগ্বিজয়ের রূপকথা । নবনীতা দেবসেন
দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে সেমিস্টার পদ্ধতিতে যে নতুন পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে, তার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য দ্বিগ্বিজয়ের রূপকথা । নবনীতা দেবসেন কবিতাটি প্রদান করা হলো। যে সকল শিক্ষার্থীরা একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার প্রদান করে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের জন্য পড়াশোনা শুরু করেছো তাদের জন্য দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার -এর (Class Twelve 3rd Semester Bengali) দ্বিগ্বিজয়ের রূপকথা কবিতাটি এবং দ্বিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্নের উত্তর -এর লিঙ্ক নিম্নে প্রদান করা হলো।
দ্বিগ্বিজয়ের রূপকথা । নবনীতা দেবসেন :
আমি রাজপুত্র। হলেনই বা দুঃখিনী জননী,
দ্বিগ্বিজয়ে যেতে হবে। দুয়োরাণী দিলেন সাজিয়ে।
কবচকুণ্ডল নেই, ধনুক তৃণীর, শিরস্ত্রাণ
কিছুই ছিল না। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম।
এক : এই জাদু-অশ্ব। মরুপথে সেই হয় উট।
আকাশে পূষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে,
তেপান্তরের পক্ষীরাজ। তার নাম রেখেছি: ‘বিশ্বাস’।
দুই : এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি
শানিত ইস্পাত খন্ড। অভঙ্গুর। নাম : ‘ভালোবাসা’
নিশ্চিত পৌঁছুবো সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে।।