আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা আলোচনাটি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই পেজে তাদের পাঠ্য শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি পাঠ করতে পারবে। কবিতার শেষে এই কবিতার MCQ, SAQ ও LAQ প্রশ্নের উত্তরের লিঙ্কও শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা সেই লিঙ্কগুলি অনুসরণ করে এই কবিতার প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারবে।
আয় আরো বেঁধে বেঁধে থাকি । শঙ্খ ঘোষ । দশম শ্রেণি বাংলা :
আয় আরো বেঁধে বেঁধে থাকি
শঙ্খ ঘোষ
আমাদের ডান পাশে ধ্বস
আমাদের বাঁয়ে গিরিখাদ
আমাদের মাথায় বোমারু
পায়ে পায়ে হিমানীর বাঁধ
আমাদের পথ নেই কোনো
আমাদের ঘর গেছে উড়ে
আমাদের শিশুদের শব
ছড়ানো রয়েছে কাছে দূরে!
আমরাও তবে এইভাবে
এ-মুহূর্তে মরে যাব না কি?
আমাদের পথ নেই আর
আয় আরো বেঁধে বেঁধে থাকি।
আমাদের ইতিহাস নেই
অথবা এমনই ইতিহাস
আমাদের চোখমুখ ঢাকা
আমরা ভিখারি বারোমাস
পৃথিবী হয়তো বেঁচে আছে
পৃথিবী হয়তো গেছে মরে
আমাদের কথা কে-বা জানে
আমরা ফিরেছি দোরে দোরে।
কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি
আয় আরো হাতে হাত রেখে
আয় আরো বেঁধে বেঁধে থাকি।